Social Icons

Saturday, April 15, 2017

প্রবাসী বাংলাদেশীদের মৃতদেহ সরকারি খরচে দেশে আনা হবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম


 প্রবাসীদের স্বার্থে নিউজ টি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন -

বিদেশে প্রবাসী বাংলাদেশী কেউ মারা গেলে তার মৃতদেহ দেশে সরকারি খরচে আনা হবে এবং বিদেশ থেকে মৃতদেহ আনার পর দাফন করার খরচও দেবে সরকার জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নিজের ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য প্রকাশ করে লিখেন, 
যদিও খুব সুখকর নয়, একটি বিষয় প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই বর্তমান সরকার বেশ কিছুদিন আগেই সিদ্ধান্ত নিয়েছেন যে সকল প্রবাসীর পরিবার পরিজনের সামর্থ্য নেই কোন প্রবাসীর মৃতদেহ দেশে ফিরিয়ে নিয়ে আসার, সরকার সেই মৃতদেহ সরকারী খরচে দেশে ফিরিয়ে নিয়ে আসেন এবং সেই সাথে দাফনের খরচও দেয়া হয়।

আজকে যেমন জার্মানি থেকে একজনের সহকর্মী একটু আগে আমাকে ফোন করেছিলেন। যদিও বিষয়টি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ওয়েজআর্নার্স বোর্ডের এখতিয়ারভুক্ত।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, প্রথমে আপনারা বাংলাদেশ এম্বাসিতে যোগাযোগ করবেন। আশানুরূপ সাড়া না পেলে আমাকে sm@mofa.gov.bd ঠিকানায় ইমেইল করে জানাবেন।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের স্ট্যাটাসটি মুহুর্তের মধ্যে চড়িয়ে পড়ে এবং বাড়তে থাকে লাইক, কমেন্ট শেয়ার। রিপোর্টটি লেখার আগ পর্যন্ত লাইক সংখ্যা 8k, কমেন্ট সংখ্যা 650, শেয়ার সংখ্যা 1.7k পড়তে দেখা যায়। 

কমেন্ট কারিদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন শাহরিয়ার আলম। তৌহীদ উতপল নামের এক ফেসবুক ব্যাবহার কারি কমেন্ট প্রশ্ন করে লিখেন মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, যেসব দেশে বাংলাদেশের হাইকমিশন নেই সেসব দেশের জন্য পার্শ্ববর্তী দেশে অবস্থিত বাংলাদেশ মিশনের সাহায্য পাবার উপায় কি। পেপারস ডকুমেন্ট না হয় কুরিয়ার করা যায়, কিন্তু এক্ষেত্রে মৃতদেহ দেশে পাঠানোর জন্য কোন ব্যবস্থা নেওয়া হবে কি?

জবাবে প্রতিমন্ত্রী বলেন, সময় লাগবে, জটিলতা থাকবে, কিন্তু মিশনকে জানালে সম্ভব, প্রশ্নের উত্তর পেয়ে ধন্যবাদ জানান তৌহিদ উতপল।

মোহাম্মদ আশ্রাফুল ইসলাম নামেন এক কমেন্ট কারি প্রতিমন্ত্রীকে কমেন্ট লিখেন, Dear sir, আপনাদের উদ্যোগ গুলো সত্যিই প্রশংসনীয়। কিন্তু অতীতে সরকার অনেক পদক্ষেপ নিয়েছে বিভিন্ন বিষয়ে যা বেশিদিন টিকে নাই। কয়েকদিন পরেই অনিয়ম দূর্নীতি গ্রস্থ হয়ে তার মহিমা হারিয়েছে। তাই আশা করি শুধু পদক্ষেপ নিয়েই যেন ক্ষান্ত না থাকেন সাথে সাথে তার তত্ত্বাবধানও যেন করা হয়।

শাহরিয়ার আলম জবাবে বলেন, সেই জন্যইতো আমাকেও জানাতে বলছি। কমেন্ট কারি মোহাম্মদ আশ্রাফুল কমেন্টের জাবাব পেয়ে বলেন, স্যার আপনি আমার কমেন্টের রিপ্লাই দিছেন!!! অবিশ্বাস্য! thank u so much...its really really proud for me sir.Thanks a lot..

এই পোস্টটি প্রবাসীরা যেন শেয়ার করেন সে অনুরোধও করেছেন প্রতিমন্ত্রী।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates