ভারতীয় টিম ডিরেক্টর রবি শাস্ত্রি তিন দিনের মধ্যেই টেস্ট ম্যাচ শেষ হয়ে যাওয়ায় দোষের কিছু দেখছেন না। বরং আগামী সপ্তাহে দিল্লিতে অনুষ্ঠিতব্য সিরিজের শেষ ও চতুর্থ ম্যাচেও দক্ষিণ আফ্রিকাকে আরেকটি টার্নিং উইকেটের কথা ভাবতে পরামর্শ দিয়েছেন।
স্পিন জাদুতে গত শুক্রবার নাগপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি মাত্র তিন দিনের মধ্যেই জয় করে নিয়েছে স্বাগতিক ভারত। এর আগে একইভাবে মোহালিতে প্রথম ম্যাচেও দুই দিন বাকি থাকতেই বিশ্বের শীর্ষ দলটিকে নাস্তানাবুদ করে ভারতীয়রা। বৃষ্টির কারণে ব্যাঙ্গালুরু ম্যাচ ভেসে যাওয়ার পর নাগপুরের লো স্কোরিং তৃতীয় ম্যাচে মোট ৪০ উইকেট পতন হয়েছে। যেখানে ব্যক্তিগত সর্বোচ্চ ৪০ রানের ইনিংসটি ছিল ভারতীয় ওপেনার মুরালি বিজয়ের।
সফরকারী দলের অধিনায়ক হাশিম আমলার মতে এর আগে জীবনে তিনি এত চ্যালেঞ্জিং কন্ডিশন কখনো মোকাবেলা করেননি। কিন্তু ভারতীয় দলের সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় পিচের পক্ষেই কথা বলেছন শাস্ত্রি। সাবেক এ অলরাউন্ডার ইএসপিএন ক্রিক ইনফোকে বলেন, ‘এতে দোষের কিছু নেই। দিল্লির পিচও একই ধরনের হবে বলে আমি আশা করছি। আজকাল কি পরিমাণ ওয়ানডে খেলা হচ্ছে, নিয়ন্ত্রনে রাখা এবং ক্রিজে কতটা সময় থাকা যায় এ থেকে কেবলমাত্র সেটাই দেখা গেছে।’
তিনি আরো বলেন, ‘অবশ্যই পিচে কোন সমস্যা ছিল না। উভয় দলেরই একই অবস্থা হয়েছে। আপনাকে সমালোচনা বন্ধ করতে হবে এবং ব্যাট হাতে নিজের কাজটা করতে হবে।’
সম্প্রতি পার্থে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্টে মোট ১৬৭২ রানের পর ড্র হওয়া ম্যাচ সম্পর্কেও কথা বলেন তিনি। শাস্ত্রি বলেন, ‘তিন দিনে ম্যাচ শেষ হয়ে যাওয়ায় দোষের কিছু নেই। নাগপুরের ম্যাচে সব সময়ই একটা উত্তেজনা ছিল। আপনি পার্থ টেস্টের সঙ্গে এ ম্যাচের তুলনা করুন... পাঁচ দিনের তুলনায় এ ম্যাচের জন্যই আপনি টাকা খরচ করবেন।’
প্রথম দিন থেকেই টার্ন করা উইকেটে নাগপুর ম্যাচে দক্ষিণ আফ্রিকার ২০টির মধ্যে রবিচন্দ্রন অশ্বিন একাই ১২ উইকেট শিকার করেছেন। নাগপুরের পিচের সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল এবং সাবেক ওপেনার ম্যাথু হেইডেন।
জবাবে শাস্ত্রি বলেন, ‘তাদেরকে অস্ট্রেলিয়ায় থাকতে এবং তাদের নিজেদের পিচ নিয়ে কথা বলতে বলুন। তাদেরকে বলুন, তারা যেন ভারতীয় পিচ নিয়ে না ভেবে সময় নষ্ট না করে। এখানে আসুন এবং খেলুন।’ তিনি প্রশ্ন রেখে বলেন, ‘কোন নিয়মে বলা আছে যে, ম্যাচের প্রথম দিন থেকে বল টার্ন করতে পারবে না? নিয়মের কোথায় লেখা আছে যে, কেবলমাত্র সুয়িং এবং সিম বোলিং করা যাবে?’
No comments:
Post a Comment