জার্মানির হামবুর্গ শহরের বাসিন্দারা শহরটিতে অলিম্পিক গেমস আয়োজনের বিপক্ষে ভোট দিয়েছে। ২০২৪ সালে অলিম্পিক গেমস আয়োজনের দৌড়ে অংশ নিয়েছিল শহরটি।
হামবুর্গের পাশাপাশি অন্য যে শহরগুলো অলিম্পিক গেমস আয়োজনের দৌঁড়ে শেষ পর্যন্ত টিকে ছিল সেগুলো হচ্ছে – রোম, প্যারিস, বুদাপেস্ট এবং লস অ্যাঞ্জেলেস।
কিন্তু রবিবার অনুষ্ঠিত এক গণভোটে হামবুর্গ শহরের ৫১.৭ শতাংশ মানুষ জানিয়ে দিয়েছে যে তারা অলিম্পিক গেমস আয়োজনের বিপক্ষে।
জার্মানির অলিম্পিক কর্মকর্তারা এই গেমস আয়োজনের জন্য শহরটিকেই বেছে নিয়েছিলেন। কিন্তু সেখানকার বেশিরভাগ বাসিন্দা এই আয়োজন চায় না।
হামবুর্গ শহরের মেয়র বলেছেন, “ আমরা এই আয়োজন চাই না। এটা পরিষ্কার।” ১৯৭২ সালের পর থেকে জার্মানি আর অলিম্পিক আয়োজন করেনি।
অলিম্পিক আয়োজনের সমালোচকরা বলছেন এই আয়োজন এক ধরনের অপচয়। কারণ পুরো আয়োজনে খরচ হবে প্রায় ১২ বিলিয়ন মার্কিন ডলার।
দুই বছর আগে মিউনিখের বাসিন্দারাও ২০২২ সালের শীতকালীন অলিম্পিক আয়োজনের বিপক্ষে ভোট দিয়েছিল।
চলতি বছরের জুলাই মাসে আমেরিকার বস্টন শহরও ২০২৪ সালের অলিম্পিক আয়োজনের দৌড় থেকে সরে এসেছে। কারণ বস্টন শহরের অধিকাংশ মানুষ এই আয়োজনের বিপক্ষে ছিল।
২০২৪ সালের অলিম্পিক আয়োজনের জন্য মনোনীত শহরের নাম ঘোষণা করা হবে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে।
No comments:
Post a Comment