জাপানের সমুদ্র উপকূলে দেশটির কোস্ট গার্ড ১২টি ট্রলার খুঁজে পেয়েছেন। কয়েকটি ট্রলারের ওপর গলিত লাশ পড়ে থাকতে দেখা যায়। নৌকাগুলো উত্তর কোরিয়ার হতে পারে বলে একজন কোস্ট গার্ড কর্মকর্তা ধারণা করছেন। তিনি বলেন, গত অক্টোবর এবং নভেম্বর মাসে অন্তত ১১টি কাঠের বক্স পাওয়া গিয়েছে যেগুলোর বেশ কয়েকটি ছিল দুমড়ানো-মোচড়ানো। এসব বক্সে ২০টি গলিত লাশ পাওয়া গিয়েছে। লাশগুলো শনাক্ত করার জন্য তদন্ত চলছে। তবে কর্মকর্তারা ধারণা করছেন, লাশগুলো উত্তর কোরিয়ার জেলেদের। গত কয়েক মাসে উত্তর কোরিয়ার বেশকিছু মাছ ধরার ট্রলার গভীর সমুদ্রে হারিয়ে গিয়েছে। প্রধানত উন্নত যোগাযোগব্যবস্থার অভাবে এবং জিপিএস সুবিধা না থাকার কারণে এসব ট্রলার উদ্ধার করা সম্ভব হয়নি। কর্মকর্তারা ধারণা করছেন, এসব হতভাগ্য জেলে খাদ্য ও সুপেয় পানির অভাবেই মৃত্যুবরণ করে থাকতে পারে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment