মোঃ সাইফুল ইসলাম ---------
ব্রাজিলে নতুন অভিবাসন আইনে মুগ্ধ সারা দুনিয়া। আফ্রিকা, ইউরোপ,এশিয়া থেকে দলে দলে লোক ব্রাজিলের পথে। প্রতিদিন সাও পাওল গারলস এয়ারপোর্ট এ নতুন আতিথিদের ভীর লক্ষ্য করার মত।
কেও আসছে ভিসা নিয়ে আবার কেও আসছে ভিন্ন পথে।
বেশ আগে থেকেই সাও পাওল গারলস এয়ারপোর্ট ও রিও দা জানেরিও গালিয়ো আন্তর্জাতিক বিমানবন্দর এ একটি করে মানবধিকার আইন জীবীদের ডেস্ক বসানো হয়েছে।
যদি কোন আন্তর্জাতিক যাত্রী তার দেশের রাজনৈতিক বা অর্থনৈতিক সমস্যার কারনে ব্রাজিলে আশ্রয় চায় তাহলে ব্রাজিল ইমিগ্রেশন পুলিশ তাদের মানবধিকার আইনজীবী ডেস্কে নিয়ে যায়।
সেই আইনজীবী সকল নিয়ম নিতি শেষ করে রিফুজি আবেদন করে পটোকল দিয়ে ১ বছরের মেয়াদে আবেদনকারীকে ব্রাজিল থাকার অনুমতি দেয়। আর যদি একবার ব্রাজিল প্রবেশে অনুমতি পেয়ে যায় কেও তাহলে তাকে আর ব্রাজিল থেকে বের করার নিয়ম নেই।
ইদানিং দেখা যাচ্ছে বৈধ পথে না এসে অবৈধ পথে হাজার হাজার লোক ব্রাজিলে আসছেন । তাদের একটাই লক্ষ্য ভাল চাকুরি বা বেবসা করে তাদের পরিবারকে ভাল রাখা। অন্য দিকে নতুন অভিবাসন আইনে ১ বছরের মধ্যে সে ব্রাজিলের পারমানেণ্ট রেসিডেন্ট পাচ্ছেন।
এদিকে ধর্মঘট ও বিক্ষোভে উত্তাল পুরো ব্রাজিল। সরকারের পেনশন ব্যবস্থা সংস্কারের প্রতিবাদে দেশজুড়ে ধর্মঘটের ডাক দেয় শ্রমিক ইউনিয়নগুলো।
সব মিলিয়ে চাপের মুখে ব্রাজিল প্রশাসন ।
Saturday, April 29, 2017
ব্রাজিলে নতুন অভিবাসন আইনে মুগ্ধ সারা দুনিয়া ।আফ্রিকা, ইউরোপ,এশিয়া থেকে দলে দলে লোক ব্রাজিলের পথে।
Labels:
আন্তর্জাতিক,
ব্রাজিল,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment