Saturday, November 28, 2015
জঙ্গি রাষ্ট্র বানিয়ে বাংলাদেশে প্রবেশ করতে চায় যুক্তরাষ্ট্র
জঙ্গিবাদ ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশে আইএস-এর কোন কার্যকলাপ নেই। দেশকে অকার্যকর করার জন্যই আইএস-এর নাম ব্যবহার করে দেশে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। শনিবার দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচরে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় জঙ্গিবাদের অস্তিত্বের কথা বলে যুক্তরাষ্ট্র বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে বলে অভিযোগ করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, ‘আইএস-এর জন্মদাতা কারা? আমেরিকা। এ জঙ্গিদের মূল জন্মদাতা আমেরিকা, যারা নাকি আমাদেরকে সপ্তম নৌবহর পাঠিয়েছিল ’৭১ সালে মুক্তিযুদ্ধের সময়। যারা জন্ম দিয়েছে, বিভিন্ন দেশে তারা আজকে মার খাচ্ছে। যাদেরকে সৃষ্টি করেছে, সেই সৃষ্টি সৃষ্টিকর্তার ওপরে আজকে হামলে পড়ছে আক্রমণ করতে। আজকে বলে, জঙ্গিবাদ দমনে আমরা বাংলাদেশের সাথে আছি। এটা তারা নতুন ষড়যন্ত্র করছে, বাংলাদেশকে যাতে জঙ্গিরাষ্ট্র বানিয়ে আবার কোনো রকম প্রবেশ করতে পারে।’ একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কোনো একটা ঘটনা ঘটিয়েই ৫ মিনিটের মধ্যে মধ্যপ্রাচ্য থেকে একটি বার্তা চলে যায় আমেরিকায়। তখন আমেরিকার সাইট নামক আরেক বার্তার মাধ্যমে বলে, এটা আইএস করেছে। আইএস’র এখানে কোন সংগঠন নেই। আইএস’র কোন এখানে কার্যকলাপ নেই। কিন্তু বলছে, এটা আইএস করেছে। আইএস’র নাম দিয়ে আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করবে। এবং বিভেদের সুযোগ নিয়ে আমাদেরকে অকার্যকর করবে।’
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment