Social Icons

Friday, April 21, 2017

ভারতে ভুয়া ই-মেইলে বিমান ছিনতাইয়ের অভিযোগ


একটি ই-মেইলে বিমান ছিনতাইয়ের হুঁশিয়ারি পেয়ে গত ১৫ এপ্রিল তড়িঘড়ি নিরাপত্তা বাড়ানো হয়েছিল ভারতের মুম্বই, চেন্নাই ও হায়দরাবাদ বিমানবন্দরে। শেষ পর্যন্ত দেখা যায়, মেইলটি ভুয়া। ভামশি কৃষ্ণ নামে হায়দরাবাদের এক ব্যবসায়ী সেটি পাঠিয়েছিলেন বলে অভিযোগ। পরে তাকে গ্রেফতার করেছে হায়দরাবাদ পুলিশের টাস্ক ফোর্স।
কেন ওই মেইল পাঠিয়েছিলেন কৃষ্ণ? সরকারি ভাবে কিছু বলতে চাননি পুলিশকর্তারা। কিন্তু পুলিশকে উদ্ধৃত করে একটি সূত্রের দাবি, এর নেপথ্যে রয়েছে ওই ব্যক্তির বিবাহ-বহির্ভূত সম্পর্কের জটিলতা। সূত্রটির দাবি, বছর বত্রিশের পর্যটন ব্যবসায়ী কৃষ্ণ বিবাহিত, তাঁর একটি মেয়ে রয়েছে। কিন্তু কিছু দিন আগে ফেসবুকের আলাপে চেন্নাইয়ের এক মহিলার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই মহিলা চাইছিলেন, কৃষ্ণের সঙ্গে মুম্বই-গোয়া বেড়াতে যেতে। কিন্তু কৃষ্ণের কাছে অত টাকা ছিল না। তাই তিনি চেন্নাই থেকে মুম্বইয়ের বিমানের একটি ভুয়া টিকিট বানিয়ে তাঁর প্রেমিকাকে মেইলে পাঠান। সূত্রের দাবি, নির্দিষ্ট দিনে চেন্নাই বিমানবন্দরে গিয়ে কৃষ্ণর প্রেমিকা ওই টিকিট দেখিয়ে জানতে পারেন, সেটি ভুয়া। তিনি কৃষ্ণকে তা জানান। তখনই অন্য ফন্দি আসে কৃষ্ণর মাথায়। খানিকটা সময় চেয়ে নিয়ে সাইবার ক্যাফেতে গিয়ে ‘ভামসি চৌধুরি’ নামে মহিলার পরিচয়ে ভুয়ো ই-মেইল আইডি বানান। তা থেকেই মুম্বইয়ের পুলিশ কমিশনার এবং তিন শহরের বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের হুঁশিয়ারি দিয়ে মেইল পাঠান। তারপর প্রেমিকাকে ফোন করে বলেন, তাঁর টিকিট বৈধ ছিল। কিন্তু ‘হাইজ্যাক অ্যালার্ট’ জারি হয়েছে বলে সেটি বাতিল করা হয়েছে। সে কথা বিশ্বাস করে বাড়িও ফিরে যান ওই মহিলা। ততক্ষণে তিন বিমানবন্দরে জারি হয়েছে সতর্কতা।
ভুয়া ই-মেইলে কৃষ্ণ লিখেছিলেন, ছ’জন অজ্ঞাত ব্যক্তিকে তিনি বলতে শুনেছেন, ‘‘২৩ জনকে এখান থেকে আলাদা হতে হবে। তিন শহরে গিয়ে বিমান ধরে সেগুলো অপহরণ করতে হবে। ওই তিন শহরই হল ভারতের হায়দরাবাদ, মুম্বই ও চেন্নাই। মেইলে কৃষ্ণ লেখেন, ‘‘ওরা যা বলছিল, তা ঠিক না-ও হতে পারে। কিন্তু আমার মনে হল, পুরো বিষয়টি পুলিশকে জানানো উচিত। ’’ ওই মেইল পাওয়া মাত্র অন্য দুই রাজ্যকে সতর্ক করে মহারাষ্ট্র পুলিশ। সিআইএসএফের ডিজি ও পি সিংহ জানিয়েছেন, তিন বিমানবন্দরেরই নিরাপত্তা আরও জোরদার করেছিলেন তাঁরা। কিন্তু পরে তদন্তে জানা যায়, পুরোটাই ভুয়া। শেষমেশ সাইবার কাফের আইপি অ্যাড্রেস ও সিসিটিভি-র সূত্র ধরে গ্রেফতার করা হয় কৃষ্ণকে। সূত্র: আনন্দবাজার।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates