সিরিয়ার পালমিরার শহর পুনরুদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে সিরিয়ার সরকারি বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, নগরীর রোমান আমলের ধ্বংসাবশেষের পশ্চিম দিকের একটি পাহাড়ের উপর পুনর্নির্মিত ১৩শ শতকের একটি দূর্গের নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী।
গত বছরের মে মাসে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ পালমিরা ও সংলগ্ন আধুনিক শহরটি দখল করে নিয়েছিল জঙ্গি সংগঠন আইএস। দখল করার পরপরই গোষ্ঠীটি শহরটির রোমান ধ্বংসাবশেষের মধ্যে অবস্থিত দুই হাজার বছরের পুরনো দুটি মন্দির, একটি তোরণ ও কয়েকটি স্তম্ভ গুঁড়িয়ে দেয়।
জানা যায়, সকালের মধ্যেই সরকারি বাহিনী শহরের পশ্চিম প্রান্তের সিরিয়াতেল পাহাড় দখল করে নেয়। এর কিছুক্ষণের মধ্যে কাছের কালাত শিরকুহ বা কালাত ইবন মান দূর্গটির নিয়ন্ত্রণ নেয় সরকারি বাহিনী।
এদিকে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, লড়াই প্রাচীন নগরীর প্রান্তে পৌঁছে গেছে। পালমিরা শহরে আইএস নিয়ন্ত্রিত এলাকায় সিরীয় ও রুশ যুদ্ধবিমানগুলো অন্ততপক্ষে ৫৬টি লক্ষ্যে হামলা চালিয়েছে। বিবিসি
No comments:
Post a Comment