ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশের প্রতিরক্ষা শক্তি আরও বাড়ানোর ওপর জোর দিয়ে বলেছেন, ক্ষেপণাস্ত্রই ইরানের ভবিষ্যতের চাবিকাঠি। বুধবার খামেনি বলেন, কেবল আলোচনা নয় ইরানের ভবিষ্যতের জন্য ক্ষেপণাস্ত্রও গুরুত্বপূর্ণ।
বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে গতবছর হওয়া ইরানের পারমাণবিক চুক্তি খামেনি সমর্থন করলেও তখন থেকেই ইরানকে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের সঙ্গে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা এড়িয়ে চলার আহ্বান জানিয়ে আসছেন তিনি। বুধবার তার দেশে এক ভাষণে খামেনি বলেন, ‘আলোচনাই ইরানের ভবিষ্যত্ বলে যারা বুলি আউড়ায় তারা হয় অন্ধ নয়তো বিশ্বাসঘাতক।’
শক্তিধর দেশগুলো সামরিক শক্তির ওপরই সবচেয়ে বেশি নির্ভরশীল এবং তারা ইরানে আঘাত হানতে সব পন্থাই অবলম্বন করবে জানিয়ে তিনি বলেন, ‘ইরানের প্রতিরক্ষা শক্তি না থাকলে এবং তারা শুধু সংলাপকে গুরুত্ব দিলে বিশ্বের ছোট দেশগুলোও ইরানের জন্য হুমকি হয়ে উঠবে।
No comments:
Post a Comment