সোনার দাম আরও কমল। ভারতের রাজধানী দিল্লিতে ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ২৫ হাজার ৫২৫ টাকা। গত চার মাসে এই দাম সর্বনিম্ন। সোমবার এক ধাক্কায় সোনার দাম ৯০ টাকা কমে যায়। আগের দু’দিনে সোনার দাম পড়েছে ২০৫ টাকা। ভারতের স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারেও সোনার চাহিদা কমে পাঁচ বছরে সর্বনিম্ন হয়েছে। দিল্লির বাজারে ১০ গ্রাম গয়না সোনার দাম কমে দাঁড়িয়েছে ২৫ হাজার ৩৭৫ টাকা। বাড়ছে ডলারের দাম। পাল্লা দিয়ে কমছে সোনার দাম। মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হার বাড়াতে পারে এই আশায় ডলার কেনা শুরু হয়েছে। ডিসেম্বরে সুদের হার পুনর্মূল্যায়ন করবে বলে জানিয়েছে ফেডারেল রিজার্ভ ব্যাংক। সোনার বিকল্প বিশ্বস্ত বিনিয়োগের জায়গা ডলার। তাছাড়া, ভারতের বাজারেও স্বর্ণ ব্যবসায়ী এবং খুচরো ক্রেতাদের মধ্যে সোনার চাহিদা বেশ কিছুদিন ধরেই কমতির দিকে। এ সবের ফলেই কমছে সোনার দাম। কমেছে রুপার দামও। এক কিলো রুপোর বাটের দাম ১০০ টাকা কমে দাঁড়িয়েছে ৩৪ হাজার টাকা। তবে রুপোর মুদ্রার দাম একই আছে। ১০০টি মুদ্রা কিনলে দাম পড়বে ৪৮ হাজার টাকা। বিক্রি করলে দাম হবে ৪৯ হাজার টাকা।
- সূত্র : আজকাল
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment