বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছেন, ইউপি নির্বাচনেও ভোটকেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। ভোটকেন্দ্রগুলো থেকে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেন, ৭১৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন চলছে। প্রায় সবকয়টিতেই আওয়ামী লীগ কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই ও জালভোটের তান্ডব চালাচ্ছে।
বিএনপির এই নেতা বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন ‘প্রশাসনের কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছি না’। যদি তাই হয় তাহলে জনগণের প্রশ্ন আপনারা (নির্বাচন কমিশন) পদত্যাগ করছেন না কেনো ?
এসময় তিনি বিভিন্ন এলাকার নির্বাচনী সহিংসতার চিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
No comments:
Post a Comment