দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনে ১০টি পৌরসভার সবগুলোতেই জয় পেয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা।
জয়ী প্রার্থীরা হলেন কুমিল্লার নাঙ্গলকোটে আব্দুল মালেক, নোয়াখালীর কবিরহাটে জহিরুল হক, ঝিনাইদহের কালীগঞ্জে মকছেদ আলী এবং ফরিদপুরের ভাঙ্গায় আবু ফয়েজ। এছাড়া ঝালকাঠী সদরে লিয়াকত আলী তালুকদার, ফেনীর সোনাগাজীতে রফিকুল ইসলাম, কক্সবাজারের চকরিয়ায় আলমগীর চৌধুরী, মহেশখালীতে মোকসেদ মিয়া, রংপুরের হারাগাছে হাকিবর রহমান ও ব্রাহ্মণবাড়িয়ায় নায়ার কবির জয় পেয়েছেন।
এর আগে বিচ্ছিন্ন কিছু সহিংসতার মধ্যে দিয়ে শেষ হয় পৌরসভায় ভোটগ্রহণ। কক্সবাজারের মহেশখালীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হন ১৬ জন। নোয়াখালীর কবিরহাটে জাল ভোটের অভিযোগে দুটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়।
কারচুপির অভিযোগ এনে সোনাগাজী, নাঙ্গলকোট ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ভোট বর্জন করেন বিএনপির মেয়র প্রার্থীরা। কক্সবাজারের মহেশখালীতে মোকসেদ মিয়া।
No comments:
Post a Comment