- পোপ ফ্রান্সিস সোমবার মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের একটি স্পর্শকাতর এলাকার একটি মসজিদ পরিদর্শন করছেন। তিনি পিকে জেলার কৌদৌকৌ মসজিদ পরিদর্শন করে মুসলিম সম্প্রদায়ের সদস্যদের সাথে সাক্ষাৎ করছেন। পোপ বিশ্বের ১২০ কোটি ক্যাথলিক খ্রিস্টানদের নেতা। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের স্থানীয় সময় সকাল ৮টার পরপরই ফ্রান্সিস মসজিদের পাঁচ ইমামের সঙ্গে সাক্ষাৎ করতে যান। পরে ধর্মীয় সম্প্রীতি সম্প্রসারণের লক্ষ্যে পার্শ্ববর্তী স্থানে একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, আফ্রিকার তিনটি দেশে তার সফর শেষ হতে যাচ্ছে। তবে ভ্যাটিকান ফিরে যাওয়ার আগে তিনি রাজধানীর ২০ হাজার আসনবিশিষ্ট বারথেলেমি বোগান্ডা স্টেডিয়ামে বড় প্রার্থনা সভায় অংশ নেবেন। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র সফরকালে পোপ শান্তির বার্তা দিয়েছেন। দেশটিতে সম্প্রতি মুসলিম বিদ্রোহী ও খ্রিস্টান নজরদারি সংগঠনের সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ হয়েছে। পোপ রোববার বলেন, ‘আমরা সবাই ভাই ভাই।’ বাঙ্গুইয়ের কেন্দ্রস্থলে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত প্রায় তিন হাজার লোকের আশ্রয় শিবির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
Monday, November 30, 2015
আফ্রিকা মসজিদ পরিদর্শনে পোপ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment