প্রতিবন্ধীদের এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ‘প্রতিবন্ধী’ বলে আখ্যা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল বারকাত।
বুধবার প্রতিবন্ধীদের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য একটি অংশ’ মন্তব্য করে আবুল বারকাত দেশের বড় বড় করপোরেট হাউজগুলোকে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।
আবুল বারকাত বলেন, “আমাদের বাজেট প্রতিবন্ধীবান্ধব নয়। বাজেটে সমাজের অসহায় এই মানুষগুলোর জন্য যে বরাদ্দ থাকার প্রয়োজন তা থাকে না। আর অর্থমন্ত্রী তো নিজেই একজন প্রতিবন্ধী।”
সম্প্রতি আরেক সভায় অর্থমন্ত্রীকে আক্রমণ করে বক্তৃতা করেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত।
জনতা ব্যাংকের চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ না পাওয়া বারকাত আগেও প্রকাশ্যে অর্থমন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment