Social Icons

Sunday, April 30, 2017

ব্রাজিলের সাও পাওলোর নাইটক্লাবে লাস্যময়ী বান্ধবী ব্রুনা মার্কুইজেনের সঙ্গে নেইমার ।


নেইমারের এখন সুসময়। দক্ষিণ আমেরিকা অঞ্চলের প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। নিজেও আছেন সেরা ফর্মে। তাইতো নেইমারের তো এখন 'ডাবল আনন্দের' সময়। এবার উদ্দাম নৈশজীবনে মাতলেন ব্রাজিলের বিস্ময় বালক। সাও পাওলোর নাইটক্লাবে সাম্বা স্টাইলেই নেচে পার্টিতে তিনি নিজেকে ভাসিয়ে দিলেন লাস্যময়ী বান্ধবী ব্রুনা মার্কুইজেনের সঙ্গে। যথারীতি সেই ছবি ছড়িয়ে পড়ল ইন্টারনেটে।
 
 
নেইমারের বান্ধবী ছাড়াও ব্রুনার অবশ্য ব্রাজিলে স্বতন্ত্র পরিচিতি রয়েছে। তিনি ব্রাজিলীয় জনপ্রিয় সোপ অপেরার পরিচিত মুখ। বেশ কয়েক বছর ধরেই তার সঙ্গে ডেটিং করছেন নেইমার। সাও পাওলোর নাইট ক্লাবে দুজনকেই পাওয়া গেল ফুরফুরে মেজাজে। মিউজিক পার্টিতে নেইমার হাজির হয়েছিলেন কালো টি-শার্ট এবং এক বান্দানা পরিহিত অবস্থায়। অন্যদিকে সুন্দরী বান্ধবী হাজির হয়েছিলেন হলুদ গাউনে। বান্ধবীর হাত ধরে নাচের সময়েই মাঝে মাঝেই ড্রিঙ্কসে গলা ভেজাচ্ছিলেন ব্রাজিলিয়ান তারকা।
 
  আয়োজক রাশিয়ার পরেই দ্বিতীয় দল হিসেবে ব্রাজিল বিশ্বকাপের মূলপর্বে জায়গা পেয়েছে। দেশের এমন সাফল্যের মুহূর্তে নেইমার যে পার্টির মেজাজে থাকবেন এটাই তো স্বাভাবিক।

 মিরর।

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার নাকি ব্রিটেনের মালিকানা ?


ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা আর্জেন্টিনার বলে জাতিসঙ্ঘ রায় দিয়েছে। তবে এ রায় প্রত্যাখ্যান করেছে ব্রিটেন। জাতিসঙ্ঘের এ সংক্রান্ত কমিশন নিছক একটি উপদেষ্টা সংস্থা বলে উল্লেখ করে ব্রিটেন বলেছে, এ কমিশনের সুপারিশ মেনে নেয়া বাধ্যতামূলক নয়। জাতিসঙ্ঘ কমিশনের রায়ের ফলে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের বিরোধ মীমাংসার সুরাহা হবে বলে মনে করা হচ্ছিল। 
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার পানিসীমার মধ্যে অবস্থিত বলে রায় দিয়েছে সংস্থাটি। ফকল্যান্ড নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘ দিন ধরেই বিরোধ চলে আসছে। আর্জেন্টিনার দাবি ওই দ্বীপপুঞ্জের মালিক তারা। অপর দিকে ব্রিটেনও একে নিজের বলে দাবি করছে। 



২০০৯ সালে আর্জেন্টিনার এক মামলার পরিপ্রেক্ষিতে এ রায় দেয় জাতিসঙ্ঘ। মহিসোপানটির সীমানা নির্ধারণ করে দেয়া এ রায়কে স্বাগত জানিয়েছে আর্জেন্টিনা। এ রায়ের মধ্য দিয়ে আর্জেন্টিনার মালিকানার দাবি সঠিক বলে প্রমাণিত হলো বলে মনে করছে দেশটি। ফকল্যান্ড আর্জেন্টিনার অন্তর্ভুক্ত হওয়ায় দণি আটলান্টিক সাগরে দেশটির ৩৫ শতাংশ এলাকা বেড়ে যাবে। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সুসান মালছরা রায়কে ‘ঐতিহাসিক’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘এটা আর্জেন্টিনার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ আমরা আমাদের মহিসোপানের বহিঃসীমা নির্ধারণে দীর্ঘ দিন ধরে চেষ্টা করে আসছি। এ রায় আবার নিশ্চিত করল, ফকল্যান্ডের প্রাকৃতিক সম্পদের অধিকার আমাদের।’ তবে এতে উদ্বেগ প্রকাশ করেছে ফকল্যান্ডের ব্রিটিশ সমর্থিত সরকার। তাদের ধারণা, এ রায়ের ফলে দ্বীপপুঞ্জের প্রাকৃতিক সম্পদের অধিকার হারাবে তারা। ফকল্যান্ডের আইন পরিষদের সভাপতি মাইক সামারস বলেন, ‘আমরা মনে করি, মহিসোপানটির বাস্তব দিকের কথা বিবেচনা করে জাতিসঙ্ঘ রায়টি দেয়নি।’ 
ফকল্যান্ড দ্বীপপুঞ্জের অবস্থান দণি আটলান্টিক মহাসাগরে। দীর্ঘদিন ব্রিটিশ শাসনাধীন থাকা ফকল্যান্ড দ্বীপপুঞ্জের আয়তন ১২ হাজার ১৭৩ বর্গকিলোমিটার। আর্জেন্টিনার মূল ভূখণ্ড থেকে এটি প্রায় ৪৮০ কিলোমিটার এবং যুক্তরাজ্য থেকে প্রায় ১৩ হাজার কিলোমিটার দূরে অবস্থিত। আর্জেন্টিনা উপকূলের কাছে অবস্থিত হওয়ায় উনিশ শতকের শুরু থেকেই এই দ্বীপগুলোকে নিজেদের বলে দাবি করে আসেছে আর্জেন্টিনা। এগুলিকে ‘মালবিনাস দ্বীপপুঞ্জ’ নামে ডাকে দেশটির অধিবাসীরা।
১৮৩৩ সালে এখানে ব্রিটিশদের বসতি ও নিয়ন্ত্রণ স্থাপিত হয়। তখন থেকেই যুক্তরাজ্য দ্বীপগুলোর ওপর আর্জেন্টিনার দাবি অগ্রাহ্য করতে থাকে। আশির দশকের দিকে ফকল্যান্ডকে কেন্দ্র করে ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। ১৯৮২ সালের ২ এপ্রিল এক সামরিক অভিযানের মাধ্যমে আর্জেন্টিনা ফকল্যান্ড দখল করে নিলে ব্রিটেনের সাথে দেশটির যুদ্ধ বেধে যায়। যুদ্ধে আর্জেন্টিনা ব্রিটেনের কাছে পরাজিত হয় এবং যুক্তরাজ্য দ্বীপটির ওপর তার কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করে। 
যুদ্ধ চলে ৭৪ দিন। এ যুদ্ধে আর্জেন্টিনার ৬৫৫ জন ও ব্রিটেনের ২৩৬ জন সেনা প্রাণ হারায়। ব্রিটিশ সেনারা দ্বীপটি দখলের পর ১০ হাজার আর্জেন্টিনীয়কে বন্দী করে। পরে অবশ্য তাদের ছেড়ে দেয়া হয়। আর্জেন্টিনা যুদ্ধে পরাজিত হলেও ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানার দাবি ত্যাগ করেনি।









অপরূপ রেইনফরেস্টে শোভিত দক্ষিণ আমেরিকার দেশ ফ্রেঞ্চ গায়ানা।


ইতিহাসের সবচেয়ে জঘন্য এক স্থান এই দ্বীপ। ১৮৫৪ সালে নেপোলিয়ন-৩ এখানে বন্দিশালা প্রতিষ্ঠা করেন। মোট চারটি বন্দীশালা ছিল এ দ্বীপে। এখানে প্রায় ৮০ হাজার ফরাসি নাগরিককে অন্তরীণ রাখা হয়। এই দ্বীপকে শুকনো গিলোটিন বলা হতো। ১৯৩৮ সালে বন্দিশালাগুলো বন্ধ করে দেওয়া হয়। প্রায় ৫০ হাজার বন্দীকে খুন করা হয় বন্দিশালাগুলোতে। এই দ্বীপে বন্দী ছিলেন হেনরি শ্যারিয়ার। ১৯৬৮ সালে লেখা তাঁর প্যাপিলন বইটি প্রকাশের পরপরই বিক্রির তালিকায় শীর্ষে স্থান করে নেয়। পরে এই বই থেকে সিনেমাও তৈরি হয়।
ফ্রান্সের অধীনের থাকা এই দেশটির আয়তন ৮৩,৫৩৪ বর্গকিমি এবং লোকসংখ্যা আড়াই লাখের মত। প্রতি বর্গকিলোমিটারে এখানে মাত্র তিনজন মানুষ বাস করে। দক্ষিণ আমেরিকায় অবস্থিত ফ্রান্সের এই উপনিবেশটি কিন্তু সুরিনামের প্রতিবেশী।

সুরিনাম দক্ষিণ আমেরিকার সবচেয়ে ছোট দেশ।


বাংলাদেশের মানুষের কাছে সুরিনাম দেশটি খুব বেশি পরিচিত নয়। আর হবেই বা কেন দক্ষিণ আমেরিকার এই দেশটি প্রতিবেশি ব্রাজিলের মত তো আর ফুটবল পরাশক্তি নয়। সুরিনাম দক্ষিণ আমেরিকার সবচেয়ে ছোট দেশ। তবে এর আয়তন কিন্তু বাংলাদেশের চেয়েও বেশি! ১৬৫,০০০ বর্গকিমি আয়তনের দেশ সুরিনামের জনসংখ্যা মাত্র  ৫৬৬,০০০! জনসংখ্যার ঘনত্ব হিসাব করলে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ২.৯ জন মানুষ বাস করে সুরিনামে। মূলত দক্ষিণ আমেরিকার আদিবাসীদের নিয়ে গঠিত এই দেশটির উত্তরে আটলান্টিক মহাসাগর আর দক্ষিণে পুরোটাই আমাজন জঙ্গল। সুরিনামের রাজধানীর নামটিও কিন্তু বেশ অদ্ভুত। বলা বাহুল্য দেশের অর্ধেক মানুষই বাস করে রাজধানী “পারামারিবো”তেই।

সুরিনামে গেলে দেখা মিলবে এরকম অনেকগুলো সমুদ্র সৈকতের যেখানে একদিকে আটলান্টিক আর অন্যদিকে আমাজন বন।

রূপের রানী জাফলং

অপরূপ রূপসী জাফলং এর নাম কে না শুনেছে? কিন্তু নিজের চোখে দেখা হয়ত হয়ে ওঠে নি অনেকেরই। সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় জাফলং এর অবস্থান। খাসিয়া-জৈন্তা পাহাড়ের কোলে জেগে থাকা অপূর্ব এই এলাকাটি শুধু পাহাড় নয়, সমৃদ্ধ ঘন সবুজ বনে।
 
নদীর সাথে পাহাড়ের হয়েছে যেখানে মিলন সৌন্দর্য সীমা ছাড়িয়েছে সেখানেই। মেঘালয়ের নদী ডাউকি পিয়াইন নামে বইছে জাফলং এর বুকে। সীমান্তের ওপারে ভারতের সুউচ্চ পাহাড়শ্রেণী, সেই পাহাড়ে পাহাড়ে ছটে চলা ঝর্ণা, পাহাড় চূড়ায় মেঘের লুকোচুরি খেলা আর এপারে হিমেল স্বচ্ছ জলের পিয়াইন নদী, জলের নিচে পাথরের বিছানা, সবুজ পাহাড়, অরণ্য আর কি চাই?
 
পাথর উত্তোলনের দৃশ্য। ছবি: সংগৃহীত
 
ঋতু যখন রঙ বদলায়, রঙ বদলায় জাফলং ও। বর্ষায় হয়ে ওঠে দূরন্ত কিশোরীর মতো চঞ্চল। ঝর্ণারা প্রাণ ফিরে পায়। তবে যারা পাহাড়ে ট্রেকিং করতে ভালোবাসেন তাদের একটু আফসোস হবে বৈকি। কারণ বেশিরভাগ ঝর্ণাই সীমান্তের ওপারে আর সেখানে যাওয়ার অনুমতি নেই আমাদের। ঝর্ণার জল না ছুঁয়ে এক তৃষ্ণার্ত চাতক হয়ে দেখতে হবে আপনাকে। কখনো ভরবে না মন, এও এক আনন্দ! শীতের রূপ ভিন্ন এখানে। কুয়াশা, মেঘে মাখামাখি দিন। কোথাও পাতা ঝরার গান, কোথাও বা কুয়াশা ভেদ করে উঠেছে সূর্য। বসন্ত থেকে গ্রীষ্ম নানান রঙের ফুলে আর নতুন পাতায় সেজে ওঠে পাহাড়, লোকালয়। তাই যে কোন ঋতুতেই আপনাকে মুগ্ধ করবে জাফলং।
 
দূরে ডাউকি ব্রিজ। ছবি: সংগৃহীত
 
কীভাবে যাবেন:
ঢাকা থেকে সিলেট যাওয়ার সরাসরি বাস রয়েছে। কিছুক্ষণ পর পরই ছাড়ে বাসগুলো। ফকিরাপুল, সায়েদাবাদ আর মহাখালী থেকে বাস পাবেন। ট্রেনে আসতে চাইলে কমলাপুর থেকে আসতে পারেন। প্রতিদিন সকাল সাড়ে ৬টা ৪০ মিনিটে পারাবত আর দুপুর ২টায় জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে যায় সিলেটের উদ্দেশ্যে। বুধবার ছাড়া প্রতিদিন রাত ৯টা ৫০ মিনিটে ছাড়ে উপবন এক্সপ্রেস।
 
ম্যাপে দেখে নিন জাফলং এর অবস্থান।
 
সিলেটের শিবগঞ্জ থেকে প্রতিঘন্টায় বাস ছাড়ে জাফলং এর উদ্দেশ্যে। খরচ কমাতে চাইলে সেই বাসে চেপে চলে যেতে পারেন জাফলং। আবার দল বড় হলে সিলেট থেকে মাইক্রো ভাড়া নিয়ে যেতে পারেন।
 
 
কোথায় থাকবেন:
জাফলং থেকে সন্ধ্যার মধ্যেই ফিরে আসুন সিলেট। সিলেটে ছোট বড় নানান মানের হোটেল আছে। পছন্দমত উঠতে পারেন। দরদাম করে নেবেন অবশ্যই।

চলচ্চিত্র পরিচালকদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন চিত্রনায়ক শাকিব খান।



চলচ্চিত্র পরিচালকদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন চিত্রনায়ক শাকিব খান। রোববার সন্ধ্যায় পরিচালক সমিতির অফিসে এসে দু:খ প্রকাশ করেন তিনি।
এর আগে শনিবার অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হন ‘সুপারস্টার’ শাকিব খান! শনিবার বিকেলে এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট কুশলীদের ১২ সংগঠন যৌথসভায় তার সঙ্গে কাজ না করার ঘোষণা দেয়।পরিচালক সমিতির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, যেহেতু চিত্রনায়ক শাকিব খান দেশের চলচ্চিত্র পরিচালকদের অসম্মান ও হেয় প্রতিপন্ন করে জাতীয় দৈনিকসহ বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। এখনো একই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন। সেজন্য চলচ্চিত্র সংশ্লিষ্ট কুশলীরা মনে করেন, শাকিব দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট কুশলীদের তুচ্ছজ্ঞান করেছেন। 
সভায় বলা হয়, পরিচালকদের অপমান করা মানে সব কুশলীদেরই অপমান করা। এ পরিস্থিতিতে সিদ্ধান্ত নেয়া হয়, এ সংগঠনের সদস্যরা অনির্দিষ্টকালের জন্য শাকিব খানের সঙ্গে কোনো ছবির শুটিং ও ডাবিংয়ের কাজে অংশগ্রহণ করবেন না।
চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার  বলেন, শাকিব তার ভুল বুঝতে পেরেছে। এজন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে। 
চলচ্চিত্র পরিচালক সমিতির সিদ্ধান্ত বদলেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সিদ্ধান্তের পরিবর্তন এখনো হয়নি। সোমবার পরিচালক সমিতির মিটিং দুপুর ১২টায়। এরপর নতুন সিদ্ধান্ত জানানো হবে।'

সেহরি ও ইফতারের সময়সূচি


গেলো বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে ১৪৩৮ হিজরির শাবান মাসের চাঁদ দেখা গেছে। ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, সব বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে পাওয়া তথ্যানুসারে এ খবরটি জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি। শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিনগত রাত) শবে বরাত পালিত হয়। ফলে আসছে ১১ মে দিনগত রাতই শবে বরাতের রাত।
শাবান মাস শেষেই শুরু হয় সিয়াম সাধনার পবিত্র মাস রমজান। চাঁদ দেখা সাপেক্ষে আসছে ২৮ মে রমজান শুরু হতে পারে।ইসলামিক ফাউন্ডেশন পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রণয়ন করেছে।
এ সময়সূচিতে সেহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবেহ সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্তের শুরু সুবেহ সাদিকের ৩ মিনিট পর ধরা হয়েছে।
সেহরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় ঠিক করা হয়েছে।



সৌদি আরবে ৪৬ জঙ্গি গ্রেপ্তার


সৌদি আরব জঙ্গি সন্দেহে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে।  গ্রেপ্তারকৃত ব্যক্তিরা গত বছরের জুলাইতে মদিনা শহরের পবিত্র মসজিদে নববির পাশে পুলিশের তল্লাশি চৌকির কাছে আত্মঘাতী হামলার সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক অনলাইন পত্রিকা আল জাজিরা জানিয়েছে,  পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী জেদ্দা থেকে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে বিদেশি  নাগরিকও রয়েছে।
গত বছরের ৪ জুলাইয়ের ওই হামলার ঘটনায় তখন কেউ দায় স্বীকার করেনি।  তবে কর্তৃপক্ষ ওই হামলার জন্য ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে  (আইএস)  দায়ী করে।
আইএস ২০১৪ সালের মাঝামাঝি থেকে  এ পর্যন্ত সৌদি আরবে অনেকগুলো হামলা চালিয়েছে।  এসব হামলায় বহু লোক হতাহত হয়।

যুক্তরাষ্ট্রে জলবায়ু চুক্তি ইস্যুতে হাজারো মানুষের বিক্ষোভ

প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র যাতে না সরে আসে সেই দাবিতে কয়েক হাজার মানুষ এখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের রাস্তায় প্রতিবাদ র‍্যালি করছে। এর আগে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় যে প্যারিস চুক্তি করা হয়েছিল সেটাকে প্রেসিডেন্ট ট্রাম্প 'ধাপ্পাবাজি' বলে উল্লেখ করেছিলেন।
 
তিনি প্রতিজ্ঞা করেছিলেন প্যারিস চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে আনবেন। প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল এমন এক সময়ে হচ্ছে যখন তিনি প্রেসিডেন্ট হিসেবে ১০০ দিনের উৎযাপন করছেন। প্রথমে আয়োজকরা পরিকল্পনা করেছিলেন তারা হোয়াইট হাউস ঘেরাও করবেন। কিন্তু ট্রাম্প সেখানে ছিলেন না। তার বিরুদ্ধে এই প্রতিবাদে অংশ নিয়েছে বিভিন্ন শ্রেণী-গোত্রের মানুষ।
 
সেখানে তরুণ,বৃদ্ধ, বৌদ্ধ ভিক্ষু থেকে শুরু করে নেটিভ আমেরিকানদের বিভিন্ন দলকে দেখা যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান বরাবরই অপছন্দের ছিল অ্যাকটিভিস্ট গ্রুপগুলোর। আয়োজকরা বলছে শুধুমাত্র ওয়াশিংটন ডিসিতেই তাই ১৫ হাজার মানুষ জড়ো করেছে। তারকদের মধ্যে লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর-এর এই র‍্যালিতে যোগ দেয়ার কথা রয়েছে।
 
প্রচণ্ড রোদ উপেক্ষা করে বিক্ষোভকারীরা প্ল্যাকার্ডে নানা ধরণের স্লোগান লিখে রাস্তায় দাড়িয়ে আছেন। গান করছেন অনেকে। গানের কথায় ট্রাম্পের নির্বাচনী স্লোগানকে ব্যঙ্গ করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প জলবায়ু পরিবর্তনের ইস্যুকে তার ভাষায় ধাপ্পাবাজি বলে উল্লেখ করেছিলেন।
 
আর তার ক্ষমতা গ্রহণের ১০০ দিনের মধ্যেও তিনি পরিবেশের বিষয়ে অনেক কাজ সম্পন্ন করতে পারেন নি। আয়োজকরা বলছেন এই র‍্যালি জলবায়ু বিষয়ে যে বিতর্ক রয়েছে সেটাকে আবারো সামনে নিয়ে আসবে একই সাথে। বিবিসি।

আইএসের কব্জা থেকে ৩৬ ইয়াজিদি মুক্ত

ইরাকে ইসলামিক স্টেট জঙ্গিদের হাতে প্রায় ৩ বছর ক্রীতদাস হিসেবে আটক হয়ে থাকা ৩৬ জন ইয়াজিদিকে মুক্ত করা হয়েছে। ইরাকে জাতিসংঘের কার্যালয় থেকে এ কথা জানানো হয়। 
 
জাতিসংঘের ধারণা, এখনো আইএসের হাতে প্রায় ১৫শ' নারী ও শিশু আটক আছে। মুক্ত করা ৩৬ জনের দলটির মধ্যে পুরুষ, মহিলা এবং শিশুরাও রয়েছে। তাদেরকে কুর্দিপ্রধান উত্তর ইরাকের ডোহুকে জাতিসংঘের একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। তবে ঠিক কোথায় তাদের আটকে রাখা হয়েছিল এবং কি ভাবেই বা মুক্ত করা হল, তা জানানো হয়নি।
 
ধারণা করা হচ্ছে, এখনো যে ইয়াজিদিরা আটক আছেন তাদের উদ্ধারকাজে সমস্যা হতে পারে এই আশংকা থেকেই সম্ভবত এই উদ্ধার অভিযানের বিস্তারিত বিবরণ জানানো হয় নি। ইরাকে ২০১৪ সালে যখন আই এস দেশটির বিস্তীর্ণ এলাকা দখল করে নেয় তখন তারা সংখ্যালঘু ইয়াজিদি ধর্মীয় সম্প্রদায়ের বহু লোককে হত্যা এবং বন্দী করে। এদের দাস হিসেবে ব্যবহার করা হয়, এবং যৌন নির্যাতনও চালানো হয় বলে সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে।

 বিবিসি।

আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা সংগ্রামের গৌরবময় দিন।


 ফটো তুলেছেন আমাদের ঢাকা প্রতিনিধি নুর হুসাইন-----

আজ পহেলা মে। মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা সংগ্রামের গৌরবময় দিন।  ১৮৮৬ সালের এই দিনে শ্রমিকরা আট ঘণ্টা কাজের অধিকারের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছিলেন। শিকাগোর হে মার্কেটের সামনে বিশাল শ্রমিক জমায়েত ও বিক্ষোভে পুলিশের গুলিতে প্রাণ হারান ১১ জন। এর পরপরই হে মার্কেটের ওই শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। গড়ে ওঠে শ্রমিক-জনতার বৃহত্তর ঐক্য। অবশেষে তীব্র আন্দোলনের মুখে শ্রমিকদের দৈনিক আট ঘণ্টা কাজের দাবি মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার।


অধিকার আদায়ে শ্রমিকদের আত্মত্যাগের স্মরণে ১৮৮৯ সালে প্যারিসে অনুষ্ঠিত ২য় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে দিনটিকে ‘মে দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় বিশ্বের সব দেশেই আজ পালিত হচ্ছে দিবসটি। ১৯৭২ সালে   বাংলাদেশে বিপুল উদ্দীপনা নিয়ে মে দিবস পালিত হয়। ওই বছরই সদ্য স্বাধীন দেশে পহেলা মে সরকারি ছুটি ঘোষণা করা হয়। প্রতিবারের ন্যায় এবারও রাষ্ট্রীয়ভাবে মে দিবস পালন উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আজ সরকারি ছুটির দিন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও শ্রমিক অধিকার সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে আজ। দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সাম্বার দেশ ব্রাজিলে বসছে ২০১৯ কোপা আমেরিকা


ক্রীড়াঙ্গনে একটির পর একটি টুর্নামেন্ট আয়োজন করেই চলেছে ব্রাজিল। ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ সফলভাবে আয়োজনের পর ২০১৬ সালেই পৃথিবীর সবথেকে বড় ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিকেরও আয়োজন করছে ব্রাজিল। এবার সে তালিকায় যুক্ত হলো কোপা আমেরিকাও। ২০১৯ সালের কোপা আমেরিকার আসর বসছে সাম্বার দেশ ব্রাজিলে।

ল্যাটিন আমেরিকার ফুটবল সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গুয়েজ ব্রাজিলের আয়োজন করার খবর নিশ্চিত করেছেন। ২০১৫ সালের কোপা আমেরিকাও ব্রাজিলের আয়োজন করার কথা ছিল কিন্তু ২০১৩ সালের ফিফা কনফেডারেশন্স কাপ এবং ২০১৪ সালেই বিশ্বকাপ আয়োজন করায় পরপর তিনটি বড় টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রস্তুত ছিল না নেইমারের ব্রাজিল। যে কারণেই ব্রাজিল থেকে সরিয়ে চিলিতে নেওয়া হয় কোপা আমেরিকা।

 এক বিবৃতিতে সভাপতি বলেন, ‘আমেরিকা স্বাগতিক দেশ হিসেবে দারুণ। চিলি গতবছর সুন্দরভাবে আয়োজন করেছিল এবং ব্রাজিল ২০১৯ সালে আয়োজন করবে। মানুষ এই টুর্নামেন্টকে উপভোগ করছে। আশা করি ফুটবলের মান এবং দর্শক সমাগম দিনদিন বৃদ্ধি পাবে।’
২০১৯ সালের আগে ৪ বার কোপা আমেরিকা আয়োজন করে ৪ বারই চ্যাম্পিয়ন হওয়ার দারুণ রেকর্ড রয়েছে ব্রাজিলের। ১৯১৯, ১৯২২, ১৯৪৯ এবং ১৯৮৯ সালে স্বাগতিক দেশ হিসেবে কোপা আমেরিকা জিতেছিল ব্রাজিল।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র আতঙ্কে জাপানে মেট্রো স্টেশন বন্ধ

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্রেরে প্রতিযোগিতা তুঙ্গে। আর এ ভয়ানক প্রতিযোগিতায় আতঙ্কিত জাপান, দক্ষিণ কোরিয়াসহ গোটা বিশ্ব। কিন্তু ঐতিহাসিকভাবে টোকিওর আন্ডারগ্রাউন্ড মেট্রো রেলস্টেশন পরিষেবা বেশ খানিকক্ষণ বন্ধ থাকল শনিবার। উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রের আতঙ্কেই এদিন প্রায় ১০ মিনিট বন্ধ থাকে মেট্রো পরিষেবা।
টোকিও মেট্রো কর্মকার্তা হিরোশি তাকিজাওয়া জানিয়েছেন, সাময়িকভাবে মেট্রো পরিষেবা বন্ধ থাকায় প্রায় ১৩ হাজার যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন। এদিন সকাল ৬টা ০৭ মিনিট থেকে ৬টা ১৭ মিনিট পর্যন্ত মেট্রো পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পরে জানা যায় যে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি জাপানকে লক্ষ্য করে ছোড়া হয়নি। তখন ফের স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা।
তাকিজাওয়া আরো জানিয়েছেন, এর আগে ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে জাপানের মেট্রো পরিষেবা কখনও বন্ধ হয়নি। বড়সড় কোনও ভূমিকম্পের জন্য কখনও কখনও ট্রেন পরিষেবা বন্ধ থেকেছে কিন্তু হামলার ভয়ে এই প্রথম।
শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটা নাগাদ উত্তর কোরিয়া ফের একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। এই ঘটনায় বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পিয়ংইয়ংয়ের এই পদক্ষেপকে চীনের প্রতি অসম্মান বলে মন্তব্য করেছেন। এই মুহূর্তে উত্তর কোরিয়ার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু চীন। জাপান সরকারের মুখপাত্র জানিয়েছেন, ওই ক্ষেপণাস্ত্রটি ৫০ কিলোমিটারের বেশি যাত্রা করতে পারেনি।
সূত্র: আশাহি শিম্বুন

হঠাৎ দেশে ফিরছেন মাশরাফি


ইংল্যান্ডের ক্যাম্প ছেড়ে হঠাৎদেশে ফিরছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। তবে কোনো ইনজুরির কারণে নয়, মাশরাফির স্ত্রী অসুস্থ হয়ে পড়ায় দেশে ফিরছেন তিনি। ইতোমধ্যে দেশের পথে রওনাও হয়েছেন তিনি। আজ রবিবার বিকালেই তাঁর ঢাকায় পৌঁছানোর কথা ছিল। তবে ফ্লাইট দেরি করায় রবিবার দিবাগত রাত ১১টার পর দেশে ফিরবেন টাইগার দলপতি।
একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেলেও মাশরাফির দেশে ফেরার ব্যাপারে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বিসিবি।
জানা গেছে, মাশরাফির স্ত্রী সুমি অসুস্থ। গতকাল শনিবার সকালে হঠাৎ করেই তিনি অজ্ঞান হয়ে পড়েন বলে জানা গেছে। বর্তমানে মোহাম্মদপুরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে। তবে শুধু স্ত্রী সুমিই-ই নন, এই মুহূর্তে অসুস্থ মাশরাফির ছেলে সাহিল মুর্তজাও।  
আগামী ১২-২৪ মে আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ ও ১-১৮ জুন ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে গত বুধবার দিবাগত রাতে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। পুরোদমে সেখানে অনুশীলন চালিয়ে যাচ্ছে টাইগাররা। জানা গেছে, সাসেক্সের কন্ডিশনিং ক্যাম্প ছেড়ে কয়েক দিনের জন্য দেশে ফিরছেন মাশরাফি।

গৃহবধূর ছবি দিয়ে পর্ন ভিডিও ছড়াল প্রতিবেশী!

কুপ্রস্তাবে সাড়া না দেয়ায় প্রতিশোধ নিতে এক গৃহবধূর ছবি বিকৃত করে পর্ন ভিডিও তৈরি করে তা ছড়িয়ে দিয়েছেন তারই দুই প্রতিবেশী যুবক। ফলে লজ্জায় বাড়ির বাইরে যেতে পারছেন না ওই নারী। তার দুই সন্তানের স্কুলে যাওয়ায় বন্ধ হয়ে গেছে।

ভারতের বারুইপুর থানায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বারুইপুর থানা, লালবাজার সাইবার ক্রাইম এবং মহিলা কমিশনে ওই দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই নারী।

ওই নারী জানান, গত বছরের অক্টোবরে গ্যাসের সংযোগ দেয়ার কথা বলে ওই দুই যুবক তার ছবি নেন। পরে তারা ওই নারীর সঙ্গে বন্ধুত্ব গড়ার চেষ্টা করেন। তবে ওই নারী তাদেরকে পাত্তা দেননি। এক পর্যায়ে তাকে সরাসরি শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয় তারা। সেই প্রস্তাব নাকচ করে দেন। এরপরই তার ছবি পর্ন ভিডিওর সঙ্গে জোড়া লাগিয়ে তা ইন্টারনেটে ছড়িয়ে দেন ওই দুই যুবক।

এরপরই তিনি ওই দুই যুবকের নামে থানায় অভিযোগ দায়ের করেন। কুপ্রস্তাবে সাড়া না দেয়ায় প্রতিশোধ নিতেই তারা এই ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান।

রান্নার গ্যাস সংযোগ চালু করার জন্য যে ছবি দুই যুবককে দিয়েছিলেন তিনি, সেটা বিকৃত করেই ওই পর্ন ভিডিওটি তৈরি করা হয়েছে বলে তার অভিযোগ।

ওই পর্ন ভিডিও ছড়িয়ে পড়াতে অস্বস্তিতে পড়েছেন তিনি। গ্রামে রটে যায় যে তিনি পর্ন ছবিতে অভিনয় করেন। তাই বাড়ি থেকে বেরোলেই প্রতিবেশীরা বাঁকা চোখে তাকাচ্ছেন।

এই ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।

'দেহব্যবসা চালাচ্ছেন নারী এমপি'

খোদ জনতা ভবনে দেহব্যবসা চালাচ্ছেন বিজেপির নারী সংসদ সদস্য। নিজের ফেসবুকে এমনই বিতর্কিত একটি পোস্ট করেন অসম পুলিশের রিজার্ভ ব্যাটেলিয়নের ডিএসপি অঞ্জন বরা। পরে শনিবার সিআইডি তাকে গ্রেফতার করেছে। 
  
২৫ এপ্রিল অঞ্জন বরা ফেসবুকে লেখেন, 'অসম সচিবালয় জনতা ভবনে নিজের কক্ষে নির্লজ্জ দেহব্যবসা চালাচ্ছেন বিজেপির এক বিধায়িকা। প্রতি তিন ঘণ্টার জন্য নিচ্ছেন এক লাখ টাকা। রমরমিয়ে চলছে ওই ব্যবসা। ওই বিধায়িকার পদবি কিন্তু চক্রবর্তী নয়।' 
  
বিজেপির দুই নারী এমপির একজন বিজয়া চক্রবর্তীর মেয়ে সুমন হরিপ্রিয়া, অন্যজন অভিনেত্রী আঙুরলতা। 
  
এমন পোস্টের পরে রাজ্যজুড়ে নিন্দা শুরু হয়। ফের অঞ্জন বরা ফেসবুকে লেখেন, তিনি সঠিক জেনেই সব বলেছেন। 
  
ডিজিপি মুকেশ সহায় সিআইডিকে অঞ্জন বরার বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দেন। এরপর শনিবার অঞ্জন বরাকে গ্রেফতার করা হয়। তাকে বরখাস্ত করা হয়েছে। 
  
এর আগেও ইসলাম ধর্মাবলম্বীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বরখাস্ত হয়েছিলেন ডিএসপি অঞ্জন বরা। 
  
দেহব্যবসার মন্তব্যের আগের দিনেও বরা লিখেছিলেন, সংবিধান সংশোধন করে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা দরকার। তার সব মন্তব্যের শেষেই হিন্দুত্বের স্লোগান থাকে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ইয়েমেনে ড্রোন হামলায় সন্দেহভাজন ৫ আল কায়েদা জঙ্গি নিহত

ইয়েমেনে আল কায়েদা শাখার সন্দেহভাজন পাঁচ সদস্য নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রবিবার রাজধানী সানার পূর্বে এক মার্কিন ড্রোন হামলায় তারা প্রাণ হারায়।
 
নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা বলেন, সকালে মধ্য মারিব প্রদেশে একটি গাড়ী লক্ষ্য করে এ হামলা চালানো হয়। বাইদা প্রদেশের ইয়াকলা থেকে গাড়িটি অস্ত্র পরিবহন করছিল। তিনি বলেন গাড়িটি ইয়েমেনে আরব উপদ্বীপের আল কায়েদার স্থানীয় একজন পরিচিত নেতার। 
 
এদিকে রবিবারের হামলার ২৪ ঘণ্টা আগে দক্ষিণ শাবওয়া প্রদেশে একই ধরণের হামলা চালানো হয়। এতে সন্দেহভাজন তিন আল-কায়দা সদস্য নিহত হয়। এএফপি।

কিউবায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৮

কিউবার পশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে আট জন নিহত হয়েছে। সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দুই ইঞ্জিন বিশিষ্ট অ্যান্টোনোভ এএন-২৬ নামের বিমানটি আর্টেমিসা প্রদেশে বিধ্বস্ত হয়। 
 
কিউবার রাজধানী হাভানার বাইরে প্লেয়া বারাসোয়া থেকে বিমানটি উড়ে যায়। বিধ্বস্তের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ব্যাপারে একটি তদন্ত শুরু হয়েছে। হাভানা থেকে প্রায় ৮০কিলোমিটার পশ্চিমে লোমা ডে লা পিমিয়েন্তা পর্বতে দুর্ঘটনাটি ঘটে। সশস্ত্র বাহিনী মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘এই দুর্ঘটনায় ক্রুসহ ৮ সামরিক সদস্য নিহত হয়েছে। এএফপি।

ইরানি টিভি চ্যানেল মালিককে ইস্তাম্বুলে গুলি করে হত্যা

ইরানি টিভি চ্যানেল জেম টিভির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাঈদ কারিমিয়ানকে তুরস্কের ইস্তাম্বুলে গুলি করে হত্যা করা হয়েছে। একই ঘটনায় তার কুয়েতি ব্যবসায়ী অংশীদারও নিহত হয়েছেন।
 
ইস্তাম্বুলের মাসলাক এলাকায় কারিমিয়ানকে গুলি করে হত্যা করা হয়। যে গাড়িটি ব্যবহার করে তাকে হত্যা করা হয়েছে সে গাড়িটিও পরে পোড়ানো অবস্থায় পাওয়া গেছে। ইরানের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানোর অভিযোগে কারিমিয়ানের অনুপস্থিতিতে তাকে তেহরানের আদালত ছয় বছরের কারাদণ্ড প্রদান করে।
 
মুখোশপরা বন্দুকধারীরা শনিবার সন্ধ্যায় তাকে ও তার ব্যবসায়িক অংশীদারকে গুলি করে। কারিমিয়ান ঘটনাস্থলেই নিহত হন, তার অংশীদার মারা যান হাসপাতালে। জেম টিভি বিদেশি ও পাশ্চাত্যের বিভিন্ন শো ফার্সি ভাষায় ডাবিং করে ইরানে প্রচার করতো। ইরানে ইসলামি মূল্যবোধ বিরোধী প্রচারণার অভিযোগ রয়েছে জেম টিভির বিরুদ্ধে। বিবিসি।

হাওরাঞ্চলে কেউ না খেয়ে থাকবে না: প্রধানমন্ত্রী

সুনামগঞ্জের হাওরাঞ্চল পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'আগামী ফসল ঘরে না উঠা পর্যন্ত একটি মানুষও না খেয়ে থাকবেনা। এ ব্যাপারে আমরা অত্যন্ত সজাগ।'
 
তিনি বলেন, 'আমাদের হাতে প্রচুর খাদ্য মওজুদ রয়েছে। আমরা দুর্গত মানুষের পাশে আছি। যতদিন প্রয়োজন, ততদিন ভিজিএফ সহ সরকারি সহায়তা অব্যাহত থাকবে। তবে ভিক্ষা করে খাদ্য আনবো না। প্রয়োজনে খাদ্য আমদানি করবো।'
 
রবিবার জেলার শাল্লা উপজেলার সাহেদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী আরও বলেন, 'ভিজিএফ কর্মসূচী ইউনিয়ন পর্যন্ত পৌছার ব্যবস্থা করা হচ্ছে। আগামী ফসলের জন্য কৃষকদের সার, বীজ, কৃষি উপকরণ বিনা মূল্যে বিতরণ করবো। ইতিমধ্যে কৃষি ঋণের সুদ অর্ধেক মওকুফ করা হয়েছে।' তিনি এনজিওদের উদ্দেশ্যে বলেন, 'তারা যেন দুর্গতদের ঋণের টাকার জন্য চাপ না দেয়।'
 
'প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে' উল্লেখ করে শেখ হাসিনা বলেন, 'প্রকৃতিকে ব্যবহার করতে হবে। দুর্যোগের সঙ্গে যুদ্ধ করে বাচতে হবে। হাওর রক্ষা বাধ নির্মাণে গাফিলতি প্রমাণ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।'
 
প্রধানমন্ত্রী রবিবার সকালে হেলিকপ্টার যোগে শাল্লা সহ পার্শ্ববর্তী ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শন করেন। এসময় তার সফর সঙ্গী হিসাবে ছিলেন, 'কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া ও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুল আলম হানিফ।'
 
সকাল ১০টা ৫মিনিটে বিশাল ছায়ার হাওরের পাশে স্কুলমাঠে হেলিকপ্টার অবতরণ করলে তাকে পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, অর্থ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, ড. জয়া সেন এমপি, সংরক্ষিত আসনের এমপি শাহানা রব্বানী, পীর ফজলুর রহমান এমপি, সিলেটের বিভাগীয় কমিশনার ড.নাজমুনারা খানুম, সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম স্বাগত জানান।

Saturday, April 29, 2017

স্বামী মারা যাওয়ার পর স্ত্রীর অলংকার পরিধানের বিধান

কোন নারীর স্বামী মারা গেলে তার জন্য কি অলংকার পরা জায়েজ আছে? বিভিন্ন এলাকাতে এই সব নিয়ে বিভিন্ন কথার প্রচলন আছে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা- অবশ্যই এ সম্পর্কে ইসলামের দিক-নির্দেশনা রয়েছে।
কোনো নারীর স্বামী মারা গেলে তাকে চার মাস দশ দিন অথবা গর্ভবতী হলে বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত ইদ্দত পালন করতে হয়, এটা ইসলামের বিধান। এই সময়ে সৌন্দয্য প্রকাশক বা সৌন্দয্য বর্ধক কোনো কিছু ব্যবহার করা যাবে না। এমন কি নাক ফুলও ব্যবহার করতে পারবে না এবং চুল না আচড়ানোও উত্তম।
তবে বেশি খারাপ লাগলে এলোমেলো চুল ঠিক করতে পারবে। শরীআত কর্তৃক নির্ধরিত এই সময় পার হলে আগের মত সৌন্দয্য প্রকাশক বা সৌন্দয্য বর্ধক সব কিছু ব্যবহার করতে পারবে। [ফাতাওয়া আলমগীরী ২-৫৩৩]

শাকিবকে নিয়ে শুটিং করায় নিষিদ্ধ পরিচালক রনি

শাকিব খানকে নিয়ে ছবি না করার নোটিশ পাঠানোর পরও তাকে নিয়ে শুটিং করেছেন পরিচালক শামীম আহমেদ রনি। সমিতির আদেশ অমান্য করায় তার সদস্য পদ বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ (শনিবার) বিকেল ৫টায় এফডিসিতে অবস্থিত চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এ সময় এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদউল আলম খোকন, যুগ্ম মহাসচিব শাহীন সুমনসহ চলচ্চিত্র গ্রাহক সংস্থা, ফিল্ম এডিটরস গিল্ড, ফাইট ডিরেক্টর অ্যাসোসিয়েশন, নৃত্য পরিচালক সমিতি, স্থিরচিত্র গ্রাহক সমিতি ও চলচ্চিত্র সংশ্লিষ্ট আরও অনেক সংগঠন।
কমিটি না থাকায় সংবাদ সম্মেলনে ডাকা হয়নি শিল্পী সমিতি ও প্রযোজক সমিতিকে। তবে ব্যক্তিগতভাবে মতামত গ্রহণ করা হয়েছে সমিতি দুটির নেতৃবৃন্দদের সঙ্গে; জানালেন বদউল আলম খোকন।
প্রেস বিজ্ঞপ্তিতে শামীম আহমেদ রনিকে উদ্দেশ্য করে বলা হয়, সম্প্রতি অভিনেতা শাকিব খান কর্তৃক ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে পরিচালকদের হেয় প্রতিপন্ন করে উক্তি করায় শাকিব খানকে দোষী সাব্যস্ত করা হয়। উদ্ভূত পরিস্থিতির সম্মানজনক সুরাহা না হওয়া পর্যন্ত আপনাকে শাকিব খান সম্পৃক্ত কোনো কাজ না করার জন্য পত্রের মাধ্যমে বিশেষভাবে অনুরোধ করা হয়। কিন্তু আপনি সমিতির সিদ্ধান্তকে নূন্যতম সম্মান না দেখিয়ে আপনার চলচ্চিত্র নির্মাণের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যা সমিতির নিয়মনীতির সুস্পষ্ট লঙ্ঘন।
এখানে আরও উল্লেখ্য, ইতিপূর্বে সমিতি কর্তৃক রনিকে ‘রংবাজ’ নামক যে ছবির সনদপত্র প্রদান করা হয় তাতে উল্লেখ করা হয়েছে বিদেশি শিল্পী ব্যবহারের ক্ষেত্রে সরকারি নিয়মনীতি যেন অবশ্যই মেনে চলা হয়। কিন্তু রনি সেই নিয়মনীতির বরখেলাফ করে অনুমতি ছাড়া ভারত থেকে শিল্পী এনে আপনার ‘রংবাজ’ ছবিতে অভিনয় করিয়েছেন যা কোনোভাবেই কাম্য ছিল না।
এমতাবস্থায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি মনে করে, রনি সমিতির গঠনতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই কার্যনির্বাহী পরিষদ গঠনতন্ত্র এর ৫ (ক) ধারা বলে শামীম আহমেদ রনির সদস্যপদ বাতিল ঘোষণা করেছে।
এই মর্মে একটি লিখিতপত্র রনিকে পাঠানো হয়েছে। এটা প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নিজস্ব পরিচয়পত্র এবং বিএফডিসির গেট পাস সমিতির কার্যালয়ে জমা দিতে হবে রনিকে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যে লক্ষণে বুঝবেন আপনার সঙ্গী পরকীয়ায় জড়িয়েছেন!

যেকোনো সম্পর্কের প্রথম আর প্রধান শর্ত হলো সম্পর্কে সৎ থাকা এবং সঙ্গীর বিশ্বাস ধরে রাখা। কিন্তু অনেক সময়ই এই বিশ্বাস ভেঙ্গে অন্য কারো প্রতি আকৃষ্ট হতে দেখা যায় নারী বা পুরুষ উভয়কেই। পরকীয়া বা স্ত্রীকে লুকিয়ে বিবাহবহির্ভূত সম্পর্ক চালিয়ে যাওয়ার অভ্যেস নতুন নয়। শুধু যে পুরুষই পরকীয়া করেন তা নয়, অনেক সময় এর উল্টোটাও ঘটে।
বিশেষ করে ইন্টারনেট ও স্মার্টফোনের এই যুগে একটি সুখের দাম্পত্যে জীবনে তৃতীয় ব্যক্তি প্রবেশ করছে অতি সহজেই। স্বামী বা স্ত্রী যদি কেউ অন্য কারো প্রতি আসক্ত হয় তাহলে যতই লুকনোর চেষ্টা চলুক না কেন কিছু লক্ষণে তা প্রকাশ পায়। মনোবিজ্ঞানীরা সে রকম কয়েকটি লক্ষণ চিহ্নিত করেছেন। আজ পাঠকদের জন্য সেগুলোই তুলে ধরা হলো –
# স্বামী বা স্ত্রী উভয়ের কেউ পরকীয়ায় আসক্ত থাকলে প্রথমেই ব্যপারটি জানিয়ে দেয় ফোন। দীর্ঘক্ষণ মোবাইল নিয়ে কাটানো, যেখানে যাচ্ছে সঙ্গে ফোনটি নিয়ে রাখছে। এমনকী পারলে বাথরুমেও নিতে চায় ফোন। পার্টনারের সঙ্গে ফোনের পাসওয়ার্ড শেয়ার না করতে চাওয়া।
# একটা মিথ্যে কথা ঢাকতে হলে একগুচ্ছ মিথ্যের আশ্রয় নিতে হয়। সে রকমই সঙ্গী বা সঙ্গিনী যদি একটা তুচ্ছ প্রশ্নের উত্তরে একগুচ্ছ বাহানা দিয়ে কথা বলতে শুরু করেন। তাহলে বোঝা যায় তিনি কিছু ঢাকতে চাইছেন।
# নানা অছিলায় একটা ঘরে একসঙ্গে সময় কাটানো এড়িয়ে যাওয়া। সঙ্গীর থেকে নিজেকে দূরে রাখা এবং একা থাকতে ভালোবাসা।
# মেসেজ চটজলদি ডিলিট করে দেয়ার প্রবণতা এবং ইনবক্স শুন্য রাখার প্রবণতা।
# কোনো একটি পোশাক তিনি আগে পছন্দ করতেন না। হঠাত্‍‌ সেই পোশাকটিই প্রিয় হয়ে যাওয়া।

সৌদি আরবে গাড়িচাপায় বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা মোহাম্মদ নাছির। ছবি : সংগৃহীত
সৌদি আরবের খামিস মোশাইদের অদূরে তানদাহা নামক স্থানে গাড়িচাপায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত  মোহাম্মদ নাছির চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন হারুয়াল ছড়ি গ্রামের মরহুম আবুল হোসেনের ছোট ছেলে। নাছিরের লাশ এখনো খামিস মোশাইদের কেন্দ্রীয় হাসপাতালের মর্গে রয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, নাছির গত ২৫ এপ্রিল রাতে কাজ শেষ করেন। খামিস মোশাইদে তাঁর আপন বড় ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য রাত ৮টার দিকে তিনি তানদাহে অবস্থিত পেট্রলপাম্পের পাশে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান নাছির। তখন এশার নামাজের সময় হওয়ায় জনসাধারণ রাস্তায় কম থাকায় গাড়িটি পালিয়ে যায়।
নাছিরের ভাই মোহাম্মদ মুছা বলেন, চার ভাই ও তিন বোনের মধ্যে নাছির ভাইদের মধ্যে সবার ছোট। জীবিকার তাগিদে নয় বছর আগে তিনি সৌদি আরবে আসেন। বিভিন্ন জটিলতার কারণে তাঁর আর দেশে যাওয়া হয়নি। আগামী রমজান মাসে তাঁর দেশে গিয়ে বিয়ে করার কথা ছিল।
মুছা ও তাঁর ফুপাতো ভাই মোহাম্মদ ইউসুফ জানান, নাছিরের মৃতদেহ দেশে নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করা হচ্ছে। খুব শিগগির সব কাগজ সম্পন্ন করে লাশ বাংলাদেশে তাঁর পরিবারের কাছে পাঠানো হবে।
এদিকে নাছিরের মৃত্যুর খবর গ্রামের বাড়ি ফটিকছড়ির ভুজপুরে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে।

জেল হতে পারে শিল্পা শেঠী ও তার স্বামীর!

ব্যবসা প্রতিষ্ঠান খুলে প্রতারণার অভিযোগে বলিউড তারকা শিল্পা শেঠী এবং তার স্বামী রাজ কুন্দ্রা বিরুদ্ধে মামলা দায়ের করছেন রবি ভলোতিয়া নামের এক ব্যক্তি। শিল্পা ও তার স্বামীর শপিং চ্যানেল ‘বেস্ট ডিল টিভি’ এর মাধ্যমে তিনি প্রতারিত হয়েছেন অভিযোগ এনে গতকাল বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি থানায় তিনি মামলা দায়ের করেন।
জানা গেছে, শপিং চ্যানেলটির ৬৪ শতাংশ মালিকানা শিল্পা এবং রাজের। এই প্রতিষ্ঠানের মাধ্যমেই তারা প্রতারণা করেছেন বলে অভিযোগ করেছেন রবি। তার দাবি, শিল্পা ও রাজ তার হয়ে ক্রেতাদের কাছ থেকে ২৪ লাখ রুপি নিয়েছেন কিন্তু সেটা আর ফেরত দেননি।
অভিযোগে আরও বলা হয়েছে, ২০১৫ সালের মে মাসে শিল্পা ও রাজ কুন্দ্রার মতো তারকাদের দেখে ভরসা পেয়েই প্রতিষ্ঠানটির সাবেক চিফ এক্সিকিউটিভ গৌরব গর্গ বেস্ট ডিল টিভির সঙ্গে ভালোতিয়াকে চুক্তি করতে বলেন। এরপর প্রতিষ্ঠানটির পরিচালকদের সঙ্গে দেখা করে তিনি ব্যবসা শুরু করেন। প্রাথমিকভাবে পণ্য বিক্রির জন্য ঠিকঠাক অর্থ পাচ্ছিলেন। কিন্তু সমস্যা দেখা দেয় গত বছর থেকে।
টেক্সটাইল এক্সপোর্ট কোম্পানির মালিক রবি ভালোতিয়া দাবি করেছেন, ২০১৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর এসে তার প্রাপ্য অর্থ দেয়নি প্রতিষ্ঠানটি। এই অর্থের পরিমাণ ২৪ লক্ষ ১২ হাজার রুপি। অভিযোগ প্রমাণিত হলে জেলে যাওয়া লাগতে পারে বলিউডের এই তারকা জুটির!

মুসলিমদের কথা না ভেবে বরং হিন্দু নারীদের করুণ দশার দিকে নজর দিন: কামরুজ্জামান

ভারতের পশ্চিমবঙ্গের ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজামান বিজেপি নেতা সুব্রমনিয়াম স্বামীর উদ্দেশে বলেছেন, ‘মুসলিম নারীদের কথা না ভেবে স্বামী বরং হিন্দু নারীদের করুণ দশার দিকে নজর দিন।’ ইসলাম ধর্মে নারীর অবস্থান সম্পর্কে বিরূপ মন্তব্য করায় আজ (শনিবার) তিনি ওই মন্তব্য করেন।
বিজেপি’র সিনিয়র এমপি সুব্রমনিয়াম স্বামী আজ বলেন, ‘ইসলাম ধর্মে নারীদের তৃতীয় শ্রেণির মর্যাদা দেয়া হয়েছে। তিন তালাক এবং চার বিবি রাখার প্রথা এর বাস্তব উদাহরণ।’
তিনি আরো বলেন, ‘ইসলাম ধর্মে পুরুষদের নারীদের উপরে অত্যাচারের অনুমতি দেয়া হয়েছে। মাওলানারা ওই তথ্যকে আড়াল করতে পারেন কিন্তু ইসলাম ধর্মে এটাই বাস্তব।’
স্বামীর মন্তব্যের সমালোচনা করে আজ (শনিবার) সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজামান রেডিও তেহরানকে বলেন, ‘মি. স্বামী ইসলাম ধর্মে সমালোচনা করার আগে নিজের সমাজটাকে আয়নায় দেখে একবার মিলিয়ে নিন। ইসলাম ধর্মের সমালোচনা করার আগে তাদের যথাযথভাবে ইসলামকে জানা প্রয়োজন। ইসলাম ধর্মই সর্বপ্রথম নারীদের পুরুষদের সমান অধিকার দিয়েছে। তাদের সমাজে যে সতীদাহ প্রথা এবং বিধবাবিবাহ প্রচলন বন্ধ ছিল ইসলাম ধর্মে অতীতে বা বর্তমানে পৃথিবীর কোথাও নেই।’
তিনি বলেন, ‘নিজেদের সমাজ সংস্কার না করে তারা কথায় কথায় রাজনৈতিক ফায়দা তোলার নাম করে ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে যে রটনা চালাচ্ছেন তা কোনোভাবেই ভদ্রতার নমুনা নয়। বরং হিন্দু বৃদ্ধ-বৃদ্ধা বাবা-মায়েদের বিরুদ্ধে যে জুলুম হচ্ছে তারা সেই অত্যাচার বন্ধ করার জন্য রাজা রামমোহনের ন্যায় ভূমিকা পালন করলে সমাজ তাদের কাছে কৃতার্থ থাকবে।’ এ প্রসঙ্গে তিনি বৃদ্ধ বাবা-মায়েদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়ার কথা উল্লেখ করেন।
তিনি বলেন, ‘ইসলামের দিকে অভিযোগের আঙুল তোলা মানে চাঁদের দিকে মুখ করে থুথু ফেলা, যে থুতুটা স্বামীর মুখের দিকেই পড়বে সেটা ভেবেই যেন স্বামী ইসলামের দিকে অভিযোগের আঙুল তোলেন।’

পৃথিবীর সব নারীকে হিজাব পরা উচিৎ : অস্ট্রিয়ার প্রেসিডেন্ট


পৃথিবীর সব নারীকেই বছরে অন্তত একদিন হিজাব পড়ার আহ্বান জানিয়েছেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভেন ডার ব্যালেন।
তিনি বলেন, ‘মুসলিম নারীদের সহমর্মীতা জানাতে সব নারীকেই বছরে একদিন হিজাব পড়া উচিৎ।’
অস্ট্রিয়ার প্রেসিডেন্ট বলেন, একজন নারী কিভাবে নিজেকে সজ্জিত করবে তা কেবল ওই নারীরই ব্যপার। আর এ ব্যপারে হস্তক্ষেপ করা মোটেও উচিৎ নয়।
তিনি মুসলিম নারীদের হিজাব পড়াকে একান্তই নিজস্ব বলে মনে করেন। তিনি বলেন, এখানে নাক গলাবার অধিকার কারোরই নেই।
গত ডিসেম্বরের নির্বাচনে অস্ট্রিয়ান নাগরিকেরা বামপন্থী আলেক্সান্ডার ভেন ডার বেলেন’কে তাদের প্রেসিডেন্ট নির্বাচিত করে। দেশটিতে ডানপন্থী ফ্রিডমপার্টির উত্থান মোকাবিলার প্রচেষ্টা হিসেবে গত জানুয়ারীতে মুসলিম নারীদের সারা মুখ ঢেকে রাখে এমন হিজাব ব্যবহার নিষিদ্ধ করা হয়। তবে, অস্ট্রিয়া সহ পশ্চিমা দেশগুলোতে মুসলিমদের প্রতি যে ভীতি তৈরী হয়েছে তা আসলে অবান্তর মনে করেন আলেক্সান্ডার। মূলত একাত্মতা জানানোর মধ্য দিয়েই এই ভীতি দূর করা সম্ভব।
এদিকে, রাজধানী ভিয়েনায় ইউরোপিয় ইউনিয়নের হাউসে বক্তব্য দেওয়ার সময় আলেক্সান্ডার বলেন, ‘এটা নারীদের অধিকার। নিজেকে কেমন করে তারা সাজাবে এটা একান্তই তাদের ব্যপার।’
তিনি আরও বলেন, ‘এমন দিন হয়তো আসবে যে, আমরা সব নারীকেই হিজাব পড়তে বলবো।’

ব্রাজিলে নতুন অভিবাসন আইনে মুগ্ধ সারা দুনিয়া ।আফ্রিকা, ইউরোপ,এশিয়া থেকে দলে দলে লোক ব্রাজিলের পথে।

মোঃ সাইফুল ইসলাম ---------

ব্রাজিলে নতুন অভিবাসন আইনে মুগ্ধ সারা দুনিয়া। আফ্রিকা, ইউরোপ,এশিয়া থেকে দলে দলে লোক ব্রাজিলের পথে। প্রতিদিন সাও পাওল গারলস এয়ারপোর্ট এ নতুন আতিথিদের ভীর লক্ষ্য করার মত।
কেও আসছে ভিসা নিয়ে আবার কেও আসছে ভিন্ন পথে।

বেশ আগে থেকেই সাও পাওল গারলস এয়ারপোর্ট ও রিও দা জানেরিও গালিয়ো আন্তর্জাতিক বিমানবন্দর এ একটি করে মানবধিকার আইন জীবীদের ডেস্ক বসানো হয়েছে। 
যদি কোন আন্তর্জাতিক যাত্রী তার দেশের রাজনৈতিক বা  অর্থনৈতিক সমস্যার কারনে ব্রাজিলে আশ্রয় চায় তাহলে  ব্রাজিল ইমিগ্রেশন পুলিশ তাদের মানবধিকার আইনজীবী ডেস্কে নিয়ে যায়।
সেই আইনজীবী সকল নিয়ম নিতি শেষ করে রিফুজি আবেদন করে পটোকল দিয়ে ১ বছরের মেয়াদে আবেদনকারীকে ব্রাজিল থাকার অনুমতি দেয়। আর যদি একবার ব্রাজিল প্রবেশে অনুমতি পেয়ে যায় কেও তাহলে তাকে আর ব্রাজিল থেকে বের করার নিয়ম নেই।

ইদানিং দেখা যাচ্ছে বৈধ পথে না এসে অবৈধ পথে হাজার হাজার লোক ব্রাজিলে আসছেন । তাদের একটাই লক্ষ্য ভাল চাকুরি বা বেবসা করে তাদের পরিবারকে ভাল রাখা। অন্য দিকে নতুন অভিবাসন আইনে ১ বছরের মধ্যে সে ব্রাজিলের পারমানেণ্ট রেসিডেন্ট পাচ্ছেন।

এদিকে ধর্মঘট ও বিক্ষোভে উত্তাল পুরো ব্রাজিল। সরকারের পেনশন ব্যবস্থা সংস্কারের প্রতিবাদে দেশজুড়ে ধর্মঘটের ডাক দেয় শ্রমিক ইউনিয়নগুলো।
সব মিলিয়ে চাপের মুখে ব্রাজিল প্রশাসন ।

রিয়ালকে জেতালেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো ।

ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে পয়েন্ট হারাতে বসেছিল রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের শেষ দিকে গোল করে রিয়ালকে দারুণ এক জয় এনে দিয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো। জিনেদিন জিদানের দল জিতেছে ২-১ গোলে।  

সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় শনিবার রাত সোয়া ৮টায় শুরু ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত ভ্যালেন্সিয়া। রিয়ালের বক্সের ভেতর ফাঁকায় বল পেয়েছিলেন সান্তি মিনা। স্প্যানিশ ফরোয়ার্ড শটও নিয়েছিলেন। কিন্তু তার প্রথম শট রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস পা দিয়ে ঠেকানোর পর ফিরতি শট পোস্টে লেগে ফেরে।

২৭ মিনিটে বার্নাব্যুর দর্শকদের উল্লাসে মাতান ক্রিস্টিয়ানো রোনালদো। দানি কারবাহালের ক্রস থেকে হেডে গোল করে রিয়ালকে এগিয়ে দেন পর্তুগিজ মহাতারকা। এবারের লিগে এটি রোনালদোর ২০তম গোল।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন রোনালদো। অতিথি এক ডিফেন্ডার রিয়ালের লুকা মড্রিচকে ফাউল করলে পেনাল্টি বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পট-কিকে গোল করতে ব্যর্থ হন রোনালদো। তার দুর্বল শট ঠেকিয়ে দেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক দিয়েগো আলভেস।

শেষ দশ মিনিটে দারুণ জমে ওঠে ম্যাচ। ৮২ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান ড্যানিয়েল মুনোজ। রিয়াল যখন নিশ্চিত পয়েন্ট হারাতে যাচ্ছিল, তখনই দলের ত্রাণকর্তা হয়ে দেখা দেন মার্সেলো। ৮৬ মিনিটে জোরালো শটে তার করা গোলটাই রিয়ালকে এনে দেয় গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট।

এই জয়ে বার্সেলোনাকে টপকে আপাতত লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। ৩৪ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৮১। সমান ম্যাচে বার্সেলোনার ৭৮ পয়েন্ট। দিনের পরের ম্যাচে এসপানিওলকে হারালেই আবার শীর্ষ উঠে যাবে গোল ব্যবধানে এগিয়ে থাকা লুইস এনরিকের দল। 
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates