আর্জেন্টিনা ও ব্রাজিল সীমান্তবর্তী প্যারাগুয়ের একটি শহর থেকে বিপুল পরিমাণ অর্থ লুট করে পালিয়ে যাওয়ার সময় ডাকাতদের সঙ্গে প্যারাগুয়ে ও ব্রাজিল পুলিশের গুলি বিনিময়ে চারজন নিহত হয়েছে।
সোমবারের এ ডাকাতির ঘটনাকে ‘শতাব্দির ডাকাতি’ বলে অভিহিত করেছে প্যারাগুয়ের পুলিশ কর্মকর্তারা, জানিয়েছে বিবিসি।
সোমবার ভোরারাতে প্রায় ৫০ জনের একটি ডাকাত দল প্যারাগুয়ের দ্বিতীয় বৃহত্তম শহর সিউডা দেল এস্তে হানা দেয়। তারা একটি বেসারকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের সামনের অংশ উড়িয়ে দিয়ে প্রায় চার কোটি ডলার সমপরিমাণ অর্থ লুট করে নিয়ে যায় বলে অসমর্থিত প্রতিবেদনে জানা গেছে।
ডাকাতির সময় বিশৃঙ্খলা তৈরি করতে ডাকাতরা গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং স্থানীয় পুলিশ স্টেশনে হামলা চালায়।
অর্থ লুটের পর পুলিশের সঙ্গে ডাকাতদের দুই ঘন্টা ধরে গোলাগুলি চলে। এতে তিন ডাকাত ও এক পুলিশ কর্মকর্তা নিহত ও দুই ডাকাত আহত হয় বলে জানিয়েছে পুলিশ।
গোলাগুলির পর ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ ডাকাতদের ফেলে যাওয়া একটি গাড়ি থেকে রাইফেল, গুলি, বুলেটপ্রুফ জ্যাকেট ও বিস্ফোরক উদ্ধার করেছে।
ডাকাতদের ফেলে যাওয়া অস্ত্র ও বুলেটপ্রুফ জ্যাকেট। ছবি: টুইটার
ডাকাতরা পারানা নদী ধরে ৫০ কিলোমিটারের মতো এগিয়ে ব্রাজিলের ইতাইপুলানদিয়া অঞ্চলে গিয়ে ব্রাজিল পুলিশের অবরোধের মুখে পড়ে।
ব্রাজিলের গ্লোবো ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের কেন্দ্রীয় পুলিশ ১২ ব্যক্তিকে আটকানোর চেষ্টা করলে তারা পুলিশের দিকে গুলি ছুড়ে, দুপক্ষের গোলাগুলির এক পর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনার পর ডাকাত দলকে ধরতে সীমান্তের উভয়পাশে বড় ধরনের নিরাপত্তা অভিযান শুরু করা হয়েছে।
No comments:
Post a Comment