Social Icons

Saturday, April 29, 2017

শাকিবকে নিয়ে শুটিং করায় নিষিদ্ধ পরিচালক রনি

শাকিব খানকে নিয়ে ছবি না করার নোটিশ পাঠানোর পরও তাকে নিয়ে শুটিং করেছেন পরিচালক শামীম আহমেদ রনি। সমিতির আদেশ অমান্য করায় তার সদস্য পদ বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ (শনিবার) বিকেল ৫টায় এফডিসিতে অবস্থিত চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এ সময় এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদউল আলম খোকন, যুগ্ম মহাসচিব শাহীন সুমনসহ চলচ্চিত্র গ্রাহক সংস্থা, ফিল্ম এডিটরস গিল্ড, ফাইট ডিরেক্টর অ্যাসোসিয়েশন, নৃত্য পরিচালক সমিতি, স্থিরচিত্র গ্রাহক সমিতি ও চলচ্চিত্র সংশ্লিষ্ট আরও অনেক সংগঠন।
কমিটি না থাকায় সংবাদ সম্মেলনে ডাকা হয়নি শিল্পী সমিতি ও প্রযোজক সমিতিকে। তবে ব্যক্তিগতভাবে মতামত গ্রহণ করা হয়েছে সমিতি দুটির নেতৃবৃন্দদের সঙ্গে; জানালেন বদউল আলম খোকন।
প্রেস বিজ্ঞপ্তিতে শামীম আহমেদ রনিকে উদ্দেশ্য করে বলা হয়, সম্প্রতি অভিনেতা শাকিব খান কর্তৃক ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে পরিচালকদের হেয় প্রতিপন্ন করে উক্তি করায় শাকিব খানকে দোষী সাব্যস্ত করা হয়। উদ্ভূত পরিস্থিতির সম্মানজনক সুরাহা না হওয়া পর্যন্ত আপনাকে শাকিব খান সম্পৃক্ত কোনো কাজ না করার জন্য পত্রের মাধ্যমে বিশেষভাবে অনুরোধ করা হয়। কিন্তু আপনি সমিতির সিদ্ধান্তকে নূন্যতম সম্মান না দেখিয়ে আপনার চলচ্চিত্র নির্মাণের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যা সমিতির নিয়মনীতির সুস্পষ্ট লঙ্ঘন।
এখানে আরও উল্লেখ্য, ইতিপূর্বে সমিতি কর্তৃক রনিকে ‘রংবাজ’ নামক যে ছবির সনদপত্র প্রদান করা হয় তাতে উল্লেখ করা হয়েছে বিদেশি শিল্পী ব্যবহারের ক্ষেত্রে সরকারি নিয়মনীতি যেন অবশ্যই মেনে চলা হয়। কিন্তু রনি সেই নিয়মনীতির বরখেলাফ করে অনুমতি ছাড়া ভারত থেকে শিল্পী এনে আপনার ‘রংবাজ’ ছবিতে অভিনয় করিয়েছেন যা কোনোভাবেই কাম্য ছিল না।
এমতাবস্থায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি মনে করে, রনি সমিতির গঠনতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই কার্যনির্বাহী পরিষদ গঠনতন্ত্র এর ৫ (ক) ধারা বলে শামীম আহমেদ রনির সদস্যপদ বাতিল ঘোষণা করেছে।
এই মর্মে একটি লিখিতপত্র রনিকে পাঠানো হয়েছে। এটা প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নিজস্ব পরিচয়পত্র এবং বিএফডিসির গেট পাস সমিতির কার্যালয়ে জমা দিতে হবে রনিকে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates