সৌদি আরবের খামিস মোশাইদের অদূরে তানদাহা নামক স্থানে গাড়িচাপায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ নাছির চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন হারুয়াল ছড়ি গ্রামের মরহুম আবুল হোসেনের ছোট ছেলে। নাছিরের লাশ এখনো খামিস মোশাইদের কেন্দ্রীয় হাসপাতালের মর্গে রয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, নাছির গত ২৫ এপ্রিল রাতে কাজ শেষ করেন। খামিস মোশাইদে তাঁর আপন বড় ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য রাত ৮টার দিকে তিনি তানদাহে অবস্থিত পেট্রলপাম্পের পাশে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান নাছির। তখন এশার নামাজের সময় হওয়ায় জনসাধারণ রাস্তায় কম থাকায় গাড়িটি পালিয়ে যায়।
নাছিরের ভাই মোহাম্মদ মুছা বলেন, চার ভাই ও তিন বোনের মধ্যে নাছির ভাইদের মধ্যে সবার ছোট। জীবিকার তাগিদে নয় বছর আগে তিনি সৌদি আরবে আসেন। বিভিন্ন জটিলতার কারণে তাঁর আর দেশে যাওয়া হয়নি। আগামী রমজান মাসে তাঁর দেশে গিয়ে বিয়ে করার কথা ছিল।
মুছা ও তাঁর ফুপাতো ভাই মোহাম্মদ ইউসুফ জানান, নাছিরের মৃতদেহ দেশে নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করা হচ্ছে। খুব শিগগির সব কাগজ সম্পন্ন করে লাশ বাংলাদেশে তাঁর পরিবারের কাছে পাঠানো হবে।
এদিকে নাছিরের মৃত্যুর খবর গ্রামের বাড়ি ফটিকছড়ির ভুজপুরে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে।
No comments:
Post a Comment