Social Icons

Saturday, November 28, 2015

ইরানে তেল বিনিয়োগ সম্মেলন শুরু; অংশ নিচ্ছে ৩৩ দেশ

ইরানের ৫০টি তেল ও গ্যাসক্ষেত্রের উন্নয়নের জন্য ১৮৫ বিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্য নিয়ে তেহরানে একটি সম্মেলন শুরু হয়েছে। এতে ৩৩টি দেশের ২৫০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। ইরান আশা করছে, পশ্চিমা নিষেধাজ্ঞা উঠে গেলে এসব তেল ও গ্যাসক্ষেত্রের উন্নয়নে বিশ্বের বিভিন্ন দেশ বিনিয়োগে এগিয়ে আসবে।
সম্মেলনের উদ্বোধনী ভাষণে ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ বলেন, “এটাই হচ্ছে তেহরানে ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সঠিক সময় এবং আবারো প্রমাণিত হলো যে, নিষেধাজ্ঞার কারণে তেলের প্রবাহের ওপর ক্ষতিকর পভাব পড়েছে।” তেলকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা ঠিক নয় বলেও বিজান জাঙ্গানেহ মন্তব্য করেন।
আজকের এ সম্মেলনের মাধ্যমে ইরান বিশ্বের বিভিন্ন কোম্পানিকে অর্থ বিনিয়োগ করার প্রস্তাব দিচ্ছে এবং তেল ও গ্যাসক্ষেত্রে বিনিয়োগের জন্য বিশেষ সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে। ‘ইরান কন্ট্রাক্টস রিস্ট্রাকচারিং কমিটি’র প্রধান মেহদি হোসেইনি জানান, আজকের সম্মেলনে আমেরিকার কোনো কোম্পানি অংশ নেয় নি তবে বড় কয়েকটি তেল ও গ্যাস প্রতিষ্ঠান তাদের প্রতিনিধি পাঠিয়েছে। এ বিষয়ে ইরানের তেলমন্ত্রী বলেন, আমেরিকার কোম্পানিও এখানে আসতে পারবে; তাদের জন্য দরজা খোলা

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates