উত্তর কোরিয়ার হাতে কতটি পরমানু বোমা থাকতে পারে এ নিয়ে মার্কিন প্রশাসন যোগ-বিয়োগ, গুণ-ভাগ করছে অনেক আগে থেকেই। কিন্তু বরাবরই বিশ্বের কাছে ধোয়াশায় রয়েছে বিষয়টি। এবার এর একটি ধারণা দিল ওয়াশিংটনভিত্তিক সংস্থা ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি। সংস্থাটির বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, উত্তর কোরিয়া সম্পর্কে আগে যে ধারণা করা হতো তার চেয়ে অনেক বেশি পরমাণু বোমা দেশটির অস্ত্রভাণ্ডারে আছে। দেশটির কাছে অন্তত ৩০টি পরমাণু বোমা রয়েছে। এ ছাড়া তিন বছরে এ সংখ্যা দ্বিগুণ করার মতো বোমা তৈরির প্রয়োজনীয় উপাদানও দেশটির কাছে আছে।
প্রসঙ্গত, ১৯৯৯ সালে দেওয়া হিসাবে আমেরিকা মনে করত পিয়ংইয়ংয়ের হাতে বড়জোর দু'টি পরমাণু বোমা রয়েছে।
২০২০ সালের মধ্যে দেশটির পরমাণু বোমার সংখ্যা বেড়ে ১০টি হতে পারে বলে সে সময় ধারণা ব্যক্ত করা হয়েছিল। সেই ধারণা এখন ভুল বলে প্রতীয়মান হচ্ছে। ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রতিষ্ঠাতা ডেভিড অলব্রাইট মনে করেন, প্লুটোনিয়াম এবং ইউরেনিয়াম উৎপাদন বাড়ানোর কারণে উত্তর কোরিয়ার পরমাণু বোমার সংখ্যা বেড়েছে।
No comments:
Post a Comment