Wednesday, March 23, 2016
বুলু-দুলুসহ বিএনপির ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বিএনপির ডাকে হরতাল-অবরোধ চলাকালে হিউম্যান হলারে ককটেল নিক্ষেপ করার অভিযোগে মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলুসহ ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো: কামরুল হোসেন মোল্লা চার্জশীটটি গ্রহণ করে ৩১ জনের আসামির মধ্যে ১৭ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। বুলু ছাড়াও যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন- যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। উল্লেখ্য, গত ২০১৫ সালের ২২ জানুয়ারি মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় বিএনপির হরতাল-অবরোধ চলাকালে হিউম্যান হলারে ককটেল নিক্ষেপ করা হয়। এতে গাড়িটির ক্ষতি হয় এবং হেলপার আহত হন। এ ঘটনায় মোহাম্মদপুর থানার এসআই মেজবাউদ্দিন বাদি হয়ে মামলা দায়ের করেন। মোহাম্মদপুর থানার অপর এসআই নুরুল ইসলাম শিকদার গত ২০১৫ সালের ২৩ অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, বরকতউল্লাহ বুলু, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবসহ ৩১ জনের বিরুদ্ধে চার্জশীট দেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment