Social Icons

Friday, April 28, 2017

উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণের জন্য চীনা প্রেসিডেন্টের প্রশংসায় ট্রাম্প

উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণের জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় চীনা প্রেসিডেন্টকে ‘খুব ভালো মানুষ’ উল্লেখ করে ট্রাম্প আরো বলেন তিনি (জিনপিং) তার দেশকে ভালোবাসেন।
 
হোয়াইট হাউসের ওভাল অফিসে ব্রিটিশ বার্তা সংস্থা- রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, উত্তর কোরীয় সঙ্কট সমাধানে জিনপিং কূটনৈতিক সমাধানের পক্ষে কাজ করেছেন, কিন্তু তারপরও এটি তার জন্য ‘কঠিন’ ছিল এমনকি সেখানে একটি বড়ধরণের সংঘাতের সম্ভাবনা খুবই ঘনিয়ে আসছিলো। এছাড়া ট্রাম্প আরো বলেছেন, তরুণ বয়সেই উত্তর কোরিয়ার মতো একটি দেশকে পরিচালনা করা কিম জং উনের জন্য অত্যন্ত কঠিন একটি কাজ। 
 
এদিকে, শুক্রবার উত্তর কোরিয়া সম্পর্কে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে।
 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানিয়েছেন, উত্তর কোরিয়া আবারও পারমাণবিক পরীক্ষা চালালে চীন দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে। উল্লেখ্য, ট্রাম্পের নির্বাচনী প্রচারণার অন্যতম বিষয় ছিল চীনের বিরোধিতা। যুক্তরাষ্ট্রে চীনা অর্থনীতির প্রভাব সম্পর্কে তিনি তখন বলেছিলেন, ‘চীন যুক্তরাষ্ট্রকে ধর্ষণ করছে।’ নির্বাচনে জয়ের পরপরই ট্রাম্প অভিযোগ করেছিলেন, ‘উত্তর কোরিয়ার বিষয়ে চীন কোনও পদক্ষেপ নিচ্ছে না।’ আর এমনটা চলতে থাকলে ‘যুক্তরাষ্ট্র এককভাবেই পদক্ষেপ নেবে’ বলেও তিনি হুমকি দিয়েছিলেন। বিবিসি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates