Social Icons

Showing posts with label এইমাত্র পাওয়া. Show all posts
Showing posts with label এইমাত্র পাওয়া. Show all posts

Saturday, February 23, 2019

সিরিয়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় এরদোগান-ট্রাম্প

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে সিরিয়া ইস্যুতে ফোনে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে এ আলোচনা হয়।
ফোনে দুই প্রেসিডেন্ট সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের জন্য যৌথ বাহিনী গঠন এবং সঙ্ঘাত নিরসনে রাজনৈতিক সমাধানে সহায়তা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
এ সময় এরদোগান ও ট্রাম্প দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের ব্যাপারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
গত বছরের ডিসেম্বরের ট্রাম্প এক ঘোষণায় সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত জানান। সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ পরাজিত হয়েছে দাবি করে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
এর কিছুদিন পর এরদোগান জানান, সিরিয়ায় রয়ে যাওয়া অবশিষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করবে তার দেশ। এ সময় সেখানে ওয়াইপিজের শাখা পিকেকের বিরুদ্ধে লড়াইয়ের সম্ভাবনা দেখা দেয়।
তুরস্কের এ সিদ্ধান্তে অস্থিরতা শুরু হয় ওয়াশিংটনে। কারণ সিরিয়ায় তারা লড়াইয়ের সময় সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এর সহায়তা নিয়েছিল। এই এসডিএফের সিংহভাগেই রয়েছে ওয়াইপিজি। তুরস্কে যারা একটি সন্ত্রাসী হিসেবে চিহ্নিত। তুরস্ক দাবি করে, এই দলটি তুরস্কে যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তাতে ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। 
ফলে এ বিষয়টি নিয়ে আঙ্কারা ও ওয়াশিংটনের উত্তেজনা দেখা দেয়।
ওয়াশিংটনের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় পিকেকের নাম থাকলেও দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের সময় তাদের সাহায্যই নিয়েছিল মার্কিন সেনাবাহিনী। এতে তারা ন্যাটোর সহযোগী দেশগুলোর সতর্কবার্তাও উপেক্ষা করে।
সূত্র : ডেইলি সাবাহ

আরো পড়ুন : সন্ত্রাসীদের অস্ত্র দেয় ন্যাটো : এরদোগান
নয়া দিগন্ত অনলাইন, ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৬
আঙ্কারা অস্ত্র কিনতে চাইলে তা উপেক্ষা করে ন্যাটো। অথচ সন্ত্রাসীদের সমর্থনে তারা হাজার হাজার ট্রাকভর্তি অস্ত্র দিচ্ছে। গত সোমবার তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বর্দুর অঞ্চলে এক নির্বাচনীয় প্রচারণায় এ অভিযোগ করেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

ন্যাটোর প্রকৃতি নিয়ে প্রশ্ন করে তিনি বলেন, ন্যাটো কোন ধরনের জোট। ইরাকের মাধ্যমে ন্যাটো সন্ত্রাসীদের ২৩ হাজার ট্রাকভর্তি অস্ত্র দিয়েছে। কিন্তু তুরস্ক যখন তাদের কাছে অস্ত্র চায়, তখন অর্থের বিনিময়েও তা দিতে রাজি হয় না ন্যাটো। অথচ গৃহযুদ্ধে লিপ্ত সিরিয়ার সাথে তুরস্কের ৯১১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ফলে বেশ ঝুঁকির মুখে রয়েছে তুরস্ক। এসময় অবশ্য এরদোগান অস্ত্রদাতা দেশের নাম উল্লেখ করেননি।

ওই সমাবেশে এরদোগান এরদোগান আশা প্রকাশ করেন, তুরস্ক শীঘ্রই সিরিয়ার মানবিজ অঞ্চল ‘সন্ত্রাসীদের’ কাছ থেকে দখলমুক্ত করে স্থানীয়দের কাছে ফিরিয়ে দিবেন।

২০১৬ সাল থেকে মানবিজ কুর্দি পিপলস প্রটেকশন ইউনিট (ওয়াইপিজি)-এর মিলিশিয়া বাহিনী মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ)-এর দখলে রয়েছে।

Monday, March 5, 2018

সৌদিতে 'ট্যুরিস্ট গাইড' হিসেবে কাজের অনুমতি পেল নারীরা!


নারীর ক্ষমতায়নে আরও একটি সুযোগ সৃষ্টি করল সৌদি আরব। দেশটিতে এবার 'ট্যুরিস্ট গাইড' হিসেবে কাজের অনুমতি পেয়েছেন নারীরা। 
দেশটির পর্যটন বিভাগের পরিচালক বদর আল ওবায়েদ জানান। সৌদি নারীরা ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করার অনুমতি পেয়েছেন। এ জন্য তারা লাইসেন্সও নিতে পারবেন। লাইসেন্স সংগ্রহের জন্য সৌদি পর্যটন কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহের অনুরোধ করেছেন ওবায়েদ।
সৌদি আরবের পর্যটন শিল্পের উন্নয়নের ব্যাপারে নানামুখী প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পর্যটন খাতের উন্নয়নে আট হাজারের বেশি তরুণ তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান বদর আল ওবায়েদ।
এমনকি পর্যটন খাতে দক্ষ কর্মী গড়ে তোলার লক্ষ্যে সৌদির চার শতাধিক নাগরিককে গত দুই বছরে বৃত্তি দিয়ে বাইরের দেশ থেকে প্রশিক্ষণ নেওয়ারও ব্যবস্থা করা হয়েছে। সৌদির ভিশন ২০৩০ বাস্তবায়নের জন্যই এসব করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

Wednesday, February 7, 2018

সালিমুল ও শরফুদ্দিনকে আদালতে নেয়া হয়েছে

জিয়ার অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণাকে কেন্দ্র দুই আসামী বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমদকে আদালতে হাজির করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুরান ঢাকার বকশিবাজারের কারা অধিদফতরের মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে ঢাকার বিশেষ জজ আদালতে আনা হয়।
 
মামলার অপর আসামী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজির হওয়ার কথা থাকলেও পলাতক রয়েছেন তিন আসামী বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, কামাল সিদ্দিকি ও মমিনুর রহমান। খালেদা জিয়া জামিনে রয়েছেন।
 
এ রায় প্রদানকে কেন্দ্র করে গত বেশ কিছুদিন ধরে আদালতসহ সারাদেশে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা তল্লাশি চলেছে সারাদেশে। বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের গ্রেফতার করা হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থেকে এই গ্রেফতার ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে এমনটাই বলছে পুলিশ।

খালেদা জিয়ার বাসার সামনে অতিরিক্ত পুলিশ


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আজ বৃহস্পতিবার। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রধানমন্ত্রীর দুর্নীতি মামলার রায় ঘোষিত হতে যাচ্ছে।
এর আগে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দুর্নীতি মামলার রায় ঘোষিত হয়েছে। তিনি প্রায় ছয় বছর সাজা খেটেছেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করবেন ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান। মামলার রায় শুনতে পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত বিশেষ আদালতে যাবেন মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আদালতের উদ্দেশ্যে সকাল ১০টায় তার গুলশানের বাসভবন থেকে রওয়ানা হওয়ার কথা রয়েছে। 
আলোচিত এ মামলা উপলক্ষে উদ্ভূত পরিস্থিতি এড়াতে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। 

মিছিল সমাবেশে ওপর নিষেধাজ্ঞার মধ্যেই খালেদা জিয়ার শাস্তি দাবি করে মিছিল


মিছিল সমাবেশে ওপর নিষেধাজ্ঞার মধ্যেই খালেদা জিয়ার শাস্তি দাবি করে সকাল আটটায় বনানী ১১ নম্বর সড়কে একদল ব্যক্তির মিছিল

Monday, December 11, 2017

আতঙ্কে দিন কাটাচ্ছে সৌদি প্রবাসীরা

বাংলাদেশের বৃহৎ শ্রমবাজার সৌদি আরব। দেশটিতে প্রায় ২৪ লাখ বাংলাদেশির রয়েছে।  যার মধ্যে আড়াই লাখ অবৈধ প্রবাসী। যাদের অনেকেই পুলিশের হাতে ধরা পড়েছেন আবার অনেকে দূর্গম মরুভূমিতে পালিয়ে দিন কাটাচ্ছে। তাছাড়া সৌদি সরকারের এই চলমান আটক অভিযানে অবৈধ এবং আইন অমান্যকারীদের ঠিক কি ধরণের শাস্তির মধ্যে পড়তে হবে তা এখনও জানেন না এসব প্রবাসী বাংলাদেশি। ফলে যেসব বৈধ শ্রমিক রয়েছে তারাও আছেন বিপাকে।
এসব বিষয়ে কথা বলেন সৌদি প্রবাসী ব্যবসায়ী মোঃ জাকির হোসেন। তিনি প্রায় ৩০ বছর ধরে বসবাস করছেন সৌদিতে। ব্যবসায়ী জাকির বলেন, ‘এরই মধ্যে সৌদি আরবের শ্রম এবং উন্নয়ন পরিকল্পনা মন্ত্রণালয় দেশটিতে অবস্থানরত প্রবাসীদের আকামায় পেশা পরিবর্তনের সুযোগ বাতিল করেছে। তাছাড়া প্রায় এক লাখ সাত হাজারের মত প্রবাসী বাংলাদেশি আটক হয়েছে। নতুন বিভিন্ন ধরণের খাতকে সৌদিকরণ করা হচ্ছে। তারা চেষ্টা করছে যেন তাদের দেশের নাগরিকরা বেকার না থাকে। এ জন্য বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালাচ্ছে তাদের তদন্তকারীরা। নিয়ম ভঙ্গ করে পেশা পরিবর্তনকারীকে শনাক্ত করা হলে প্রত্যেককে ২৫ হাজার রিয়াল জরিমানা করা হবে।
তাছাড়া নিতাকাত পদ্ধতির আওতায় প্রবাসী শ্রমিকদের ক্ষতিপূরণ মূলক কর্মসংস্থানের অনুপাত পুনঃনির্ধারণ করা হচ্ছে। যাতে সৌদি আরবের স্থানীয় নাগরিকদের কাজের সুযোগ প্রবাসীদের কারণে সংকুচিত না হয়। এ প্রক্রিয়াকে সৌদিকরণ বলা হয়। সৌদি আরবের ষাটোর্ধ্ব নাগরিকরা বেসরকারি খাতে কাজ করতে পারবে না। আর এ ধরণের নানা পদক্ষেপ প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীসহ সব পেশার লোকের জন্য আতংকের কারণ হয়ে দেখা দিয়েছে।

Tuesday, October 17, 2017

পানামা পেপার্স কেলেঙ্কারির তদন্তে থাকা সাংবাদিক খুন

মাল্টায় পানামা পেপার্স কেলেঙ্কারির তদন্তে থাকা সাংবাদিক খুন হয়েছেন। সোমবার বাড়ির কাছে ড্যাফেন কারুয়ানা গালিজিয়া নামের ওই সাংবাদিক গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হন। 
 
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, সোমবার বিকেলে বাড়ির কাছে গালিজিয়ার গাড়িটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর গাড়িটি ছিন্নভিন্ন হয়ে দূরের একটি মাঠে ছড়িয়ে পড়ে। 
 
মাল্টার সংবাদপত্রগগুলোর সম্মিলিতভাবে যতো পাঠক ব্লগার গালিজিয়ার লেখাগুলো তারচেয়ে বেশি সংখ্যক পাঠক পড়তেন। সম্প্রতি তাকে ‘ওয়ান উইম্যান উইকিলিকস’খেতাব দিয়েছিল পলিটিকো ওয়েবসাইট। তার ব্লগে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব ও আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণকারী ব্যক্তিদের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হতো।
 
সম্প্রতি তিনি মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাস্কাট ও তার ঘনিষ্ঠ সহযোগীর সঙ্গে কর ফাঁকি দেয়া কয়েকটি অফশোর কোম্পানির সম্পর্কের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছিলেন। গাজিরিয়াকে হত্যার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

Wednesday, September 20, 2017

ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ভাষণের নিন্দা জানিয়েছেন বেশকজন বিশ্বনেতা। অনেক বিশেষজ্ঞও বলছেন, তার বক্তব্য বিদ্বেষে পরিপূর্ণ। মঙ্গলবার জাতিসংঘে প্রথমবারের মতো দেয়া ভাষণে উত্তর কোরিয়া, ইরানসহ বেশকটি দেশের সরকারের তীব্র সমালোচনা করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ইঙ্গিতটা ছিলো আগেই। সাধারণ অধিবেশনের মঞ্চে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে এক হাত দেখে নেবেন ডোনাল্ড ট্রাম্প। অবশেষে ট্রাম্প বললেন, বেশি বাড়াবাড়ি করলে, উত্তর কোরিয়াকে ধ্বংস করে দেবে যুক্তরাষ্ট্র। বললেন, কিম একজন রকেট ম্যান, যিনি হাঁটছেন আত্মহত্যার পথে।

জাতিসংঘের মঞ্চে কোন মার্কিন প্রেসিডেন্টের এ ধরণের বক্তব্য নতুন, বলছেন বিশ্লেষকরা। এপির হোয়াইট হাউস প্রতিনিধি জস লিডারম্যান বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে আগেও কিম জং উনকে রকেট ম্যান বলেছেন। কিন্তু, সাধারণ অধিবেশনে একই কাজ করা, ভিন্ন একটা বিষয়। এটি একটি বিদ্বেষপূর্ণ বক্তৃতা। যার মাধ্যমে মিস্টার প্রেসিডেন্ট অন্য দেশকে দমন করার ইচ্ছা প্রকাশ করেছেন।"

ইরান প্রসঙ্গ ট্রাম্প বলেন, ওটা একটা দুর্নীতিগ্রস্ত দেশ। প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফ বলেছেন, ট্রাম্পের কথাবার্তা মধ্যযুগীয়। ৪১ মিনিটের ভাষণে ভেনেজুয়েলা, কিউবা ও সিরিয়ার শাসকদেরও কড়া চোখে দেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর পাল্টা নিন্দা জানিয়েছেন অনেক দেশের নেতা।

ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরেজা বলেন,"আজ যা শুনলাম, তা বিশ্ববাসীর জন্য দুঃখজনক, অগ্রহণযোগ্য। প্রেসিডেন্ট ট্রাম্প এখানে একজন সেনাশাসকের মতো বক্তব্য দিলেন। যেন তার সেনাবাহিনীকে অন্য দেশে অভিযানে যাওয়ার নির্দেশ দিলেন।"

ট্রাম্পের বক্তব্য শুরুর আগেই চেয়ার ছেড়ে উঠে যান জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত। বক্তব্যের পর এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি পিয়ংইয়ং।

Tuesday, May 23, 2017

এইমাত্র

 *** চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাঁনপুরে জঙ্গি আস্তানা সন্দেহে তিনটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব

****

Wednesday, May 17, 2017

কানাডার নাগরিক হওয়া যাবে আরো সহজে

স্থায়ীভাবে বসবাস ও নাগরিকত্বের জন্য কানাডা সব সময়ই অভিবাসীদের পছন্দের তালিকার শীর্ষের দিকে থাকে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে অভিবাসন পাওয়া দিন দিন কঠিন হতে থাকায় কানাডার দিকে ঝুঁকে পড়ছেন অনেকেই। এই অভিবাসনপ্রত্যাশীদের জন্য আছে সুখবর। সম্প্রতি কানাডায় নাগরিকত্ব আইন পরিবর্তন-সংক্রান্ত আইন ‘বিল সি-৬’ সিনেটে পাস হয়েছে।
নতুন এই বিলে কানাডার অভিবাসীরা দেশটির নাগরিকত্বের জন্য দ্রুত ও আরো সহজে আবেদন করতে পারবেন। এ ছাড়া নতুন নিয়মে ২২ বছরের নিচের সন্তানরাও মা-বাবার সঙ্গে অভিবাসন নিয়ে কানাডায় স্থায়ী হতে পারেন।
এই বিল অনুযায়ী, সঠিক নিয়মে আবেদন করলে এক বছরের মধ্যেই কানাডার নাগরিকত্ব পাওয়া সম্ভব। চলতি বছরের ৪ মে অনুষ্ঠিত সর্বশেষ ড্র-তে তিন হাজার ৭৯৬ জন ৪২৩ সিআরএস পয়েন্ট পেয়েই গভর্নমেন্ট-আইটিএ পেয়েছেন, যা আগে কল্পনাও করা যেত না। এ থেকেই বোঝা যায়, এ বছর আরো বেশি লোকজন ইমিগ্রেশনসহ অন্যান্য ক্যাটাগরিতে কানাডায় যাওয়ার সুযোগ পাবেন।
প্রাথমিকভাবে আবেদন করার যোগ্যতা যাঁদের রয়েছে, তাঁদের দেরি না করে একজন দক্ষ আইনজীবীর সহায়তায় প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে যথাসময়ে ও সঠিক প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করা উচিত। মনে রাখতে হবে, কানাডা সরকার ‘আগে আসলে, আগে পাবেন’ ভিত্তিতে কাজ করে।
‘বিল সি-৬’ অনুযায়ী নাগরিকত্বের জন্য আবেদনের যোগ্য হতে কানাডায় স্থায়ী বাসিন্দা হিসেবে পাঁচ বছরের মধ্যে তিন বছর বসবাস করতে হবে। এর আগে ছয় বছরের মধ্যে চার বছর থাকার শর্ত ছিল। এ ছাড়া কানাডায় যাঁরা অস্থায়ীভাবে ছিলেন, তাঁরাও কানাডায় বসবাসের সময়টুকু তিন বছরের মেয়াদের একটি অংশ হিসেবে গণনা করতে পারবেন।
নতুন নিয়মে পিএনপি, এক্সপ্রেস এন্ট্রি, এফএসডব্লিউপি, এফএসটিপি, কিউএসডব্লিউপি, এআইপিএন, এসআইপিএন, এমপিএনপি, এনএসএনপি, বিসিপিএনপি, ওআইএনপি, আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম, কেয়ারগিভার, বিজনেস, ফ্যামিলি স্পন্সরশিপ, এমপ্লয়মেন্টসহ নতুন নতুন বিভিন্ন প্রোগ্রামে সহজ নিয়মে পেশাজীবীদের ইমিগ্রেশন পাওয়ার সুযোগ রয়েছে।
কানাডা সরকার পরিচালিত বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আবেদন করা যাবে। যার মধ্যে রয়েছে :
১. এক্সপ্রেস এন্ট্রি
আমেরিকার সরকার এইচ-ওয়ানবি ভিসা নিয়ে কড়াকড়ি আরোপ করার পর বিপুলসংখ্যক দক্ষ ও যোগ্য পেশাজীবীদের মাইগ্রেশনের শেষ ভরসা এখন এক্সপ্রেস এন্ট্রি । প্রোগ্রামটি মূলত তিনটি শ্রেণিতে বিভক্ত। সেগুলো হলো—১. ফেডারেল স্কিলড ওয়ার্কার, ২. ফেডারেল স্কিলড ট্রেডার ও ৩. কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস। এই তিন শ্রেণিতে পেশার কোনো বাঁধাধরা তালিকা নেই। নেই কোনো কোটা ব্যবস্থা।
১. প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম (পিএনপি)
কানাডার ১১টি প্রদেশে ইমিগ্রেশনের জন্য আবেদনকারীদের মনোনয়ন দেওয়া হতে পারে। একেক প্রদেশে একেক সময়ে তাদের উন্মুক্ত করে দেয়। সাধারণত প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের শর্তগুলো আলাদা হয়। প্রার্থীদের তাঁদের যোগ্যতা অনুযায়ী আবেদন করা উচিত। তবে এ ক্ষেত্রে লক্ষ রাখতে হয় প্রোগ্রামের সময়কাল সম্পর্কে। অনেক শর্তই এ ক্ষেত্রে শিথিলযোগ্য। তবে কিছু কিছু নতুন শর্তও আরোপ করতে দেখা যায়।
ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সিয়াল প্রোগ্রাম, সাসকাচুয়ান ইমিগ্র্যান্ট নমিনি প্রোগ্রাম ও অন্টারিয়ো ইমিগ্রান্ট নমিনি প্রোগ্রাম এখন চালু আছে। এ ছাড়া রয়েছে আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম। এ ছাড়া ১৯ মে-২০১৭ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে কুইবেক ইনভেস্টর প্রোগ্রাম।
ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সিয়াল প্রোগ্রাম
আইইএলটিএসে ৫ দশমিক ৫ স্কোরসহ দুই বছর কাজের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিরা স্নাতক ডিগ্রি থাকলেই কানাডার অন্যতম সুন্দর প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় আবেদন করা যাবে। ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সিয়াল প্রোগ্রামটি চারটি ক্যাটাগরিতে বিভক্ত। এক্সপ্রেস এন্ট্রি বিসি—স্কিলড ওয়ার্কার ও ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট এবং স্কিলস ইমিগ্রেশন : স্কিলড ওয়ার্কার ও এন্ট্রি লেভেল সেমি-স্কিলড। সর্বশেষ ড্রতে ৩৭৭ জন মনোনয়ন পেয়েছে শুধু ব্রিটিশ কলাম্বিয়া থেকে।
সাসকাচুয়ান ইমিগ্র্যান্ট নমিনি প্রোগ্রাম
কানাডার অন্যতম সেরা এবং উন্নত প্রদেশ সাসকাচুয়ানে কিছু বিশেষ পেশাজীবীরা খুব সহজ আবেদন করা ও দ্রুততম সময়ে সপরিবারে ইমিগ্রেশন ভিসা পেতে পারেন। পেশাগুলোর মধ্যে রয়েছে :
- কম্পিউটার বা ইনফরমেশন সিস্টেম ইঞ্জিনিয়ার বা অ্যানালিস্ট
- সিভিল ইঞ্জিনিয়ার
- মেকানিক্যাল ইঞ্জিনিয়ার
- এনজিও কর্মকর্তা বা সোশ্যাল ওয়ার্কার বা প্রজেক্ট ম্যানেজার
- এগ্রিকালচার ম্যানেজার বা কৃষি কর্মকর্তা
- সাপ্লাইন চেইন বা পারচেজ ম্যানেজার
- ম্যাথমেটিশিয়ান বা স্টাটিসটিশিয়ান
অন্টারিও ইমিগ্র্যান্ট নমিনি প্রোগ্রাম
কানাডায় যাঁরা পড়াশোনা করেছেন, কানাডায় চাকরি করার যোগ্যতা রয়েছে, কানাডায় চাকরির প্রস্তাব পেয়েছেন বা ব্যবসা করতে ইচ্ছুক তাঁরাই এই নির্দিষ্ট প্রদেশে আবেদন করে স্থায়ী হতে পারেন।
আবেদন করার শেষ তারিখ :
প্রোফাইল তৈরি করার পর ১৪ দিন সময় থাকে যেকোনো ক্যাটাগরিতে আবেদন করার।
নোভা স্কটিয়া নোমিনি প্রোগ্রাম (এনএসএনপি)
২০১৫ সালের পর এই প্রোগ্রাম আগামী সপ্তাহের যেকোনো দিন চালু হতে পারে। ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টস, অ্যাডমিন অফিসার, সিভিল ইঞ্জিনিয়ার, কম্পিউটারে দক্ষ, নার্স ও এনজিও কর্মীরা প্রোগ্রামটিতে আবেদন করতে পারবেন।
আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম
মার্চ-২০১৭ থেকে তিনটি ক্যাটাগরিতে আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম চালু হয়েছে। এর আওতায় দীর্ঘদিন কানাডায় কাজ করার সুযোগ পাওয়া যায়। যেহেতু প্রোগ্রামটিতে চাকরির অফার থাকে, তাই অনেকের পছন্দনীয় প্রোগ্রাম এটি। ২০১৭ সালে দুই হাজার পরিবার এ সুযোগ পাবে বলে আটলান্টিক সরকার বিষয়টি নিশ্চিত করেছে।
কিউবেক ইমিগ্রেশন
কিউবেক কানাডার একটি প্রদেশ হলেও এর ইমিগ্রেশন প্রক্রিয়া আলাদা ও স্বতন্ত্র। বছরের যেকোনো সময় নির্দিষ্ট কোটা উল্লেখ করে প্রোগ্রাম ঘোষণা করা হয়। সাধারণত এই প্রদেশের শর্ত বা যোগ্যতাগুলো অনেক সহজ ও শিথিল থাকে। কিউবেকের প্রোগ্রামগুলো মূলত তিনটি ক্যাটাগরিতে হয়ে থাকে। সেগুলো হলো—দ্য কিউবেক স্কলড ওয়ার্কার প্রোগ্রাম, এন্টারপ্রেনিয়ার প্রোগ্রাম ও কিউবেক এক্সপেরিয়েন্স ক্লাস। প্রতিটি প্রোগ্রামের নিজস্ব শর্ত রয়েছে। আগামী ১২ মাসের মধ্যে আরো পাঁচ হাজার অভিবাসী নেবে এই প্রদেশ। যেকোনো সময় প্রোগ্রামটি চালু হতে পারে।
কিউবেক ইনভেস্টর প্রোগ্রাম
আগামী ২৯ মে-২০১৭ কিউবেক ইনভেস্টর প্রোগ্রাম আবার চালু হতে যাচ্ছে। সবচেয়ে দ্রুত ও কম সময়ে পরিবারসহ স্থায়ী নাগরিক হওয়ার সুযোগ রয়েছে এই প্রোগ্রামের আওতায়। আট লাখ কানাডিয়ান ডলার বিনিয়োগ করে এই প্রোগ্রামে আবেদন করা যায়। বিনিয়োগটি শতভাগ নিরাপদ।
ফেডারেল স্কিলড ট্রেডারস প্রোগ্রাম (এফএসটিপি)
কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডারসহ কয়েকটি পেশাজীবীরা এই প্রোগ্রামের আওতায় আবেদন করে চাকরিসহ ইমিগ্রেশন করতে পারেন। তবে তাদের বিদেশি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ‘ট্রেড স্কিল সার্টিফিকেট’ থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাও থাকতে হবে। এ ছাড়া কনস্ট্রাকশন, চিফ কুক, বেকার, ফিস প্রসেসিং, ইলেকট্রিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল, যন্ত্রপাতি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, প্রাকৃতিক সম্পদ পরিচালনা, কৃষিকাজ ইত্যাদি কাজেরও প্রচুর চাহিদা রয়েছে কানাডায়। পরিবারের যোগ্য সদস্যরা এই প্রোগ্রামের আওতায় কানাডায় যেতে পারবেন। বয়স ১৮ থেকে ৪৫ বছর হলেই আবেদন করা যাবে।
ফ্যামিলি ইমিগ্রেশন
ফ্যামিলি স্পন্সরশিপের আওতায় কানাডার ইমিগ্রেশন পাওয়া সবচেয়ে সহজ ও দ্রুত হয়। তবে যাঁদের নিকটাত্মীয় নেই, তাঁরা এই সুযোগ পাবেন না।
কেয়ারগিভারস প্রোগ্রাম
এই প্রোগ্রামের মাধ্যমে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে পরিবারসহ কানাডায় স্থায়ী হওয়া যায়। শুধু সনদপ্রাপ্ত নার্সরা আবেদন করতে পারবেন। অন্য প্রচলিত প্রোগ্রামের মতো ৬৭ পয়েন্ট বা এক হাজার ২০০ সিআরএস পয়েন্টের প্রয়োজন নেই। নার্সিংয়ে ডিপ্লোমা বা বিএসসি পাস ও আইইএলটিএসে ন্যূনতম স্কোর পাঁচ থাকলেই আবেদন করে চাকরিসহ কানাডায় যাওয়ার সুযোগ থাকছে লাইভ ইন কেয়ারগিভার (এলপিসি) প্রোগ্রামের মাধ্যমে। শিশু শিক্ষা ও যত্ন, গেরিয়াট্রিক কেয়ার, পেডিয়াট্রিক নার্সিং বা বয়স্কদের বা প্রাথমিক শিক্ষা ইমিগ্রেশনপ্রাপ্তদের প্রধান কাজ হবে।
ইনভেস্টর প্রোগ্রাম ইন কানাডা
 এই প্রোগ্রামে আবেদন করার সুবিধাগুলো হলো :
• দুই লাখ ২০ হাজার কানাডীয় ডলার বিনিয়োগ করার সামর্থ্য।
• পরিবারসহ স্থায়ীভাবে বসবাস।
• শিক্ষাগত যোগ্যতা বা আইইএলটিএসের কোনো শর্ত নেই।
• এর দশমিক ৬ মিলিয়ন কানাডীয় ডলারের সম্পদ থাকলেই এই প্রোগ্রামের আওতায় কানাডায় স্থায়ী হওয়া যায়।
এ ছাড়া আইট প্রফেশনাল, ইঞ্জিনিয়ার, ম্যানেজার, এইচআর, অ্যাডমিন, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, সেলস অ্যান্ড মার্কেটিং, অ্যাডমিন (এইচআর), ইনফরমেশন সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড কনসালট্যান্ট, মিডিয়া ডেভেলপারস, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ইউনিভার্সিটি প্রফেসর অ্যান্ড লেকচারার, রিটেইলস সেলস সুপারভাইজার, গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ইলাসট্রেটর, ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট, ব্যাংকারসহ বিভিন্ন পেশার প্রার্থীরা আবেদন করতে
কানাডায় ভিসার বিষয়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে লেখক, কলামিস্ট, মিডিয়া ব্যক্তিত্ব, আন্তর্জাতিক অভিবাসন আইন বিশেষজ্ঞ ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শেখ সালাহউদ্দিন আহমেদ রাজুর। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে যাঁরা যোগ্যতা রাখেন, তাঁদের আর দেরি করা ঠিক হবে না।’
‘অযোগ্য ব্যক্তিরা অযথা আবেদন করে দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না’ বলেও সতর্ক করেন রাজু।
এ বিষয়ে সাহায্য প্রয়োজন হলে আগ্রহীরা ওয়ার্ল্ডওয়াইড মাইগ্রেশন কনসালট্যান্টস লিমিটেডের চেয়ারম্যান ড. শেখ সালাহউদ্দিন আহমেদ রাজুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত পাঠানো যাবে info@worldwidemigration.org ই-মেইল ঠিকানায়। এ ছাড়া যোগাযোগ করা যাবে হোয়াটসঅ্যাপ অথবা ভাইবারে +৬০১৪৩৩০০৬৩৯ নম্বরে। এ ছাড়া ভিজিট করা যাবে www.wwbmc.com. ওয়েবসাইটে।
এ ছাড়া ঢাকার উত্তরায় ৭ নম্বর সেক্টরের ৫১ সোনারগাঁও জনপথে অবস্থিত খান টাওয়ারে ওয়ার্ল্ডওয়াইড মাইগ্রেশন লিমিটেডের অফিসেও খোঁজ নেওয়া যেতে পারে। ফোনে প্রাথমিক তথ্যের জন্য কথা বলতে পারেন ০১৯৬৬০৪১৫৫৫, ০১৯৯৩৮৪৩৩৪০, ০১৯৬৬০৪১৮৮৮, ০১৯৯৩৮৪৩৩৩৯ ও ০১৯৬৬০৪১৩৩৩ নম্বরে।

Tuesday, March 28, 2017

মেয়ের নাম ‘আল্লাহ’ রেখে বিপাকে মার্কিন বাবা-মা

মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার এক দম্পতি তাদের মেয়ের নাম ‘আল্লাহ’ রাখতে চেয়েছিলেন, কিন্তু রাজ্যের কর্তৃপক্ষ তা নিষিদ্ধ করায় তারা এখন আইনের আশ্রয় নিয়েছেন।

শিশু কন্যাটির বয়স এখন ২২ মাস। নাম রাখা নিয়ে এই ঝামেলা বাঁধার ফলে এখনো তার কোনো নাম নেই।

তার মা এলিজাবেথ হ্যান্ডি এবং বাবা বিলাল ওয়াক - মেয়ের নাম রাখতে চেয়েছিলেন ‘যালিখা গ্রেসফুল লোরেইনা আল্লাহ’।

কিন্তু রাজ্যের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ এই নামে কোন বার্থ সার্টিফিকেট বা জন্ম সনদ ইস্যু করতে অস্বীকার করে। তাদের যুক্তি: বাচ্চার পদবী হতে হবে তার বাবার বা মা’র নামে ‘হ্যান্ডি’ বা ‘ওয়াক’ - কিন্তু ‘আল্লাহ’ কোন পদবী হতে পারে না।

এতে ক্ষুব্ধ হয়ে দম্পতিটির পক্ষে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন ফুলটন কাউন্টির আদালতে এক মামলা করে দিয়েছে।

শিশুটির বাবা বলছেন, ইচ্ছেমত নাম রাখতে না দেয়াটা একেবারেই অন্যায় এবং তাদের অধিকারের লংঘন।

অবিবাহিত এই দম্পতির এর আগে একটি ছেলে হয়েছে। তার নাম ‘মাস্টারফুল মোশিরা আলি আল্লাহ’ বলে উল্লেখ করা হয় মামলার আবেদনে।

কর্তৃপক্ষ অবশ্য বলছে, শিশুর জন্ম নিবন্ধীকরণের জন্য আইন অনুযায়ী বাবা বা মা’র পদবী ব্যবহার করতে হবে। তা না হলে শিশুটি সোশ্যাল সিকিউরিটি নাম্বার পাবে না।

তারা বলছে, তবে অভিভাবকরা যদি চান নিবন্ধীকরণের পর উচ্চতর আদালতে আরেকটি আবেদন করে এটা পরিবর্তন করা যাবে, তার আগে নয়।

তবে দম্পতির আইনজীবী বলছেন, এটা খুবই সহজ একটি মামলা। শিশুর নাম কি হবে তা ঠিক করবেন বাবা-মা - এখানে রাষ্ট্রের কিছু বলার নেই।

কিন্তু জন্ম সনদ না থাকলে শিশুটির নাগরিকত্ব এবং অধিকার নিয়ে নানা সমস্যা তৈরি হতে পারে, এটাই আশংকা।

সূত্র: বিবিসি

Tuesday, May 31, 2016

Monday, May 9, 2016

এইমাত্র ০৯ মে ২০১৬

মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা নিজামীর রিভিউর পূর্ণ রায় লেখা শেষ, বিচারপতিদের স্বাক্ষরের পর প্রকাশ


মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের সৈয়দ মোহাম্মদ হোসাইন ও মোসলেম প্রধানের বিরুদ্ধে ছয়টি অভিযোগ গঠন, ৫ জুন সাক্ষ্যগ্রহণ শুরু







Thursday, March 10, 2016

এইমাত্র

     # অর্থ পাচার মামলায় ইটিভির সাবেক চেয়ারম্যান আবদুস সালাম তিন দিনের রিমান্ডে

     #দেশের সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় অভ্যন্তরীণ ও বাইরের হুমকি মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

#যুক্তরাজ্যের কার্গো বিমান নিষেধাজ্ঞায় সব ধরনের সতর্কতা নেওয়া হয়েছে, ৩১ মার্চের মধ্যে সব ঠিক হয়ে যাবে : মন্ত্রী রাশেদ খান মেনন

#সেনাবাহিনীর নবগঠিত ১০ পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিতে কক্সবাজারের রামুতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

#কক্সবাজারে কার্গো বিমান বিধ্বস্তের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

#ঝিনাইদহের অচিন্তনগরে একটি কারখানায় আগুন, চারজন দগ্ধ, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

#সুন্দরবনের কচিখালীতে র‍্যাব-কোস্টগার্ডের যৌথ অভিযান, ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নয়ন বাহিনীর প্রধানসহ চারজন নিহত

Wednesday, March 9, 2016

তামিম ও বোলাররা জেতালেন বাংলাদেশকে

বাছাইপর্বের বৈতরণী পার হয়েই টি২০ বিশ্বকাপের মূলপর্বে উঠতে হবে বাংলাদেশকে। এটাই ছিল প্রথম শর্ত। আর সেই শর্তের প্রথম পরীক্ষায় ভালোমতো উতরে গেল বাংলাদেশ। নেদারল্যান্ডকে ৮ রানে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে পথে এক ধাপ এগিয়ে গেলো মাশরাফির দল। ব্যাটিংয়ে নেমে তামিম বাদে ব্যাট হাতে ব্যর্থ হন বাকিরা। তবে বল হাতে সফল ছিলেন প্রায় সবাই। তামিম ও বোলারদের বদান্যতায় বাছাইপর্বের প্রথম ম্যাচে জিতেছে বাংলাদেশ।

বিশ্বকাপের মূলপর্বে যাওয়ার লড়াইয়ে নেদারল্যান্ডকে ১৫৪ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাব দিতে গিয়ে আত্মবিশ্বাসের সাথে নিজেদের ইসিংস শুরু করেও ২০ ওভার শেষে ১৪৫ রান করতে সমর্থ হয় ডাচরা। শুরুটা ভালো করেছিল নেদারল্যান্ড। তবে ডাচদের রানের রেশ টেনে ধরেন অাল আমিন। দলীয় ২১ রানে ডাচদের ইনিংসে প্রথম অাঘাত হানেন এই পেসার। বেরেসিকে সাব্বিরের ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে ফেরান আল আমিন।

এরপর বাংলাদেশের জন্য পথের কাঁটা হয়ে থাকা স্টিভেন মাইবার্গকে ফেরান নাসির হোসেন। আউট হবার আগে ২৯ বলে ২৯ রান করেন মাইবার্গ। এরপর কুপার-বোরেন জুটিটাও বেশ ভয়ঙ্কর হয়ে উঠছিল। ১৯ বলে ২৪ রান আসে এই জুটিতে। তবে সময়মতো জুটিটো ভেঙেছেন সাকিব। সাকিবের বলে আড়াআড়ি খেলতে গিয়ে বোল্ড হন বেন কুপার। নেদারল্যান্ডের রান তখন ৭৭।

বোরেন-কুপারের চতুর্থ উইকেট জুটিটা বেশ ভয়ঙ্কর হয়ে উঠেছিল। তবে দলীয় ১১২ রানে ডাচ অধিনায়ক পিটার বোরেনকে আউট করেন সাকিব আল হাসান। সেই ওভারের চতুর্থ বলেই বোরেনের সহজ একটা ক্যাচ ছেড়েছিলেন নাসির। তবে দুই বল ব্যবধানে সেই নাসিরের কাছেই ক্যাচ দিয়ে ফিরে ডান ডাচ দলনেতা।

১৭তম ওভারের ভ্যান ডার মারইউকে আউট করে বাংলাদেশের জয়টা প্রায় নিশ্চিত করে ফেলেন অধিনায়ক মাশরাফি। এই ম্যাচে অসাধারণ বোলিং করেছেন বাংলাদেশে দলপতি। চার ওভার বল করে মাত্র ১৪ রান দিয়ে এক উইকেট নেন মাশরাফি। বোরেন আউট হবার পর ডাচদের স্কোরবোর্ড স্থবির হয়ে পড়ে। উইকেটে টম কুপার থাকলেও তাসকিন-আল আমিনদের আটোসাট বোলিংয়ের সামনে দলকে জেতাতে পারেননি তিনি। শেষ পর্যন্ত রানে হারতে হয় ডাচদের।

বাংলাদেশের হয়ে সাকিব দুটি উইকেট নেন। এছাড়া আল আমিন ও মাশরাফি একটি করে উইকেট নেন।

এর আগে তামিমের ৮৩ রানে ভর করে ৭ উইকেটে ১৫৩ রান করেছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নেদারল্যান্ডস। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে টাইগাররা। ৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৮ রান। চতুর্থ ওভারের শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

চতুর্থ ওভারের প্রথম বলে ম্যাকিরিনের বলে কাট করতে গিয়ে উইকেটরক্ষক ব্যারিসিকে ক্যাপ দিয়ে ফিরে আসেন সৌম্য। আউট হবার আগে ১৩ বলে ১৫ রান করেন এই ওপেনার। আর একবার ভালো শুরুর পরেও ইনিংসটাকে বড় করতে পারলেন না সৌম্য সরকার। এর আগে প্রথম ওভারের পঞ্চম বলে বুখারির বলে ক্যাচ দিয়েও সে যাত্রায় বেচে যান সৌম্য। 

এরপর বাংলাদেশের ইনিংসটাকে টানতে থাকেন তামিম-সাব্বির জুটি। এই জুটি ২৭ বল খেলে স্কোরবোর্ডে ৩৩ রান যোগ করেন। নবম ওভারের দ্বিতীয় বলে ভ্যান ডার মারইউয়ের বলে বিশাল একটি ছয় মারেন সাব্বির রহমান। এরপরের বলেই লেগ বিফোরের ফাঁদে পরেন এশিয়া কাপের সেরা খেলোয়ার। অপরপ্রান্তে অবশ্য বেশ স্বচ্ছন্দে খেলতে থাকেন তামিম ইকবাল। তবে খারাপ সময় যেন কাটতেই চাইছে না সাকিব আল হাসানের। বাছাইপর্বের প্রথম ম্যচেও রান পাননি এই অলরাউন্ডার।

ডাচ অধিনায়ক পেটার বোরেনের অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে মাইবার্গের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সাকিব। ২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ হাফসেঞ্চুরি করেছিলেন সাব্বির। এরপর ১৩ ইনিংসে মাত্র একটি ত্রিশোর্ধ রানের ইনিংস রয়েছে সাকিবের।

এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ব্যর্থ হলেও বিশ্বকাপে জ্বলে উঠে তামিমের ব্যাট। ১৩তম ওভারের পঞ্চম বলে মারইউয়ের বলে দুই রান নিয়ে নিজের অর্ধশতক পূরণ করেন তামিম ইকবাল। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ হাফ সেঞ্চুরি করেছিলেন তামিম। 

হাফসেঞ্চুরি করতে মাত্র ৩৭ বল খেলেন তামিম। ৩টি চার ও দুটি ছয়ে এই হাফ সেঞ্চুরি করেন তিনি। অর্ধশতকের পর আরো বেপরোয়া হয়ে উঠেন তামিম। তবে ১৫তম ওভারে আউট হয়ে ফির যান দি ফিনিশার খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ। গুটেনের বলে আউট হবার আগে ৯ বলে ১০ রান করেন মাহমুদউল্লাহ।

মাহমুদইল্লাহ ফেরার পরপরই আউট হন মুশফিকুর রহিমও। সাকিবের মতো তারও ব্যাটিং দুর্দশা কাটছে না। এশিয়া কাপের পর বিশ্বকাপের প্রথম ম্যাচেও ব্যর্থ হলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিক। অধিনায়ক মাশরাফি ফিরে যান ৭ রান করে। শেষ ওভারে তামিম ও আরাফাত সানি একটি করে ছয় মারলে ১৫৩ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।  

ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সাড়ে ৩টায় মাঠে নামে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আরাফাত সানি, আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদ।

নেদারল্যান্ডস একাদশ: স্টিফেন মাইবার্গ, ওয়েসলে ব্যারেসি (উইকেটরক্ষক), বেন কুপার, টম কুপার, রোয়েলফ ভ্যান ডের মারওয়ে, টিম ভ্যান ডের গুগটেন, আহসান মালিক, লোগান ভ্যান বিক, পল ভ্যান মেকারেন, পিটার বোরেন (অধিনায়ক) ও মুদাসসার বুখারি।

নেদারল্যান্ডসকে ১৫৪ রানের টার্গেট দিল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করেছে। ফলে নেদারল্যান্ডসকে জিততে হলে করতে হবে ১৫৪ রান।
 
দলের পক্ষে সব চেয়ে বেশি রান করেন তামিম ইকবাল। তিনি ৫৮ বলে ৮৩ রান করে অপরাজিত থাকেন। মুশফিকুর রহিম (০), মাহমুদউল্লাহ (১০), সাকিব আল হাসান (৫), সাব্বির রহমান (১৫) ও সৌম্য সরকার (১৫), নাসির হোসেন (৩), মাশরাফি (৭) রান করে আউট হন।
 
বুধবার নয়নাভিরাম ধর্মশালার হিচমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় নেদারল্যান্ডস।
 
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, আরাফাত সানী, আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদ।

Friday, February 12, 2016

এইমাত্র পাওয়া

পাবনার চাটমোহরে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেসের ৪টি বগি লাইনচ্যুত; ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates