Social Icons

Monday, November 30, 2015

৪৩ হাজার ২০০ বার ধর্ষণের শিকার!


  • কোঁকড়া চুল, সুশ্রী মুখ, সাবলীল আলাপচারিতা। বয়স ২৩। জন্ম, বেড়ে ওঠা মেক্সিকো সিটিতে। প্রথম পরিচয়ে বোঝার উপায় নেই, চোখ-মুখ থেকে আভা ছড়ানো এই নারীর জীবন কেটেছে কতটা অন্ধকারে। পাচারকারীদের নিষ্ঠুরতায় কীভাবে ক্ষত-বিক্ষত হয়েছে তাঁর জীবন।
কার্লা জেসিন্তো নামের ওই নারী সিএনএনকে জানিয়েছেন তাঁর জীবনের কালো অধ্যায়। কখন, কোথায়, কীভাবে তিনি নির্যাতনের শিকার হয়েছেন, তার হৃদয়বিদারক বর্ণনা।
মেক্সিকো সিটির একটি বাগানে বসে কার্লা জানান, টানা চার বছরে প্রতিটি দিন, সপ্তাহ, মাস তাঁকে ধর্ষণের শিকার হতে হয়েছে পাচারকারীদের হাতে। দিনে কমপক্ষে ৩০ বার হিসাব করে মোটের ওপর ৪৩ হাজার ২০০ বার ধর্ষণের কথা জানান তিনি।
কার্লা জানান, মাত্র ১২ বছর বয়সে তিনি পাচারকারীদের হাতে পড়েন। তাঁর পাচারের গল্পটাও ছিল কৌতূহলোদ্দীপক।
এই নারী জানান, একদিন মেক্সিকো সিটির একটি পাতাল রেলস্টেশনের কাছে দাঁড়িয়ে কয়েকজন বন্ধুর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় মিষ্টান্ন বিক্রেতা একটি শিশু তাঁর হাতে একটি লজেন্স দিল। ওই শিশু তাকে বলল, কেউ একজন এটি পাঠিয়েছে। এর কিছুক্ষণের মধ্যে একজন যুবক তাঁর কাছে এলো। যুবকটি নিজেকে ব্যবহৃত গাড়ির ব্যবসায়ী পরিচয় দিল।
যুবকের সঙ্গে কিছুক্ষণ কথা হয় কার্লার। এর পর ওই ব্যক্তি তাঁকে জানান, তিনি নিজেও শিশু বয়সে লাঞ্ছিত হয়েছেন। তখন কার্লার মনে হলো, এ তো পুরোদস্তুর ভদ্রলোক। তাঁর সঙ্গে মেশা যায়।
ওই দিনই যুবকের সঙ্গে নম্বর বিনিময় হয় কার্লার। তিনি তাঁকে (কার্লা) প্রস্তাব দেন, মেক্সিকোর পুয়েবলার শহরে যেতে। কার্লাও গররাজি ছিল। এর কয়েক দিনের মধ্যে কার্লা সত্যিই এই লোকটির সঙ্গে পুয়েবলা গেল। এর জন্য অবশ্য তাঁর মায়েরও দায় ছিল।
একদিন রাতে দেরি করে ঘরে ফেরায় কার্লার মা তাঁকে ঘরে ঢুকতে দেয়নি। এর পরদিনই ওই লোকটির সঙ্গে চলে যান কার্লা। এর পর থেকে শুরু হয় তাঁর অন্ধকার জীবন।
‘আমি সকাল ১০টায় শুরু করতাম। চলত মধ্যরাত পর্যন্ত। শুরু এক সপ্তাহের জন্য ছিলাম গুয়াদালাজারায়। তখন হিসাব কষতাম। এই সপ্তাহ ধরে দিনে ২০ বার আমাকে বাধ্যতামূলক যৌনাচারে লিপ্ত হতে হতো। তখন আমার কান্নাকাটি দেখে কিছু লোক হাসত। আমাকে চোখ বন্ধ করে রাখতে বলা হতো, যাতে আমার সঙ্গে কী করা হচ্ছে, তা দেখতে না পাই’, বলেন কার্লা।
মেক্সিকোর এই নারী জানান, তাঁকে কয়েকটি শহরে বিভিন্ন পতিতালয়, রাস্তার পাশের মোটেলে রাখা হয়। কোনো ছুটির দিন বা অবসর ছিল না। পাচারের শিকার হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই দিনে ৩০ বার বাধ্যতামূলক যৌনাচারে লিপ্ত হতে হতো। এভাবে ১৩ বছর বয়স পর্যন্ত প্রতিদিন ধর্ষণের শিকার হতে হয়েছে তাঁকে।
২০০৬ সালে মেক্সিকো সিটিতে এক পাচারবিরোধী অভিযানে মুক্ত হন কার্লা। সেই থেকেই তাঁর অন্ধকার জীবনের অবসান হয়।









ক্লিনটনের নারী কেলেঙ্কারি ফাঁস!

একটা সময় ছিল, যখন মার্কিন ট্যাবলয়েডের পাতায় দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের খবর মানেই পত্রিকার কাটতি বেড়ে যাওয়া। সত্তর ছুঁইছুঁই প্রেসিডেন্টের প্রেমের সেই ‘সোনালি দিন’ আর নেই বটে। তবে এখনো মাঝেমধ্যেই বেরিয়ে পড়ে যুক্তরাষ্ট্রের ‘প্রেমিক প্রেসিডেন্টের’ রগরগে কেচ্ছাকাহিনী।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্ত্রী জ্যাকুলিন কেনেডিকে নিয়ে জীবনকাহিনী লেখক ডারউইন পর্টার ও ডানফোর্থ প্রিন্সের লেখা বই ‘ইন বিল অ্যান্ড হিলারি : সো দিস ইজ দ্যাট থিং কলড লাভ’ বইতে উঠে এসেছে ক্লিনটনের অজানা আরেক কেচ্ছা। আর এই নিয়ে মার্কিন ট্যাবলয়েডগুলোতে চলছে তুমুল শোরগোল।
বইটিতে এক ঘনিষ্ঠ বান্ধবীর কাছে জ্যাকুলিনের স্মৃতিচারণের বয়ান দিয়ে বলা হয়েছে, সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট ‘ছাড়েননি’ আরেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্ত্রীকেও। ঘটনার বর্ণনায় বলা হয়, ১৯৮৯ সালের এক বিকেলে ম্যানহাটানের ফিফথ এভিনিউতে কেনেডির ফ্ল্যাটে সাবেক প্রেসিডেন্টের স্ত্রীর সঙ্গে ‘যৌন সম্পর্কের’ চেষ্টায় ‘পাগলপ্রায়’ হয়েছিলেন ক্লিনটন।
বইয়ে বলা হয়, বিল ক্লিনটন আর জ্যাকুলিন কেনেডির বয়সের ব্যবধান ছিল প্রায় ১৭ বছরের। এর পরও নিউইয়র্কে কেনেডির ফ্ল্যাটে জ্যাকুলিনের ওপর প্রায় ‘চড়ে বসেছিলেন’ ক্লিনটন। জীবনী লেখকের কাছে জ্যাকুলিন বলেন, সে সময় তাঁর বয়স ছিল ৬০। তবুও নিউইয়র্কে তাঁর ফ্ল্যাটে একটি ‘প্রায় রেসলিং ম্যাচ’ অনুষ্ঠিত হয়েছিল। এবং শেষ পর্যন্ত জন এফ কেনেডির বিধবা স্ত্রী ক্লিনটনকে ছুড়ে ফেলতে পেরেছিলেন।
এক ঘনিষ্ঠ বান্ধবীর কাছে জ্যাকুলিন বলেছিলেন, ক্লিনটন অনেকটা তাঁর স্বামী কেনেডির মতো। সম্পর্কের ক্ষেত্রে দুজনের ‘কুখ্যাতি’ সবাই জানে এবং দুজনের কেউই ‘না’ বলতে পারেন না।
জ্যাকুলিন তাঁর বান্ধবীর কাছে আরো বলেন, ১৯৬৩ সালে ক্লিনটনকে যখন তিনি প্রথম দেখেছিলেন, তখন ক্লিনটন একেবারেই তরুণ। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ক্লিনটনকে প্রথম দেখেন তিনি।
আরেক বিখ্যাত জীবনকাহিনী লেখক সারাহ বেডফোর্ড জ্যাকুলিনের বয়ানে অনেক আগেই লিখেছিলেন, বিল ক্লিনটনের সঙ্গে প্রয়াত প্রেসিডেন্ট জন এফ কেনেডির চারিত্রিক মিল ছিল। ক্লিনটনের ‘বিখ্যাত মোহনীয় বুদ্ধিমত্তা, কথার জাদু আর প্রেমসংক্রান্ত দুষ্টুমির মায়াজালে’ প্রেসিডেন্টের বিধবা স্ত্রী প্রায়ই স্বামীর স্মৃতি ফিরে পেতেন। কিন্তু ক্রিস্টোফার অ্যান্ডারসনের নতুন বইয়ে উঠে এসেছে, ক্লিনটন প্রয়াত প্রেসিডেন্টের বিধবা স্ত্রীর ওপর প্রায় জোর করেছিলেন।
এর আগেও ক্রিস্টোফার অ্যান্ডারসনের বই ‘দিস ফিউ প্রেসাশ ডেইজ : দ্য ফাইনাল ইয়ার অব জ্যাক উইথ জ্যাকি’ বইয়ে উঠে এসেছিল ক্লিনটন ও জ্যাকুলিনের ‘মধুর সম্পর্কের’ কথা।

প্যারিসে পরিবেশবাদীদের ‘জুতা মার্চ’

জাতিসংঘের জলবায়ু সম্মেলনকে ঘিরে ফ্রান্সের রাজধানী প্যারিসে চলছে ধুন্দুমার। জলবায়ু সম্মেলনের অন্তঃসারশূন্যতা তুলে ধরতে শহরটিতে বিক্ষোভ করছেন পরিবেশ রক্ষাকর্মীরা। আর সরকারও এই বিক্ষোভের বিপক্ষে কড়া মনোভাব দেখিয়ে এরই মধ্যে দুইশর বেশি কর্মীকে গ্রেপ্তার করেছে। এ অবস্থায় পরিবেশবাদীরা এক অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।
দেশটির পুলিশ যখন প্যারিসের রাজপথে বিক্ষোভকারী পরিবেশবাদীদের দাঁড়াতে দিচ্ছে না, তখন প্রতিবাদের প্রতীক হিসেবে জুতাকেই বেছে নিয়েছেন তাঁরা। প্রত্যেকে নিজের জুতা রেখে রাস্তা থেকে সরে দাঁড়াচ্ছেন। তাঁদের পরিবর্তে জুতাই আন্দোলন করবে বলে উল্লেখ করেছেন তাঁরা।
বিবিসি জানিয়েছে, ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলনে পৃথিবীকে বাঁচাতে কার্যকর চুক্তির দাবিতে বিশ্বব্যাপী র‌্যালি অনুষ্ঠিত হচ্ছে। বিক্ষোভ প্রদর্শনে বিশ্বের নানা প্রান্ত থেকে প্যারিসে জড়ো হয়েছেন হাজারো পরিবেশবাদী। ফরাসিদের সঙ্গে মিলে তাঁরা সেখানে বিক্ষোভ করতে গেলে রোববার বাধা দেয় ফরাসি পুলিশ।
বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষের পর ফরাসি প্রশাসন প্যারিসে মার্চ নিষিদ্ধ করেছে। শহরটিতে গত মাসে একাধিক হামলায় ১৩০ জন নিহতের ঘটনায় এ কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
এদিকে পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচি পালন করতে না পারলেও নিজেদের জুতা দিয়ে প্রতীকী মার্চের ব্যবস্থা করেছেন বিক্ষোভকারীরা। তাঁরা জুতা খুলে প্যারিসের রাজপথে ছড়িয়ে রেখেছেন। পরিবেশবাদী আন্দোলনের বিখ্যাত কর্মী গ্রিন পিসের নেতা রেনে স্ট্রং বলেন, ‘জুতাই আমাদের হয়ে মার্চ করবে।’
প্যারিসে সোমবার জলবায়ু সম্মেলনে অংশ নিয়েছে অন্তত ১৪৭টি দেশের নেতারা। এ সম্মেলনে পরিবেশ রক্ষায় কার্যকর চুক্তি ও বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন পরিবেশবাদীরা।

সৌদি আরবে ঘোড়ার মৃত্যুদণ্ড!

সৌদি আরবে ‘সমকামিতার অপরাধে’ একটি ঘোড়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শনিবার আরব বিশ্বের জনপ্রিয় সংবাদমাধ্যম গালফ নিউজ এই খবর জানায়। দৌড়ের জন্য বিখ্যাত এই ঘোড়াটির বাজারমূল্য ছিল প্রায় ৯৩ কোটি টাকা (১২ মিলিয়ন মার্কিন ডলার)।
আদালতের সূত্রে পত্রিকাটি জানায়, চার বছর বয়সী এই ঘোড়াটির নাম আল-হাদিয়ে। আরবি এই নামটির অর্থ ‘উপহার’। এর মালিক ছিলেন সৌদি যুবরাজ আলওয়ালাদ-বিন-তালাল। দৌড়ের জন্য বিখ্যাত এই ঘোড়াটি চলতি ঘোড়দৌড়ের বছরেই প্রায় ৪২ কোটি টাকা (ছয় মিলিয়ন ডলার) আয় করেছিল। এটি সৌদি আরবের জাতীয় ঘৌড়দৌড় প্রতিযোগিতা ও কাতারের ‘অ্যারাবিয়ান হর্স শো’-তেও অংশ নিয়েছিল।
গত সপ্তাহে পুরুষ এই ঘোড়াটিকে আরেকটি ঘোড়ার সঙ্গে সঙ্গম করতে দেখে পরিচর্যাকারী। এরপরই সে বিষয়টি কর্তৃপক্ষকে জানায়। এর পর থেকে ঘোড়াটিকে আলাদা করে রাখা হয়। এবং সমকামিতা আইনে ঘোড়াটির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
গত শুক্রবার ঘোড়াটির মৃত্যুদণ্ডের রায়ের পর একই দিন তা কার্যকর করা হয়। আরব বিশ্বের আরেক সংবাদমাধ্যম আরব ওয়ার্ল্ড ডটকম রায় স্বাক্ষরের একটি ছবি প্রকাশ করে বলেছে, দেশটির সরকারি টেলিভিশনে ঘোড়াটির মৃত্যুদণ্ডের আদেশের বিষয়টি প্রচার করা হয়। যাতে জনগণ বুঝতে পারে সমকামিতার বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র কতটা কড়া। এমনকি কোনো প্রাণীকেও এই অপরাধে ছাড় দেওয়া হয় না!
সৌদি আরবের ধর্মীয় পুলিশ কর্তৃপক্ষ ও ‘সদগুণের বিস্তার এবং অনৈতিকতা প্রতিরোধ কমিটির’ প্রধান শাইখ আবদুর রহমান আল আলসানাদ বলেন, ‘সমকামিতা একটি মারাত্মক রোগ, যার সম্পর্কে বিজ্ঞান খুবই কম জানে। আমাদের পবিত্র এই ভূমিকে সম্ভাব্য সকল উপায়ে এই ক্ষতিরোগ থেকে দূরে রাখা হবে। শুধু মানুষ নয়, সকল প্রাণীকেও এই ক্ষতিকর অভ্যাস থেকে মুক্ত রাখতে সব ধরনের কঠোরতার অনুমতি আইনে দেওয়া আছে।’
আবদুর রহমান আল আলসানাদ আরো বলেন, ‘আমাদের বিদেশি বন্ধুরা হয়তো প্রাণী অধিকার নিয়ে কথা বলবেন। কিন্তু প্রাণী অধিকারের নামেও আমরা সমকামী প্রাণীকে এই পবিত্র ভূমিতে স্থান দিতে পারি না। সৌদি আরবের কোনো শাসক কোনোদিনও এর অনুমতি দেয়নি। আমাদের জনগণও ভয়াবহ এই অসুস্থতার বিষয়ে সচেতন আছেন।’

মাকে প্রসব করাল ১১ বছরের শিশু

 অন্যদিনের মতো সেদিনও স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল ছোট্ট কেটলিন। হঠাৎ প্রসবব্যথায় ছটফট শুরু করলেন মা। বাবাও নেই বাড়িতে। এই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে মাকে প্রসবে সাহায্য করল ১১ বছরের ছোট্ট মেয়েটি। গত মঙ্গলবার যুক্তরাজ্যের স্টাফওয়ার্ডশায়ারের ট্যাম্পওয়ার্থে কেটলিনদের বাড়িতে এই ঘটনা ঘটে।
শুক্রবার প্রকাশিত খবরে ডেইলি মেইল জানিয়েছে, সাহসী শিশু কেটলিনের মায়ের নাম তারা নাইটলি। কিছুদিন থেকেই মাতৃত্বকালীন ছুটিতে বাড়িতে ছিলেন তিনি। চিকিৎসকরা বলেছিলেন, ডিসেম্বরের মাঝামাঝি কোনো একসময়ে সন্তান প্রসব করবেন তিনি। কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগেই গত মঙ্গলবার প্রসববেদনা ওঠে তারার। বাড়িতে তখন তাঁর বড় মেয়ে কেটলিন ছাড়া আর কেউই ছিল না।
“কিন্তু আশ্চর্য দক্ষতায় বড়দের মতোই সব কিছু সামলেছে আমার মেয়ে’- ডেইলি মেইলকে জানিয়েছেন তারা। তিনি আরো বলেন, ‘ভোর ৫টার দিকে হঠাৎ প্রসবব্যথা শুরু হয়। ব্যথায় আমার তখন প্রায় অজ্ঞান অবস্থা। এই অবস্থা দেখে হাসপাতালে টেলিফোন করে কেটলিন। কিন্তু দূরত্বের কারণে অ্যাম্বুলেন্স এসে পৌঁছাতে পারেনি। শুধু এক অ্যাম্বুলেন্সকর্মী টেলিফোনে কেটলিনকে প্রয়োজনীয় পরামর্শ দেন। মাথা ঠান্ডা রেখে সেই পরামর্শ অনুসরণ করেই ছোট বোনকে বের করে আনে সে।’


সন্তানগর্বে গর্বিত তারা নাইটলি আরো জানান, প্রসবের কিছুক্ষণ পর স্বাভাবিকভাবেই অন্যদিনের মতো স্কুলে যায় সাহসী ওই শিশু।
এদিকে কেটলিন জানায়, ‘আমি প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। পরে মায়ের কষ্ট দেখে ভয় চলে গেছে। এরপর আমার বোন যখন জন্মগ্রহণ করল, তখন আমি খুবই খুশি ও আনন্দিত হয়েছি। সে অনেক কিউট আর আমি তাকে খুব ভালোবাসি।’
  • ‘এ ছাড়া স্কুলের সবাই যখন এই ঘটনাটি শুনল, তখন সবাই খুব প্রশংসা করেছে আর টিচাররা চকলেটও দিয়েছে’ – হাসিমুখে ডেইলি মেইলের প্রতিবেদককে জানায় ছোট্ট কেটলিন।








রাষ্ট্রপতি সিঙ্গাপুর যাচ্ছেন কাল স্বাস্থ্য পরীক্ষার জন্য

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল মঙ্গলবার সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনের বরাত দিয়ে আজ সোমবার বার্তা সংস্থা বাসস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতিকে নিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামী ৫ ডিসেম্বর দেশে ফিরবেন।

গৃহবধূকে বাড়িতে ডেকে এনে ধর্ষণ

জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নে গতকাল রোববার রাতে এক গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহাগ (২৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, গ্রেপ্তার সোহাগের বাড়ি সদর উপজেলার বড়তাজপুর দেওয়ানপাড়া মহল্লায়। রোববার তিনি একই উপজেলার পুরানাপৈল ইউনিয়নের এক গৃহবধূকে কৌশলে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে ওই গৃহবধূ জয়পুরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে রাতেই সোহাগকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন ওসি।

অবশেষে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেল মুশফিকের সিলেট

অবশেষে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছে মুশফিকের সিলেট। চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটে ১৬৫ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামা সিলেট ৬ উইকেটের জয় পেয়েছে।  শুরুটা বেশ ভালোই ছিল সিলেটের। মুনাবেরা ও মোমিনুলের জুটিটা বেশিদূর যেতে না পারলেও মুনাবেরার ইনিংসটি ছিল ঝলমলে। তিনি ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সায্যে ৩৬ রান করে আবু হায়দারের বলে সানজামুলকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। মোমিনুলও ৯ রানেই আবু হায়দারের শিকার হন। বোপারা নিজে বোলিং করে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংটাকেও নিজের কবজাতে রাখেন। অধিনায়ক মুশফিকও সমানতালে রান করে চলেন। কিন্তু মুশফিককে ৪৭ রানেই বিদায় নিতে হয়। কুলাসেকারার বল সরাসরি উইকেট ভেঙে দেয় মুশফিকের।  এরই মধ্যে ৩৭ বল খেলে রভি বোপারা অর্ধতক পূরণ করেন। ৫০ রানেই বিদায় নিতে হয় বোপারাকে। মুশফিকের বিদায়ের পর নামেন হাম্মাদ আজম।  আজম ৫ বলে ১৩ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় আবু হায়দারের বলে।  নাজমুল মাঠে নামলে তাকে শূন্য রানে সরাসরি বোল্ড করে প্যাভিলিয়নে পাঠান হায়দার। শেহান জয়সুরিয়াকে অপরপ্রান্তে রেখে বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেন সিলেটের নাজমুল হাসান মিলন।  কুমিল্লার পক্ষে আবু হায়দার চারটি ও কুলাসেকারা দুই উইকেট নেন। এর আগে, সিলেটের অধিনায়ক মুশফিক টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। শুরুটা বেশ ভালোই ছিল কুমিল্লার। কিন্তু পরপর ৩ উইকেট হারিয়ে বিপদে পড়লেও সেই ক্ষতি পুষিয়ে দেন ইমরুল ও জাইদি। ওপেনিং এ ব্যাট করতে নেমে লিটন দাস ৪২ রান করেন। ব্যক্তিগত ৪২ রানেই বোপারার বলে এলবিডাব্লিউএর ফাঁদে পড়েন তিনি। মুখতার আহমেদ মাঠে নামলেও বোপারার বলেই কট এন বোল হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপরে আসেন শুভাগত হোম তিনিও বোপারার বলেই বোল্ড হয়ে ফিরে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে কুমিল্লার সংগ্রহ ১৩০ রান। ইমরুল কায়েস ৪৮ রানে বোপারার বলে থামেন। ক্রিজে রয়েছেন আশার জাইদি। তিনি ৩২ রান নিয়ে খেলছেন। অলোক কাপালি নেমেছেন সঙ্গ দিতে। বোপারাই সিলেটের পক্ষে ৪ টি উইকেট নিয়েছেন। মুশফিকদের বিপিএলে এটাই প্রথম জয়। 

সোনার দাম আরও কমল

সোনার দাম আরও কমল। ভারতের রাজধানী দিল্লিতে ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ২৫ হাজার ৫২৫ টাকা। গত চার মাসে এই দাম সর্বনিম্ন। সোমবার এক ধাক্কায় সোনার দাম ৯০ টাকা কমে যায়। আগের দু’দিনে সোনার দাম পড়েছে ২০৫ টাকা। ভারতের স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারেও সোনার চাহিদা কমে পাঁচ বছরে সর্বনিম্ন হয়েছে। দিল্লির বাজারে ১০ গ্রাম গয়না সোনার দাম কমে দাঁড়িয়েছে ২৫ হাজার ৩৭৫ টাকা। বাড়ছে ডলারের দাম। পাল্লা দিয়ে কমছে সোনার দাম। মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হার বাড়াতে পারে এই আশায় ডলার কেনা শুরু হয়েছে। ডিসেম্বরে সুদের হার পুনর্মূল্যায়ন করবে বলে জানিয়েছে ফেডারেল রিজার্ভ ব্যাংক। সোনার বিকল্প বিশ্বস্ত বিনিয়োগের জায়গা ডলার। তাছাড়া, ভারতের বাজারেও স্বর্ণ ব্যবসায়ী এবং খুচরো ক্রেতাদের মধ্যে সোনার চাহিদা বেশ কিছুদিন ধরেই কমতির দিকে। এ সবের ফলেই কমছে সোনার দাম। কমেছে রুপার দামও। এক কিলো রুপোর বাটের দাম ১০০ টাকা কমে দাঁড়িয়েছে ৩৪ হাজার টাকা। তবে রুপোর মুদ্রার দাম একই আছে। ১০০টি মুদ্রা কিনলে দাম পড়বে ৪৮ হাজার টাকা। বিক্রি করলে দাম হবে ৪৯ হাজার টাকা।


 - সূত্র : আজকাল 

প্রেমিকাকে ধর্ষণের পর হত্যা : প্রেমিকের ফাঁসি

নারায়ণগঞ্জ শহরের দাদা নামের আবাসিক হোটেলে ধর্ষণের পর স্কুলছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলায় দেলোয়ার হোসেন নামে একজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রাশেদুজ্জামান রাজা এ আদেশ দেন।দণ্ডিত দেলোয়ার হোসেন ঢাকার ডেমরার সুকুসী এলাকার সুরুজ মিয়ার ছেলে। মামলার বিবরণ থেকে জানা যায়, ঢাকার ডেমরা সুকুসী এলাকা থেকে প্রেমিক দেলোয়ার হোসেনের সঙ্গে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী সোনিয়া আক্তার সাজেদা ২০০৮ সালের ২৯ শে আগস্ট সকালে ঘুরতে বের হন। পরে তারা নারায়ণগঞ্জ শহরের ১ নং রেলগেইটস্থ দাদা আবাসিক হোটেলে উঠেন। সেখানে ধর্ষণ শেষে সোনিয়া আক্তার সাজেদাকে হত্যা করে পালিয়ে যায় দেলোয়ার। এ ঘটনায় ওই ছাত্রীর মা সাবিনা ইয়াসমিন ময়না বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ সোমবার আদালত এ রায় ঘোষণা করেন। 

'সকল মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ব্যয়ভার রাষ্ট্র বহন করবে'

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, আগামী অর্থ বছর থেকে সকল মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসার ব্যয়ভার রাষ্ট্র বহন করবে। আজ বিকেলে গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর ও ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুর রউফ নয়ন, ডেপুটি কমান্ডার আলহাজ্ব মহর আলী, গাজীপুর সদর কমান্ডার মোশারফ হোসেন দুলাল প্রমুখ। মন্ত্রী মোজাম্মেল হক বলেন, দেশে-বিদেশে যুদ্ধাপরাধীদের জন্য আজ মায়া কান্না করা হচ্ছে। ’৭১ সালের তাদের এই মায়াকান্না ও মানবতাবোধ কোথায় ছিল মন্তব্য করে তিনি বলেন, এদশে প্রকাশ্যে কোনো যুদ্ধাপরাধীর জানাজার নামাজ বাংলার মাটিতে হবে না। কারণ এটা আমাদের সহকর্মীরা পাইনি, আমরা যা পাইনি, যুদ্ধাপরাধীরা সেটা ভোগ করবে এটা হতে পারে না। মন্ত্রী বলেন, আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে প্রতিষ্ঠা করেছিল। প্রত্যেক নাগরিক সমান অধিকার ও সুবিধা ভোগ করব এটাই ছিল বঙ্গবন্ধুর অঙ্গীকার। তিনি বলেন, মুক্তিযুদ্ধাদের ১০ হাজার টাকা করে সম্মানি ভাতাসহ ঈদ বোনাস এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের পুনবার্সিত করা হচ্ছে। দেশের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, থানা ও জেলা ভিত্তিক রাস্তাসমূহের নামকরণসহ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। 

গাজীপুরে হান্নান শাহ বিএনপি পৌর নির্বাচনকে টেস্টকেস হিসেবে নিয়েছে

বিএনপি পৌরসভা নির্বাচনকে টেস্টকেস হিসেবে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ। তিনি আজ সোমবার সকালে গাজীপুর আদালতে একটি মামলায় হাজিরা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। হান্নান শাহ বলেন, অতীতে আওয়ামী লীগ সরকার নির্বাচনে ডাকাতি করেছে, আর ডাকাতদের এদেশের মানুষ পছন্দ করে না। বিএনপি আসন্ন পৌরসভা নির্বাচনকে একটি টেস্টকেস হিসেবে নিয়েছে। সরকার এবং নির্বাচন কমিশনকে একটি চান্স দিচ্ছে যেন দেশবাসির প্রত্যাশা এবং সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করে। আর যদি না করে তবে তারা অতীতের মতো বিতর্কিত হবে এবং সরকারের মরণঘন্টা বেজে যাবে। এসময় হান্নান শাহ্র সাথে অ্যাডভোকেট শহীদুজ্জামান, মঞ্জুর মোর্শেদ পিন্সসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ২০০৭ সালে কাপাসিয়া থানায় মারামারি মামলায় হাজিরা দিতে গাজীপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন হান্নান শাহ।

তেজগাঁওয়ে হামলাকারীদের খবর হয়ে যাবে : আনিসুল হক

তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদকালে যেসব নেতাদের উস্কানিতে হামলা হয়েছে তাদের খবর হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। তিনি বলেন, তেজগাঁওয়ের রাস্তা ফাঁকা হয়ে গেছে, সেখানে আর কখনো ট্রাক থাকবে না। কেউ বাধা দিতে আসলে তাকে হেভি পেটানো হবে। আজ রাজধানীর কারওয়ানবাজারের একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র এ কথা বলেন। এ সময় স্থানীয় কাউন্সিলর শামীম হাসান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শামীমা রহমান, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বি এম এনামুল হকসহ ডিএনসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আনিসুল হক বলেন, প্রভাবশালী নেতাদের কারণে তেজগাঁওয়ে ঝামেলা হয়েছে। যারা ওখানকার দখলদারিত্ব, চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ের সাথে জড়িত তারাই রোববার অভিযানে ঢিল ছুড়েছে। যারা হামলা করেছে তাদের ধরার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশকে অনুরোধ করেছেন জানিয়ে তিনি বলেন, কেউ ছাড় পাবে না। যারা এখন শক্তি দেখানোর চেষ্টা করছে, তাদের শক্তি থাকবে না। মেয়র বলেন, দখলদাররা তার সাথে পলিটিকস খেলছে। তিনি তাদের কিছু বলেননি। সেখানে পুলিশ ছিল, তারা কিছুই করেনি। চাইলে অনেক কিছু করা যেত। কারণ, তার সাথে অনেক ফোর্স ছিল, তারা নীরব থেকেছে। মেয়র আরো বলেন, শ্রমিকদের কারা ভুল বুঝিয়েছে তিনি জানেন। তিনি কোনো রাস্তা জবরদখল হতে দেবেন না। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রাখতে দেবেন না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, কার সাথে নেগোসিয়েশন হবে? কারো সাথে হয়নি। আমরা একটা মডার্ন ট্রাক স্ট্যান্ড করব। সেজন্য ঢাকার বাইরে জমি খুঁজছি। রোববারের সহিংসতায় সিটি করপোরেশনের ক্ষয়ক্ষতির পরিসংখ্যান তুলে ধরে মেয়র বলেন, আমাদের সাতটি গাড়ি ভাংচুর করা হয়েছে। এতে ১১ কোটি ৮৭ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া করপোরেশনের চালক, হেলপার ও উচ্ছেদকর্মী সহ পাঁচজন আহত হয়েছেন। এ সময় মেয়র সিটি করপোরেশনের বিভিন্ন কার্যক্রমও তুলে ধরেন। তিনি বলেন, এরই মধ্যে ২০ হাজার বিলবোর্ড অপসারণ করেছি। ২৫ ডিসেম্বরের মধ্যে সব বিলবোর্ড অপসারণ করা হবে। আগামী জুনের মধ্যে গুলশান বনানী বারিধারায় আরো এক হাজার সিসি ক্যামেরা বসবে। এর পর অন্যান্য এলাকায় সিসি ক্যামেরা বসবে। আনিসুল হক বলেন, আমি রাজধানীর পরিবহন মালিকদের সাথে বসেছি। তারা আমাকে কমিটমেন্ট দিয়েছেন, তিনশ’ কোম্পানির মধ্য থেকে ৫-৭টি কোম্পানিতে নামিয়ে আনবেন। এদের মাধ্যমে আমরা করপোরেশনের সহায়তায় তিন হাজার নতুন গাড়ি নামাব। কারওয়ানবাজার প্রসঙ্গে তিনি বলেন, আমরা ৩৩১ কোটি টাকা ব্যয়ে এদের জন্য একটি মার্কেট তৈরি করেছি। এদের সেখানে সরিয়ে নেয়া হবে। ফলে এ এলাকায় আর কোনো যানজট থাকবে না। 

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ১ম সেমিস্টারের বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিবিএ, বি. ফার্ম ও বিএসসি অনার্স কোর্সের ভর্তি পরীক্ষার সকল ইউনিটের ফল শনিবার রাতে প্রকাশ করা হয়েছে। 
 
ভর্তিইচ্ছু প্রার্থীদের ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ইউনিট ভিত্তিক বিষয় নির্ধারণকল্পে সাক্ষাৎকার আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। 
 
সাক্ষাৎকারের সময় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/ সমমান পরীক্ষার মূল সার্টিফিকেট ও মার্কশীট এবং এইচ.এস.সি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, অন্য কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকলে তার প্রমাণসহ সংশ্লিষ্ট ইউনিটের কো-অর্ডিনেটরের অফিসে উপস্থিত থাকতে হবে। 
 
সাক্ষাৎকারে উপস্থিত প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে প্রকাশিতব্য তালিকা অনুযায়ী আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর সোমবার ও মঙ্গলবার সকাল ১০ টা হতে বিকাল ০৩ টার মধ্যে ভর্তি হতে হবে। আসন খালি থাকা সাপেক্ষে ২৬ ও ২৭ ডিসেম্বর সাক্ষাৎকারে অংশগ্রহণকারী ছাত্র/ছাত্রীদের মধ্য হতে মেধাক্রমানুসারে আগামী ৩ জানুয়ারি রবিবার সকাল ১০ টা হতে বিকাল ৩ টার মধ্যে ভর্তি করা হবে।
 
সকল কোটার পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট সকল কাগজপত্রসহ আগামী ১৬ জানুয়ারি শনিবার সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত কোটা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. আলাউদ্দিনের কাছে নির্ধারিত ফরমেটে ( যা ডিন অফিসে পাওয়া যাবে) আবেদনপত্রসহ সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে হবে। সাক্ষাৎকারে উপস্থিত সকল কোটায় মেধার ভিত্তিতে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের আগামী ১৭ ও ১৮ জানুয়ারি রবিবার ও সোমবার সকাল ১০ টা হতে বিকাল ০৩ টার মধ্যে ভর্তি হতে হবে।
 
  • উল্লেখ্য, ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট  ডীন অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। এছাড়া টেলিটক মোবাইল কোম্পানি হতে নির্দিষ্ট নিয়মে এসএমএস এর মাধ্যমে ফলাফল জানা যাবে। 

‘বেডরুমের খবর জানার অধিকার কারো নেই’

বিবিসির সেরা ১০০ জন নারীর তালিকায় রয়েছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। ২০১০ সালে তিনি পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেন। বিয়ের পর মাঝে মধ্যেই তাকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়।
 
সম্প্রতি তিনি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তার বেডরুমে কী হয়, সে বিষয়ে জানার কিংবা প্রশ্ন করার অধিকার কারো নেই। 
টেনিস তারকা সানিয়া মির্জা বলেন, ‘যখন আপনি একজন তরুণী, তখন আপনাকে অনেক লড়াই করতে হবে। ভারতে এ বিষয়ে আপনার কিছুই করার থাকবে না। পৃথিবীর অন্য কোনো অংশেও এ বিষয়ে আপনার কিছুই করার থাকবে না। এগুলো আপনাকে সহ্য করতে হবে। লড়াই করে টিকে থাকতে হবে। আসলে পুরুষের দুনিয়ায় মেয়ে হওয়াটাই যন্ত্রণার!’
 
‘কবে মা হচ্ছেন?’ কিংবা ‘কবে বেবি নিচ্ছেন?’ বিয়ে হওয়ার পর থেকে হরহামেশাই এই ধরণের প্রশ্নের সম্মুখীন হতে হয় সানিয়া মির্জাকে। এ বিষয়ে তিনি বলেন, ‘কাউকে এ প্রশ্ন করাটা আমার মতে খুবই অসম্মানজনক। আমি একজন পাবলিক ফিগার। তাই বলে আমার বেডরুমে কী হয় সে বিষয়ে প্রশ্ন করার কিংবা জানার অধিকার কারো নেই।

’-বিসিবি

দক্ষিণ আফ্রিকাকে আরেকটি টার্নিং উইকেট ভাবার পরামর্শ শাস্ত্রির

ভারতীয় টিম ডিরেক্টর রবি শাস্ত্রি তিন দিনের মধ্যেই টেস্ট ম্যাচ শেষ হয়ে যাওয়ায় দোষের কিছু দেখছেন না। বরং আগামী সপ্তাহে দিল্লিতে অনুষ্ঠিতব্য সিরিজের শেষ ও চতুর্থ ম্যাচেও দক্ষিণ আফ্রিকাকে আরেকটি টার্নিং উইকেটের কথা ভাবতে পরামর্শ দিয়েছেন।

স্পিন জাদুতে গত শুক্রবার নাগপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি মাত্র তিন দিনের মধ্যেই জয় করে নিয়েছে স্বাগতিক ভারত। এর আগে একইভাবে মোহালিতে প্রথম ম্যাচেও দুই দিন বাকি থাকতেই বিশ্বের শীর্ষ দলটিকে নাস্তানাবুদ করে ভারতীয়রা। বৃষ্টির কারণে ব্যাঙ্গালুরু ম্যাচ ভেসে যাওয়ার পর নাগপুরের লো স্কোরিং তৃতীয় ম্যাচে মোট ৪০ উইকেট পতন হয়েছে। যেখানে ব্যক্তিগত সর্বোচ্চ ৪০ রানের ইনিংসটি ছিল ভারতীয় ওপেনার মুরালি বিজয়ের।

সফরকারী দলের অধিনায়ক হাশিম আমলার মতে এর আগে জীবনে তিনি এত চ্যালেঞ্জিং কন্ডিশন কখনো মোকাবেলা করেননি। কিন্তু ভারতীয় দলের সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় পিচের পক্ষেই কথা বলেছন শাস্ত্রি। সাবেক এ অলরাউন্ডার ইএসপিএন ক্রিক ইনফোকে বলেন, ‘এতে দোষের কিছু নেই। দিল্লির পিচও একই ধরনের হবে বলে আমি আশা করছি। আজকাল কি পরিমাণ ওয়ানডে খেলা হচ্ছে, নিয়ন্ত্রনে রাখা এবং ক্রিজে কতটা সময় থাকা যায় এ থেকে কেবলমাত্র সেটাই দেখা গেছে।’

তিনি আরো বলেন, ‘অবশ্যই পিচে কোন সমস্যা ছিল না। উভয় দলেরই একই অবস্থা হয়েছে। আপনাকে সমালোচনা বন্ধ করতে হবে এবং ব্যাট হাতে নিজের কাজটা করতে হবে।’

সম্প্রতি পার্থে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্টে মোট ১৬৭২ রানের পর ড্র হওয়া ম্যাচ সম্পর্কেও কথা বলেন তিনি। শাস্ত্রি বলেন, ‘তিন দিনে ম্যাচ শেষ হয়ে যাওয়ায় দোষের কিছু নেই। নাগপুরের ম্যাচে সব সময়ই একটা উত্তেজনা ছিল। আপনি পার্থ টেস্টের সঙ্গে এ ম্যাচের তুলনা করুন... পাঁচ দিনের তুলনায় এ ম্যাচের জন্যই আপনি টাকা খরচ করবেন।’

প্রথম দিন থেকেই টার্ন করা উইকেটে নাগপুর ম্যাচে দক্ষিণ আফ্রিকার ২০টির মধ্যে রবিচন্দ্রন অশ্বিন একাই ১২ উইকেট শিকার করেছেন। নাগপুরের পিচের সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল এবং সাবেক ওপেনার ম্যাথু হেইডেন।

জবাবে শাস্ত্রি বলেন, ‘তাদেরকে অস্ট্রেলিয়ায় থাকতে এবং তাদের নিজেদের পিচ নিয়ে কথা বলতে বলুন। তাদেরকে বলুন, তারা যেন ভারতীয় পিচ নিয়ে না ভেবে সময় নষ্ট না করে। এখানে আসুন এবং খেলুন।’ তিনি প্রশ্ন রেখে বলেন, ‘কোন নিয়মে বলা আছে যে, ম্যাচের প্রথম দিন থেকে বল টার্ন করতে পারবে না? নিয়মের কোথায় লেখা আছে যে, কেবলমাত্র সুয়িং এবং সিম বোলিং করা যাবে?’

ঘরের মাঠেও হার দিয়ে শুরু চিটাগাং ভাইকিংসের

ঘরের মাঠেও হারের তিক্ত অভিজ্ঞতা পেতে হল তামিম ইকবালের চিটাগাং ভাইকিংসকে। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ঘরের মাঠে বরিশাল বুলসের কাছে ৩৩ রানে হেরে গেল তারা। এদিকে চার ম্যাচে তৃতীয় জয় নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানের লড়াইয়ে বরিশাল বুলস।
 
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৭০ রান তুলেছিল বরিশাল। রান তাড়ার শুরুর দিকেই ম্যাচ থেকে ছিটকে পড়া চিটাগাং শেষ পর্যন্ত গুটিয়ে যায় ১৩৭ রানে। পাঁচ ম্যাচে চিটাগংয়ের এটি চতুর্থ হার।
 
উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল যথেষ্টই। বাউন্স ছিল সমান, ব্যাটে এসেছে ভালোমতোই। একের পর এক বাজে শটে উইকেট উপহার দিয়ে এসেছেন চিটাগংয়ের ব্যাটসম্যানরা। ১৭১ রান তাড়ায় প্রয়োজন ছিল ভালো শুরু। চিটাগংয়ের শুরুটা ছিল উল্টো। ইনিংসের দ্বিতীয় ওভারেই আল আমিন হোসেনের লেংথ বল উড়িয়ে মারতে গিয়ে মিড অনে ধরা পড়েন তামিম ইকবাল (৬)।
 
এবারের বিপিএলে প্রথমবার খেলতে নামা কামরান আকমল (০) রান আউট হলেন প্রশ্নবিদ্ধভাবে। দ্রুত সিঙ্গেল নেওয়ার চেষ্টায় ছুটেছিলেন, কিন্তু শেষ পদক্ষেপে ব্যাট ক্রিজে ছোঁয়াননি! আল আমিনকে টানা তিন বলে চার মারার পর তাইজুল ইসলামকেও চার মেরে আমন্ত্রণ জানিয়েছিলেন তিলকরত্নে দিলশান। কিন্তু ওই ওভারেই ধরা পড়েছেন মিড অনে (১২ বলে ১৯)।
 
এনামুল হক (১২) ও এলটন চিগুম্বুরাও (৫) পরে অনুসরণ করেন সতীর্থদের। ১০ ওভারেই ৫ উইকেট হারিয়ে বসে চিটাগাং। সেখান থেকে আর ফেরার পথ জানা ছিল না তাদের। এক পাশ আগলে রেখে নাঈম ইসলাম (৪০ বলে ৩৮) শুধু হারের ব্যবধানটাই কমাতে পেরেছেন। শেষ দিকে ২ ছক্কায় ২০ রান করেছেন আমির।
 
নাঈম-আমির দুজনকেই এক ওভারে ফিরিয়েছেন কুপার, ২৮ রানে নিয়েছেন ৩ উইকেট। দুটি নিয়েছেন আল আমিন; একটি করে মোহাম্মদ সামি, মাহমুদউল্লাহ ও তাইজুল ইসলাম।
 
এর আগে ব্যাট হাতে শুরুটা ভালো ছিল না বরিশালেরও। কিন্তু নড়বড়ে শুরুর পরও দারুণভাবে ঘুরে দাঁড়ায় বরিশাল। শুরুর ধার পরে আর ধরে রাখতে পারেনি চিটাগংয়ের বোলাররা। সঙ্গে যোগ হয় বাজে ফিল্ডিং আর ক্যাচ ছাড়ার মহড়া। সব মিলিয়ে বরিশাল তুলতে পেরেছে এবারের বিপিএলে নিজেদের সর্বোচ্চ স্কোর।

বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনাল্ডো-নেইমার

বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন বার্সেলোনার লিওনেল মেসি ও নেইমার এবং রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সোমবার তিন জনের এই সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ফ্রান্স ফুটবল।
 
আগামী ১১ জানুয়ারি জুরিখে ঘোষণা করা হবে বর্ষসেরা খেলোয়াড়ের নাম। গত সাতবারের মতো এবারও বর্ষসেরার মূল লড়াইটা মেসি আর রোনালদোর মধ্যে হবে বলেই মনে করছেন অনেকে। সবশেষ সাতবারের বর্ষসেরার পুরস্কার এই দুজনই ভাগাভাগি করে নেন।
 
ফুটবল বিষয়ক সাময়িকী ফ্রান্স ফুটবল ১৯৫৬ সাল থেকে ইউরোপের সেরা ফুটবলারকে ব্যালন ডি’অর পুরস্কার দিত। ২০০৭ সাল থেকে পুরস্কারটি দেয়া হয় বিশ্বের সেরা ফুটবলারকে।
 
গত মৌসুমে রিয়ালের হয়ে লা লিগায় ৪৮ গোল করে রোনাল্ডো। চ্যাম্পিয়ন্স লিগে পর্তুগিজ এই ফরোয়ার্ডের গোল ১০টি। গোলের দিক থেকে এগিয়ে থাকলেও গত মৌসুমে কোনো শিরোপা জেতা হয়নি পতুগিজ এই তারকার।
 
বার্সেলোনার হয়ে গত মৌসুমে ট্রেবল জয় করে মেসি ও নেইমার। লিগে ৪৩ গোল করা আর্জেন্টিনার ফরোয়ার্ড মেসি ইউরোপসেরার আসরেও রোনালদোর সমান ১০ গোল করেন।
 
গত মৌসুমে লা লিগায় ২৩ গোল করা নেইমার বার্সেলোনার ট্রেবল জয়ে দারুণ ভূমিকা রাখেন। চ্যাম্পিয়ন্স লিগেও ১০ গোল করেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।

এইডস রোগের বিস্তার রোধে জনসচেতনতা বাড়াতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এইডস রোগের বিস্তার রোধে শিক্ষা, জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক কুসংস্কার পরিহারে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে।’
 
আগামীকাল বিশ্ব এইডস দিবস উপলক্ষে সোমবার দেয়া এক বাণীতে রাষ্ট্রপ্রতি এ কথা বলেন। বিশ্ব এইডস দিবসের প্রতিপাদ্য হল ‘এইচআইভি সংক্রমণ ও এইডস মৃত্যু : নয় একটিও আর, বৈষম্যহীন পৃথিবী গড়বো সবাই, এই আমাদের অঙ্গীকার’।
 
রাষ্ট্রপতি বলেন, ‘এইডস প্রতিরোধের কারণ, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে সঠিক বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। এইডস আক্রান্ত ব্যক্তি যাতে সামাজিক অবহেলা বা বৈষম্যের শিকার না হন তা আমাদের মানবিক ঔদার্য দিয়ে নিশ্চিত করতে হবে।’
 
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এইডসের স্বাস্থ্যগত দিকের পাশাপাশি মানবিক, অর্থনৈতিক ও সামাজিক গুরুত্বের বিষয়টি তুলে ধরার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, এ রোগ প্রতিরোধে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, দাতাসংস্থা ও গণমাধ্যম সাধারণ জনগণকে সম্পৃক্ত করে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।


 বাসস।

জাতীয় পরিচয়পত্র লাগবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে


এখন থেকে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে জাতীয় পরিচয়পত্র (ন্যাশনাল আইডি) বাধ্যতামূলক করার চিন্তাভাবনা করছে সরকার। সোমবার '১১তম সরকারি ডিসকাশন ফোরাম ফর ইলেকট্রনিক আইডেন্টিটি ২০১৫' আয়োজন সম্পর্কে জাতীয় প্লেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
 
তিনি বলেন, 'স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড প্রকল্প চালু হলে ফেসবুকের কাছে ইমেইল আইডির সঙ্গে ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশনের জন্য নতুন অপশন যোগ করার জন্য আমরা ফেসবুক কতৃপক্ষের কাছে চিঠি লিখব। স্মার্টকার্ডে ইলেকট্রনিক চিপ থাকবে। ম্যানুয়াল কার্ড এন্ট্রি গুলো বাদ দিয়ে সব জায়গায় ডিজিটাল কার্ডের ব্যবহার হবে। এক কার্ডে কীভাবে সব সুযোগ সুবিধা প্রদান করা যায়, তা নিয়ে আলোচনার লক্ষ্যে এবারের ফোরামের আয়োজন করা হয়েছে।'
 
১ ও ২ ডিসেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে ১১তম সরকারি ডিসকাশন ফোরাম ফর ইলেকট্রনিক আইডেন্টিটি ২০১৫ অনুষ্ঠিত হবে। দুইদিন ব্যাপী এ ফোরামে ১৫০ জন বিদেশি বিশেষজ্ঞ উপস্থিত থাকবে। ২৬টি বিদেশি ও ২টি দেশি প্রতিষ্ঠান ফোরামে অংশগ্রহণ করবে।
 
সরকারের ভাষ্যমতে, নিরাপত্তার স্বার্থে গত ১৮ নভেম্বর থেকে ফেসবুক বন্ধ রাখা হয়েছে। ফেসবুক কতৃপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে।

আয়ু হবে ১২০ ,হার মানবে বার্ধক্য !

বিজ্ঞানীদের বিশ্বাস ডায়াবেটিসের সাধারণ ওষুধ মেটফরমিনেই লুকিয়ে রয়েছে মানুষের দীর্ঘায়ু হওয়ার রহস্য। এ নিয়ে ২০১৬ সালেই মানুষের ওপর যুগান্তকারী কিছু পরীক্ষা-নিরীক্ষা চালাতে যাচ্ছেন বিজ্ঞানীরা। এর মাধ্যমে আলঝেইমার ও পারকিনসনস এর মতো রোগবালাই নিরাময় করা সম্ভব হবে বলেও ধারণা করা হচ্ছে। যার ফলে মানুষের দ্রুত বুড়িয়ে যাওয়া ঠেকানো এবং ১১০ ও ১২০ এর কোঠায় গিয়েও সুস্বাস্থ্য বজায় রাখা যাবে।

যদিও বিষয়টিকে কল্পবিজ্ঞানের কাহিনির মতোই লাগছে তথাপি গবেষণায় ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে, ডায়াবেটিসের ওষুধ মেটফরমিন বিভিন্ন প্রাণির আয়ু দীর্ঘায়িত করেছে। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মানুষের ওপরও ওষুধটির প্রয়োগে একই রকম ফল হয় কিনা তা পরীক্ষা করে দেখার অনুমোদন দিয়ে দিয়েছে।
যদি এই পরীক্ষা সফল হয় তার মানে দাড়াঁবে ওষুধটি সেবনে একজন মানুষ ৭০ বছর বয়সেও ৫০ বছরের মতোই সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন। এর ফলে ক্যান্সার, ডায়াবেটিস ও ডিমেনশিয়ার মতো রোগের আলাদা আলাদা চিকিত্সাযজ্ঞের বদলে শুধুমাত্র বার্ধর্ক্যের গতিরোধ করা গেলেই সব রোগ প্রতিরোধ করা যাবে। যা চিকিত্সা বিজ্ঞানে এক নতুন দিগন্তের সূচনা করবে।

ক্যালিফোর্নিয়ার বাক ইনস্টিটিউট ফর রিসার্চ অন এজিং এর অধ্যাপক গর্ডন লাইটগো বলেন, ‘আপনি যদি মানবদেহের বার্ধক্যায়ন প্রক্রিয়াকে টার্গেট করেন এবং এর গতি রোধ করতে পারেন তাহলে আপনি সব ধরনের বার্ধক্যজনিত রোগের গতিও থামিয়ে দিতে পারবেন। এতে এমনকি বার্ধক্যজনিত যন্ত্রণাও লাঘব করা যাবে। আর চিকিৎসা বিজ্ঞানে এটা হবে এক যুগান্তকারী বিপ্লবী ঘটনা যা আগে কখনো ঘটেনি’।

তিনি আরো বলেন, ‘আমি গত ২৫ বছর ধরে বার্ধক্য নিয়ে গবেষণা করছি। কিন্তু এই প্রথম মানুষের উপর বার্ধক্য প্রতিরোধী ওষুধ নিয়ে ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষা চালানোর সম্ভাব্যতা নিয়ে ভাবতে সক্ষম হলাম। এমনকি ২০ বছর আগেও মানবদেহের বার্ধক্যায়ন প্রক্রিয়া পুরোপুরি রহস্যঘেরা ছিল। কিন্তু বিষয়টি এখন আমরা কিছুটা বুঝতে শুরু করেছি’।

প্রসঙ্গত, প্রাণিজগতে বার্ধক্যায়ন জীবনের কোনো অনিবার্য অংশ নয়। কারণ সব প্রাণিকোষই এমন একটি ডিএনএ ব্লু-প্রিন্ট ধারণ করে যা প্রাণিদেহকে মৃত্যু পর্যন্ত সবসময়ই সজীব রাখতে সক্ষম। যেমনটা দেখা যায় অনেক সামুদ্রিক প্রাণির ক্ষেত্রে- যারা কখনোই বার্ধ্যক্যে আক্রান্ত হয় না। কিন্তু জীবদ্দশায় মানবদেহে শত কোটি কোষ বিভাজনের ঘটনা ঘটে দেহটিকে সক্রিয় রাখার জন্য। আর যত বেশি বার এই বিভাজনের ঘটনা ঘটে মানবদেহের কোষ বিভাজন প্রক্রিয়ায় তত বেশি ভুলভ্রান্তি প্রবেশ করে। এই গোলমাল যত বাড়তে থাকে তত মানবদেহ নিজের ক্ষয়ক্ষতি পূরণে অক্ষম হয়ে পড়ে।

উদাহরণত, ক্যান্সারের ক্ষেত্রে এই গোলমালের ফলে মানবদেহের প্রাণকোষগুলো ক্যান্সারকোষের বৃদ্ধি ঠেকাতে অক্ষম হয়ে পড়ে। আর আলঝেইমারের ক্ষেত্রে অকেজো হয়ে পড়া কোষগুলোকে অপসারণে অক্ষম হয়ে পড়ে মস্তিষ্ক। যার ফলে ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগ দেখা দেয়।

 সূত্র: দ্য টেলিগ্রাফ

বিকল্প জ্বালানির পথ দেখাচ্ছে ব্রাজিল


বিকল্প জ্বালানির ব্যবহারের ক্ষেত্রে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে ব্রাজিল৷ প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে মানানসই সরকারি নীতির মাধ্যমে জলবিদ্যুৎ ও সৌরশক্তির উৎপাদন বাড়ছে৷
ফ্লোরিয়ানোপেলিস বে-তেই সব কিছুর সূচনা৷ রাটোনেস গ্রান্জি দ্বীপটিতে রয়েছে সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি প্ল্যান্ট, যা ব্রাজিলের সবচেয়ে পুরনোগুলির মধ্যে পড়ে৷ ঐতিহাসিক দুর্গটির জন্য বিদ্যুৎ আসে এই প্ল্যান্ট থেকে৷ ১৫ বছর আগে এই প্যানেলগুলো বসানো হয়৷ সে যাবৎ অনেক পরিবর্তন ঘটেছে, জানালেন নবায়নযোগ্য জ্বালানি বিষয়ের অধ্যাপক রিকার্ডো ব়্যুটার৷ তিনি বললেন, ‘‘আরো অনেক বিকাশ ঘটেছে৷ গোড়ায় অধিকাংশ প্ল্যান্টগুলোই এ রকম ছিল, ব্যাটারি লাগানো একক সিস্টেম বা প্রণালী, যাদের মূল গ্রিডের সঙ্গে কোনো সংযোগ নেই৷ এখন যেখানে গ্রিড আছে, সেখানেও এই প্রণালী চালু হচ্ছে৷ কিন্তু একা একা নিজেই কাজ করতে পারে, এ ধরনের প্রণালী আজও গ্রামাঞ্চলে খুবই কার্যকরী, কেননা সেখানে গ্রিড পৌঁছয়নি৷''
অ্যাটলান্টিকের ধারে অবস্থিত ফ্লোরিয়ানোপোলিস৷ শহরটি সাম্প্রতিক কয়েক বছরে খুবই বেড়ে উঠেছে৷ আর সেজেছে এক বিশেষ ধরনের আলোকসজ্জায়৷ সেই কারণে হয়তো এখানেই ব্রাজিলের বৃহত্তম ফোটোভল্টেয়িক পার্ক গড়ে তোলার পরিকল্পনা চলেছে৷ এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রাখবে সেই প্ল্যান্ট৷
ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে
বসানো হচ্ছে ইলেক্ট্রোসুল বিদ্যুৎ উৎপাদন কোম্পানির জমিতে৷ প্ল্যান্টের একাংশ ইতিমধ্যেই তৈরি৷ সপ্তাহে দুবার করে স্কুলের ছাত্রছাত্রীদের একটি গাইডেড ট্যুর পর্যন্ত দেওয়া হয়৷
একজিবিট বা প্রদর্শনী হিসেবে নটি ইনস্টলেশন বসানো হচ্ছে৷ অগাস্ট থেকে এখানে সৌরশক্তিজাত ৫৫০ কিলোওয়াট বিদ্যুৎশক্তি উৎপাদন করা হবে৷ এছাড়া ছাদের ওপর আরো ৪৫০ কিলোওয়াট৷ সব মিলিয়ে এক মেগাওয়াট৷
জার্মান উন্নয়ন ব্যাংক এই প্রকল্পের অর্থসংস্থান করছে – তবে ঋণ হিসেবে নয়, দান হিসেবে – ২৮ লাখ ইউরো৷ এই সাহায্য ছাড়া ইলেক্ট্রোসুলের প্রকল্পটি অর্থকরী হতো না৷ সৌরশক্তি থেকে উৎপন্ন বিদ্যুতের দাম অন্যান্য উৎস থেকে পাওয়া জ্বালানির চেয়ে বেশি হতো৷
সোলার প্যানেলগুলেোর দাম কিছুদিন আগেও প্রায় দ্বিগুণ ছিল৷ কিন্তু ক্রমাগত দাম কমার ফলে সৌরশক্তি অন্যান্য জ্বালানির সঙ্গে পাল্লা দিতে পারছে, বিশেষ করে জলবিদ্যুতের সঙ্গে৷ ইলেক্ট্রোসুলের ম্যানেজার ফ্রাংকলিন ফাব্রিসিও লাগো প্রতি সপ্তাহে একবার কেন্দ্রগুলি ঘুরে দেখেন৷ ব্রাজিল তার জ্বালানি চাহিদার ৮০ শতাংশই মেটায় ছোট ছোট জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে৷
এভাবে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সারা বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে – তবে খরা দেখা দিলে জলবিদ্যুতের আকাল ঘটতে পারে৷ ইলেক্ট্রোসুল জলবিদ্যুৎ বিভাগের ফ্রাংকলিন ফাব্রিসিও লাগো বলেন, ‘‘ব্রাজিলে জ্বালানি শক্তির বাজারে বৈচিত্র্য আনা দরকার৷ আমরা জ্বালানির যাবতীয় প্রাকৃতিক উৎস ব্যবহার করতে চাই, বিশেষ করে ব্রাজিলের ক্রমবর্ধমান অর্থনীতির চাহিদা মেটানোর জন্য৷''
জার্মানির সহায়তায় ব্রাজিলের বৃহত্তম ফোটোভল্টেয়িক পার্ক গড়ে তোলা হচ্ছে
ইলেক্ট্রোসুলের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত বিদ্যুতের সমন্বয় করা হয়৷ এমনও হতে পারে যে, শীগগিরই আরো অনেক ছোট ছোট বিদ্যুৎ উৎপাদনকারী তাতে যোগ দেবে৷ জার্মান জ্বালানি উপদেষ্টারাও তাতে সাহায্য করছেন৷ লক্ষ্য হল, সাধারণ গ্রাহকরাও যাতে তাদের উৎপাদিত সৌরবিদ্যুৎ গ্রিডে দিতে পারেন৷ সে জন্য গত ডিসেম্বর মাসে আলাদা আইন প্রণয়ন করা হয়েছে৷ জিআইজেড-এর ইওহানেস কিসেল বলেন, ‘‘এটা একটা বিরাট পরিবর্তন বলা চলতে পারে, কেননা ব্রাজিলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ছিল খুবই কেন্দ্রীভূত৷ এই প্রথম বিকেন্দ্রীকৃতভাবে গ্রিডে বিদ্যুৎ দেওয়া চলবে৷ উন্মুক্ত কাঠামোর আওতায় আজকাল গ্রাহকরা সরাসরি গ্রিডে বিদ্যুৎ দিতে পারেন ও সেভাবে তাদের ইলেকট্রিক বিল কমাতে পারেন৷''
নতুন আইনের ফলে ব্রাজিলের সৌরশক্তি শিল্পে একটা যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে৷ ইউনিভার্সিটিতে একটি অতি পুরনো সোলার ইনস্টলেশন আছে৷ প্রফেসর রিকার্ডো ব়্যুটার মাঝে মাঝে তাঁর ছাত্রছাত্রীদের ছাদের ওপর নিয়ে যান৷ নবায়নযোগ্য জ্বালানি পাঠক্রমটিতে প্রযুক্তি ছাড়া ব্যবসায় ও ব্যবস্থাপনাও পড়ানো হয়৷
ব্রাজিলের অর্থনীতির প্রবৃদ্ধি বর্তমানে মাত্র এক শতাংশ৷ কিন্তু এক শতাংশ প্রবৃদ্ধির জন্যেই বাড়তি এক গিগাওয়াট জ্বালানি শক্তির প্রয়োজন৷ যা কিনা ফ্লোরিয়ানোপোলিসে প্রস্তাবিত সোলার প্ল্যান্ট যা সরবরাহ করবে, তার চেয়ে এক হাজার গুণ বেশি৷

ব্রাজিল অর্থনৈতিক সূচকে জি.ডি.পির বর্ধন ক্রমেই উন্নতির দিকে নিয়ে যাচ্ছে।


 ব্রাজিল পৃথিবীর তৃত্বীয় বৃহত্তম দেশ। অবস্থান সূদুর
দক্ষিণ আমেরিকায়। আয়তনে ব্রাজিল দক্ষিণ আমেরিকার
সর্ববৃহৎ দেশ। পাহাড়, পর্বত, নদী-নালা-খাল-বিল,
সাগর উপসাগর এর সংমিশ্রনে ব্রাজিল
প্রকৃতপক্ষে একটা প্রকৃতি প্রসূত চোখ জুড়ানো নৈসর্গের
অপরুপ নীলাভূমি। ব্রাজিল দিনে দিনে অর্থনৈতিক
সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। ব্রাজিলই দক্ষিণ
আমেরিকার একমাত্র দেশ যে দেশটি দীর্ঘকাল পর্তুগালের
উপনিবেশ রাষ্ট্র ছিল। যে দেশের ভাষা পতুর্গীজ।
দক্ষিণ আমেরিকায় বাদ বাকী সকল দেশের
ভাষা স্প্যানিস। ২০০৮-০৯ সালে বিশ্ব
অর্থনৈতিতে যে মন্দার জোয়ার তৈরী হয়েছিল
তাতে ব্রাজিল খানিকটা আক্রান্ত হলেও
বর্তমানে দেশটি মন্দা কাটিয়ে উঠে অর্থনৈতিক
সূচকে জি.ডি.পির বর্ধন ক্রমেই উন্নতির
দিকে নিয়ে যাচ্ছে।
দেশটির বর্তমান মাথা পিছু আয় ১০.৬০৭ মার্কিন ডলার।
জনসংখ্যা মাত্র ১৯ কোটি ৬৭ লক্ষ দেশটির মোট আয়তন
৮৫.১১.৯৬৫ বর্গ কি. মি.।
বর্তমানে দেশটি প্রযুক্তিখাতে বিকাশ ঘটাচ্ছে।
শিক্ষা ও চিকিৎসা খাতেও তাদের উন্নতির
মাত্রা লক্ষনীয়, দেশটির চলমান রাজনৈতিক
পরিস্থিতি খুবই ইতিবাচক।
২০২০ সালের ভিতর ব্রাজিল ৩ লক্ষ আই.টি বিশেষজ্ঞ
বাহির থেকে নিজ দেশে আমদানি করতে চায়।
চিনি উৎপাদন শিল্পে দেশটির
খ্যাতি একেবারে শীর্ষে দেশটি কফি, ধান, স্টিল,
ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি, তেল, কয়লা,
ভূট্টা ইত্যাদি ব্যাপক হারে উৎপাদন এবং রপ্তানির
পরিকল্পনা হাতে নিয়েছে। পর্যটন শিল্পের যথেষ্ট
সম্ভাবনা কে কেন্দ্র করে ব্রাজিলের পর্যটন অঞ্চলে ছোট
ছোট দোকানপাট, হোটেল রেষ্টুরেন্টসহ কর্মসংস্থানের
ব্যাপক সম্ভাব্য পরিস্থিতি তৈরী হচ্ছে।
বর্তমানে দক্ষিণ আমেরিকা সহ মধ্য প্রাচ্য থেকে অনেক
মানুষ উন্নতজীবনের সন্ধানে ব্রাজিলে ছুটে যাওয়ার
চেষ্টা করছে।


মধ্যযুগে স্পেন ও পর্তুগাল

৭১১ সালে মুসলমানেরা স্পেন (যার মধ্যে বর্তমান পর্তুগালও অন্তর্গত ছিল) আক্রমণ করে ও শিঘ্রই সমগ্র স্পেন দখল করে। 
১০ম শতকের শুরুতে গৃহযুদ্ধের কারণে স্পেনের কেন্দ্রে মুসলমান শাসকদের পতন ঘটে।
১১৪৩ সালে পর্তুগাল কাস্তিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১২শ শতকের শেষার্ধে স্পেনে গ্রানাদা ছিল মুসলমানদের শেষ ঘাঁটি।
১৪৬৯ সালে আরাগোনের রাজা ফের্দিনান্দ এবং কাস্তিয়ার রাণী ইসাবেলা বিয়ে করেন। এর ফলে স্পেনের সবচেয়ে শক্তিশালী দুই খ্রিস্টান রাজ্য একত্রিত হয়ে একটি রাজ্যে পরিণত হয়। রাজা ফের্দিনান্দ ও রাণী ইসাবেলার ঘরে ১৪৯৫ সালে জন্ম নেন কন্যাসন্তান কাতেরিনা।
১৪৯২ সাল নাগাদ নতুন এই রাজ্যের সেনারা স্পেনে মুসলমানদের শেষ ঘাঁটি গ্রানাদা দখল করে এবং মুসলমানদের সেখান থেকে বিতাড়িত করে। স্পেনে মুসলমান শাসনের সমাপ্তি ঘটে। মুসলমানদের রেখে যাওয়া সমৃদ্ধ স্থাপত্যকলার নিদর্শন এখনও দক্ষিণ স্পেনের গ্রানাদা ও কর্দোবার মত শহরগুলিতে দেখতে পাওয়া যায়।
একই বছরে (১৪৯২) নাবিক ক্রিস্তোফার কলম্বাস নতুন রাজা-রাণীর সমর্থন নিয়ে পশ্চিম অভিমুখে জাহাজ নিয়ে যাত্রা শুরু করেন, উদ্দেশ্য আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ভারতে পৌঁছানো।
স্পেনের নতুন শাসকেরা অন্যান্য ধর্মের ব্যাপারে সহানুভূতিশীল ছিল না। তারা “বিপথগামীদের” খুঁজে বের করতে বিশেষ ধর্মবিচারসভার (inquisition) ব্যবস্থা করে। এই তথাকথিত বিপথগামীদের মধ্যে রোমান ক্যাথলিক গির্জার চেয়ে ভিন্ন মতাবলম্বী খ্রিস্টানরাও যেমন ছিল, অন্য ধর্মবিশ্বাসের লোকেরাও যেমন ইহুদীরাও ছিল। ইহুদীদেরকেও স্পেন থেকে বিতাড়িত করা হয়।
১৫০৯ সালে ফের্দিনান্দ ও ইসাবেলের কন্যা কাতেরিনার সাথে ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির বিয়ে হয়।
১৫১২ সালে রাজা ফের্দিনান্দ নাভার রাজ্য দখল করেন এবং এর মাধ্যমে স্পেনের পুনঃএকত্রীকরণ সম্পূর্ণ করেন।
১৬শ শতকে স্পেন ইউরোপের সবচেয়ে শক্তিশালী জাতিতে পরিণত হয়। তাদের স্থলসেনাবাহিনী ইউরোপের বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করত (যেমন – ওলন্দাজদের বিরুদ্ধে)। তাদের নৌবাহিনী নব্য আবিষ্কৃত আমেরিকা মহাদেশে স্থাপিত স্পেনীয় সাম্রাজ্য থেকে সোনা ও রূপার লাভজনক বাণিজ্য নিয়ন্ত্রণ করত।
রাজা প্রথম কার্লোস-এর শাসনামলে (১৫১৬-১৫৫৬) স্পেনীয় শক্তি উন্নতির শিখরে পৌঁছেছিল। তিনি ১৫১৯ সালে পবিত্র রোমান সম্রাটের উপাধি লাভ করেন, এবং ফলশ্রুতিতে তিনি জার্মানি, অস্ট্রিয়া, হল্যান্ড, ফ্রান্সের কিছু অংশ ও ইতালির অংশবিশেষ নিয়ন্ত্রণের ক্ষমতা লাভ করেন।
১৫২১ সালে স্পেন মেক্সিকোর আজতেক সাম্রাজ্য দখল করে।
১৫৩৫ সালে তারা পেরুর ইনকা সাম্রাজ্য করায়ত্ত করে।
১৫৫৬ সালে রাজা কার্লোসের মৃত্যুর পর তাঁর নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলি তাঁর ছেলে দ্বিতীয় ফিলিপ এবং তাঁর ভাই প্রথম ফের্দিনান্দের মধ্যে বিভক্ত হয়ে যায়। ফিলিপ স্পেন, হল্যান্ড এবং স্পেনের আমেরিকান উপনিবেশগুলির শাসনাধিকার লাভ করেন। অন্যদিকে ফের্দিনান্দ পবিত্র রোমান সম্রাটের উপাধি নেন।
রাজা দ্বিতীয় ফিলিপ ১৫৫৬ সালে যখন স্পেনের শাসনভার গ্রহণ করেন, তখন স্পেন ছিল উন্নতির শিখরে। তিনি ১৫৯৮ সাল পর্যন্ত স্পেন শাসন করেন। ফিলিপ ধর্মপ্রাণ ক্যাথলিক ছিলেন। তিনি স্পেনের নেতৃত্বে ইউরোপ ও আমেরিকা মহাদেশকে নিয়ে একটি ক্যাথলিক সাম্রাজ্য গঠনের স্বপ্ন দেখতেন।
১৫৬৫ সালে স্পেন ফিলিপিনে উপনিবেশ স্থাপন করে।
১৫৬৮ সালে স্পেনীয় হল্যান্ডে যুদ্ধ শুরু হয়। অরেঞ্জের উইলিয়ামের নেতৃত্বে ওলন্দাজরা স্পেনীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে।  
১৫৭১ সালে লেপান্তোর যুদ্ধে স্পেন ও অস্ট্রিয়া তুর্কি একটি নৌবহরকে পরাজিত করে।
১৫৮০ সালে স্পেন পর্তুগাল বিজয় করে এবং ফলে পর্তুগাল স্পেনীয় সাম্রাজ্যের অংশে পরিণত হয়। স্পেন ১৬৪০ পর্যন্ত পর্তুগালকে নিয়ন্ত্রণে রেখেছিল।
১৫৮১ সালে হল্যান্ড স্পেন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা ঘোষণা করে।
পর্তুগাল মহাসমুদ্রে ইউরোপীয় অভিযানগুলিতে পথপ্রদর্শক ও নেতার ভূমিকা পালন করেছিল। পর্তুগিজ নাবিকেরা এশিয়ার সাথে নতুন নতুন বাণিজ্যপথ উন্মুক্ত করে দিয়েছিল। পর্তুগিজেরা ইতিমধ্যেই সাগরের ওপারে একটি সাম্রাজ্য গড়ে তুলেছিল যার মধ্যে অন্তর্গত ছিল আফ্রিকার পূর্ব ও পশ্চিম উপকূলের দীর্ঘ কিছু অংশ, ব্রাজিল, ভারতের বাণিজ্যবন্দর গোয়া, চীনের বাণিজ্যবন্দর মাকাও এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বহু দ্বীপ।

১৫৮৮ সালে স্পেনের নৌবহর আর্মাদা (Armada) ইংল্যান্ড আক্রমণ ও দখলের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু পথে ইংরেজদের সাথে নৌযুদ্ধে পরাজিত হয়।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates