কমিউনিস্ট রাষ্ট্র ভিয়েতনামে ন্যাশনাল অ্যাসেম্বলিতে এই প্রথম নারী চেয়ারপার্সনের নাম ঘোষণা করা হয়েছে। এটি দেশটির সবচেয়ে চতুর্থ ক্ষমতাময় পদ। বৃহস্পতিবার সরকার পরিচালিত ভিটিভিতে এ কথা বলা হয়। বৃহস্পতিবার সকালে ৫শ’ সদস্য বিশিষ্ট আইন পরিষদে ভোটাভুটিতে অভিজ্ঞ আইনপ্রণেতা ও কমিউনিস্ট পার্টির কর্মকর্তা নগুয়েন থি কিম নগান ৯৫.৫ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচিত হওয়ার পর নগান (৬১) সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি দেশ, জনগণ ও সংবিধানের প্রতি আমার দৃঢ় আনুগত্য প্রকাশ করছি।’ ভোটাভুটিকালে ব্যালট পেপারে আর কোনো প্রার্থীর নাম ছিল না। ৪৮৪ জন আইনপ্রণেতার মধ্যে ৪৭২ জনই নগানকে ভোট দেয়। তার এ নিয়োগের মধ্যদিয়ে পার্টিতে কোনো নারী কর্মকর্তার সর্বোচ্চ পদে আসীন হওয়ার ঘটনা ঘটলো।
ভিয়েতনামের কমিউনিস্ট পার্টিতে পুরুষরাই সংখ্যাগরিষ্ঠ। তবে প্রায় ২৫ শতাংশ নারী ন্যাশনাল অ্যাসেম্বলির বিভিন্ন পদে রয়েছেন।
No comments:
Post a Comment