Social Icons

Showing posts with label বিজ্ঞাপন. Show all posts
Showing posts with label বিজ্ঞাপন. Show all posts

Monday, December 24, 2018

আসছে উড়ন্ত গাড়ি, চলছে বুকিং

ভয়াবহ সমস্যা হচ্ছে যানজট। এই যানজটের কারণে স্থবির হয়ে যায় মানুষের জীবন। অফিস পৌঁছতে বা প্রয়োজনীয় কাজে যেতে দেরি হয়ে যায়। শুধু তাই নয়, যানজটে পড়ে মৃত্যুরও ঘটনা ঘটে।
এবার এ সব সমস্যা যেন দূর হতে চলেছে। কারণ ব্রিটেনের ডাচ সংস্থা পিএএল-ভি ইন্টারন্যাশনাল নিয়ে আসছে ফ্লাইং কার। যা সড়কসহ আকাশেও চলতে পারবে।
পিএএল-ভি তাদের ওয়েবসাইটে জানায়, ২০২০-র মধ্যেই তারা এই গাড়ি বিশ্বে ছাড়বে। এ জন্য প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। প্রথম দিকে ৯০টি গাড়ি বাজারে ছাড়বে। এশিয়ার কয়েকটি দেশ ও ব্রিটেন, ইউরোপ এবং আমেরিকায় বিক্রি করা হবে এই গাড়ি। এরপর আস্তে আস্তে বিশ্বের প্রায় দেশেই তারা এটি বাজারজাত করবে।
আসছে উড়ন্ত গাড়ি, চলছে বুকিং

পিএএল-ভি’র উড়ন্ত গাড়ি। ছবি: ইন্টারনেট
গাড়িটি তিন চাকার। চলবে পেট্রোলে। জ্বালানি ধারণ ক্ষমতা ১০০ লিটার। গাড়িটিতে ২ জন বসার জায়গা রয়েছে। মাল বহনক্ষমতা ২০ কেজির মতো। আর গাড়িটির ওজন ৬৬৪ কেজি।
সড়কপথে সর্বাধিক ১৩১৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে পিএএল-ভি’র ফ্লাইং কার। আকাশপথে ৪৮২ কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে পারবে।
সড়কপথে গাড়িটি সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার। আকাশপথে এর গতি হবে ঘণ্টায় ১৮০ কিলোমিটার।
আসছে উড়ন্ত গাড়ি, চলছে বুকিং

সড়কে চলছে পিএএল-ভি’র গাড়ি। ছবি: ইন্টারনেট
পিএএল-ভি জানিয়েছে, তাদের এই গাড়িকে ড্রাইভ মোড থেকে হেলিকপ্টার মোডে নিয়ে যেতে সময় লাগবে ১০ মিনিট। ৩৫০০ মিটার অর্থাৎ প্রায় সাড়ে ১১ হাজার ফুট উঁচু দিয়ে ওড়ার ক্ষমতা রয়েছে এই গাড়ির।
গাড়িটির দুটি মডেল রয়েছে। একটি পিএএল-ভি লিবার্টি এক্সিকিউটিভ। অপরটি পিএএল-ভি লিবার্টি স্পোর্ট।
আসছে উড়ন্ত গাড়ি, চলছে বুকিং

গাড়ির ভেতর। ছবি: ইন্টারনেট
পিএএল-ভি লিবার্টি এক্সিকিউটিভ গাড়ির দাম ধরা হয়েছে ২৫ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ২০ লাখ ৯০ হাজার ৯শ’ টাকার মত আসে। বিস্তারিত জানতে পিএএল-ভি’র ওয়েবসাইট দেখুন। (www.pal-v.com)

ভিনগ্রহীরা পৃথিবী ঘুরে গেছে!

ভিনগ্রহীরা পৃথিবী ঘুরে গেছে? আমরা দেখতে পাইনি এমনটিই দাবি করেছেন নাসার বিজ্ঞানী সিলভানো পি কলম্বানো। কেন দেখতে পাইনি, তা ব্যাখ্যা করতে গিয়ে নাসার এইমস রিসার্চ সেন্টারের এ কম্পিউটার বিজ্ঞানী বলেন, ভিনগ্রহীদের যে ছবি আমরা এত দিন ভেবেছি, এঁকেছি, সেই সবের সঙ্গে ভিনগ্রহীদের চেহারা মেলে না বলে।
কলম্বানোর বক্তব্য, ভিনগ্রহীদের শরীরটা যেন কোনো কার্বন যোগ দিয়ে গড়া বলে আমরা ভেবে এসেছি। হয়তো তা আদৌ সঠিক নয়। তাই পৃথিবী ঘুরে গেলেও আমরা ভিনগ্রহীদের দেখতে পাইনি।
ওই গবেষণাপত্রে কলম্বানো লিখেছেন, ভিনগ্রহীদের সম্পর্কে আমাদের ধ্যানধারণায় ভুল রয়েছে। আমরা মহাকাশে যাওয়ার পরিকল্পনা করছি। যাচ্ছি। অথচ, ভিনগ্রহীরাও যে এই ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াতে পারে বা তাদের সেই ভ্রমণ যে আমাদেরও আগে শুরু হয়ে থাকতে পারে, এটা আমরা মাথায় রাখছি না।

Sunday, May 29, 2016

পল্লী প্রোডাক্টস এখন সারা দেশে............

পল্লী প্রোডাক্টস এখন সারা দেশে পাওয়া যাচ্ছে । আপনার প্রয়োজনে এখনি পাশের দোকানে খোঁজ নিন।

Wednesday, March 23, 2016

বুলু-দুলুসহ বিএনপির ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিএনপির ডাকে হরতাল-অবরোধ চলাকালে হিউম্যান হলারে ককটেল নিক্ষেপ করার অভিযোগে মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলুসহ ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো: কামরুল হোসেন মোল্লা চার্জশীটটি গ্রহণ করে ৩১ জনের আসামির মধ্যে ১৭ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। বুলু ছাড়াও যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন- যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। উল্লেখ্য, গত ২০১৫ সালের ২২ জানুয়ারি মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় বিএনপির হরতাল-অবরোধ চলাকালে হিউম্যান হলারে ককটেল নিক্ষেপ করা হয়। এতে গাড়িটির ক্ষতি হয় এবং হেলপার আহত হন। এ ঘটনায় মোহাম্মদপুর থানার এসআই মেজবাউদ্দিন বাদি হয়ে মামলা দায়ের করেন। মোহাম্মদপুর থানার অপর এসআই নুরুল ইসলাম শিকদার গত ২০১৫ সালের ২৩ অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, বরকতউল্লাহ বুলু, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবসহ ৩১ জনের বিরুদ্ধে চার্জশীট দেন।

child Guide school/Nurpor,Dhaka/Dream spot

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates