Saturday, April 15, 2017
‘আইল্যান্ড অফ হলিক্রস’ নামের ভূখণ্ডই বর্তমানে ব্রাজিল হিসেবে চিনি।
দিনটা ১৫০০ খ্রিস্টাব্দের মার্চ মাসের ৯ তারিখ। কাবরাল পর্তুগালের প্রথম কিং ম্যানুয়েলের আদেশে ১৩টি নৌবহর নিয়ে ভাস্কো দা গামার দেখানো পথ ধরে লিসবন থেকে ভারতের দিকে যাত্রা শুরু করেন। ২২ এপ্রিল তার নৌবহর ‘আইল্যান্ড অফ হলিক্রস’ নামের একটি ভূখণ্ডে এসে পৌঁছায়, যাকে আমরা বর্তমানে ব্রাজিল হিসেবে চিনি। সেখানে পৌঁছেই পর্তুগালের রাজা প্রথম ম্যানুয়েলের নামে ভূখণ্ডটিকে পর্তুগালের অধিকার দাবি করেন। যদিও এর প্রায় বত্রিশ বছর পর সেখানে পর্তুগীজ উপনিবেশের গোড়াপত্তন হয়। প্রায় দশ দিন পর ব্রাজিল থেকে তার নৌবহর আবার ভারতের দিকে যাত্রা শুরু করে। পথিমধ্যে প্রচন্ড ঝড়ের কবলে পরে চারটি জাহাজসহ জাহাজগুলোতে অবস্থিত সঙ্গীদের হারান তিনি। সেই বছর সেপ্টেম্বরে কাবরালের নৌবহর ভারতের কালিকটে এসে পৌঁছায়। সেখানে স্থানীয় মুসলিম ব্যবসায়ীদের সাথে রক্তক্ষয়ী যুদ্ধে কাবরালের আরো সঙ্গী প্রাণ হারায়। শেষ পর্যন্ত মাত্র চারটি মসলা ভর্তি জাহাজ নিয়ে সফলভাবে ১৫০১ সালের জানুয়ারিতে পর্তুগালে তিনি পৌঁছান।
Labels:
আন্তর্জাতিক,
জানা-অজানা,
ব্রাজিল,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment