মেক্সিকোর নৌবাহিনীর সঙ্গে সংঘর্ষে আটক মাদক সম্রাট জোকুইন ‘এল চাপো’ গুজম্যানের ছেলেদের প্রধান দেহরক্ষী নিহত হয়েছে। শনিবার দেশটির কর্মকর্তারা একথা জানান।
মেক্সিকোর নৌবাহিনী জানায়, শুক্রবার সিনালোয়া রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিক মাদক পাচার ও সংঘবদ্ধ অপরাধ চক্র সিনালায়া কার্টেল-এর সদস্যদের সঙ্গে নৌসেনাদের বন্দুকযুদ্ধে ফ্রান্সিসকো জাজুয়েতা ওরফে ‘পাঞ্চো চিমাল’ নিহত হয়। গুজম্যান এই অপরাধ চক্রটি গড়ে তোলেন। বাদিরাগুয়াতোতে এ সংঘর্ঘ ঘটে। এএফপি।


No comments:
Post a Comment