Social Icons

Saturday, November 28, 2015

ইসরাইলি বাহিনীর হামলায় আহত হলেন ৮২ জন ফিলিস্তিনি

অবরুদ্ধ গাজা উপত্যকা এবং অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী এবং ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মধ্যে নতুন করে সংঘর্ষে অন্তত ৮২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর তাজা গুলিতে ১৬ জন এবং রাবার বুলেটের মাধ্যমে দুই জন আহত হয়।

এদের মধ্যে পাঁচ জন গাজা শহরের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত নাহল ওজ সীমান্ত ক্রসিং’এর কাছে ইসরাইলি বাহিনী এবং ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে আহত হয় বলে জানান তিনি।

এছাড়া, পশ্চিম তীরে গতকাল (শুক্রবার) ইসরাইলি বাহিনীর তাজা গুলিতে ২৪ জন এবং প্রায় ৪০ জন রাবার বুলেটের মাধ্যমে আহত হওয়ার পাশাপাশি ১০০ জনেরও বেশি কাঁদানে গ্যাস গ্রহণে আহত হয়। এদিকে,গতকাল (শুক্রবার) আল কুদস বা জেরুজালেমের ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত আল খলিল শহরে ১৪ জন ফিলিস্তিনি তাজা গুলিতে এবং অন্য ১০ জন রাবার বুলেটের মাধ্যমে আহত হয়।

পশ্চিম তীরের কালকিলিয়া এলাকার ১৭ কিলোমিটার পূর্বে কাফর কাদুম শহরে ইসরাইলি বাহিনীর তাজা গুলিতে ১৩ বছর বয়সি কাইসার জিহাদ এবং ২২ বছর বয়সি হামজা মুতি পায়ে আঘাত পায়। নাবলুস শহরের ২৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত কুসরা গ্রামে ইসরাইলি বাহিনী রাবার বুলেটের মাধ্যমে হামলা চালালে ১৩ জন ফিলিস্তিনি আহত হয়।

গত আগস্ট মাসের শেষদিকে ইহুদিবাদী সেনারা আল-আকসা মসজিদ চত্বরে ফিলিস্তিনি মুসল্লিদের নামাজ পড়তে বাধা দেয়। এরপর থেকে জর্দান নদীর পশ্চিম তীরে ইসরাইল বিরোধী কুদস-ইন্দিফাদা বা কুদস-গণজাগরণ শুরু হয়।


অধিকৃত ফিলিস্তিনি ভূখন্ডে অবৈধ বসতি স্থাপনকারী ও ইসরাইলি বাহিনী সম্মিলিতভাবে ফিলিস্তিনিদের ওপর হামলা জোরদার করার পর গত অক্টোবর থেকে এ পর্যন্ত ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়া,আহত হয়েছেন আরো বহু ফিলিস্তিনি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates