Social Icons

Tuesday, March 22, 2016

ব্রাসেলসে বিস্ফোরণ: ভাগ্যগুণে বাঁচলেন বাংলাদেশি যুবক

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দরে বিস্ফোরণে ভাগ্যগুণে বেঁচে গেছেন বাংলাদেশি যুবক ইকবাল হোসেন বাবু।
বিস্ফোরণের আকষ্মিকতা কাটিয়ে ওঠার পর তিনি তার ঘনিষ্ঠজনরা জানান স্থানীয় সময় সকাল ৮টার (বাংলাদেশ সময় দুপুর ১টা) দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এসময় বাংলাদেশগামী কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার ছোট ভাইয়ের স্ত্রী ও ছেলেকে বিদায় জানাতে তিনি বিমান বন্দরে অপেক্ষায় ছিলেন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন ইকবাল হোসেন বাবু।
তিনি জানান, যেখানে বিস্ফোরণ ঘটে সেখানে দাঁডিয়ে ছিলেন তিনি। কয়েক মুহূর্ত আগে একটি পানির বোতল কিনতে তিনি বিস্ফোরণস্থল থেকে সরে দোকানের দিকে যাচ্ছিলাম। একটু দূরে যেতেই বিস্ফোরণে চারদিকে অন্ধকার হয়ে যায়। আমার পাশেই কতগুলো মানুষের প্রাণ যেতে দেখলাম।
তিনি জানান, যেখানে অপেক্ষায় ছিলেন তার কাছেই বিস্ফোরণ ঘটেছে। প্রথমে কিছু বোঝা যায়নি। মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। টার্মিনাল ভবনের নড়াচড়া অনুভব করা যাচ্ছিল। বিমানবন্দরে উপস্থিত লোকজন প্রাণভয়ে ছুটোছুটি শুরু করেছিলেন।
মূলত আমেরিকান এয়ারলাইন্সের চেক-ইন ডেস্কের দিক থেকেই অপেক্ষারতদের দিকে বিস্ফোরণ দু’টির শকওয়েভ ছুটে আসে। বিমানবন্দরে দুই দফা বিস্ফোরণে ২৮ জন নিহত হয়েছেন, আহত আরো বেশ কয়েকজন।
তার ঘনিষ্ঠজনরা জানান, ইকবাল হোসেন বাবু বিএনপির বেলজিয়াম প্রবাস শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায়, বিস্ফোরণের ফলে টার্মিনালের জানলার কাচগুলো টুকরো টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়েছে। এছাড়া কুন্ডলী পাকিয়ে ধোয়া উঠছে।
ইতোমধ্যে বিমানবন্দর কর্তৃৃপক্ষ এক বিবৃতিতে বিমানবন্দর এলাকা এড়িয়ে চলতে বলেছে। সেই সঙ্গে বিমানবন্দরটিতে অবতরণ করবে এমন বেশ কয়েকটি প্লেনকে দিক পরিবর্তন করানো হয়েছে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates