Sunday, April 16, 2017
কারিশমাও বিয়ে করছেন
সাবেক স্বামীর বিয়ের খবরের রেশ কাটতে না কাটতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর।
আগের স্বামীর মতো এই পাত্রও নাকি ব্যবসায়ী। নাম সন্দীপ তোশিয়ানি। মুম্বাইয়ের বাণিজ্য মহলে বেশ নাম ডাক রয়েছে সন্দীপের।
তবে বিয়ের পথে একমাত্র কাটা সন্দীপের স্ত্রী। তাকে ছেড়ে দেয়ার পরই কেবল কারিশমাকে বিয়ে করবেন সন্দীপ।
এর জন্য স্ত্রী অশিতাকে খোরপোষসহ ছাড়ার প্রক্রিয়া চালাচ্ছেন তিনি।
কাপুর কন্যার ইতিহাসও প্রায় একই। ২০০৩ সালে ঘটা করে তার বিয়ে হয়েছিল বিজনেস টাইকুন সঞ্জয় কাপুরের সঙ্গে। ২০০৫ সালে জন্ম হয় মেয়ে সামায়রার। ছেলে কিয়ানের জন্ম ২০১০ সালে। এরপর থেকেই দু’জনের সম্পর্ক তেতো হতে শুরু করে।
সঞ্জয়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে ২০১৬ সালে বোঝাপড়ার মাধ্যমে বিচ্ছেদের পথ বেছে নেন কারিশমা।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment