পাকিস্তানের করাচিতে দূষিত মদ পান করে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো অর্ধশতাধিক মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বুধবার জানায় পুলিশ।
করাচির পূর্বে টান্ডো মুহাম্মদ খান জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ইরফান বালুচ বলেন, আসন্ন হোলি উৎসব উদযাপন উপলক্ষে সোমবার কোহলী সম্প্রদায়ের লোকজনরা দূষিত ওই মদ পান করে অসুস্থ হয়ে যায়। হোলি উৎসব উদযাপন করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তানে মুসলিমদের জন্য অ্যালকোহল কেনা-বেচা নিষিদ্ধ। তবে অন্যান্য সম্প্রদায়ের মানুষরা বিশেষ অনুমতি সাপেক্ষে নির্দিষ্ট পরিমাণ অ্যালকোহল কিনতে পারে।
অ্যালকহল কেনা-বেচায় কড়াকড়ি থাকায় পাকিস্তানে মূলত ঘরে তৈরি মদই বেশি প্রচলিত এবং এসব মদ অনেক সময় দূষিত হয়ে পড়ায় সেগুলো পানে প্রায়ই মৃত্যুর ঘটনা ঘটে।
বৃহস্পতিবার হিন্দুদের জনপ্রিয় উৎসব হোলি উদযাপিত হবে। গত সপ্তাহে পাকিস্তান সরকার হোলি উপলক্ষে দেশব্যাপী সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেয়।
No comments:
Post a Comment