Social Icons

Showing posts with label খেলাধুলা. Show all posts
Showing posts with label খেলাধুলা. Show all posts

Saturday, March 23, 2019

ব্রাজিলকে রুখে দিল পানামা

পর্তুগালের পোর্তোয় শনিবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হারের পর গত বছরে নিজেদের শেষ ছয় ম্যাচের সবকটিতে জিতেছিল ব্রাজিল। আগামী জুন জুলাইয়ে হতে যাওয়া কোপা আমেরিকার প্রস্তুতি পর্বে ফিফা র‌্যাঙ্কিংয়ের ৭৬তম দলটির সঙ্গে ড্র করে।
 
ম্যাচের শুরু থেকে একচেটিয়া বল দখলে রাখা ব্রাজিল অষ্টাদশ মিনিটে প্রথম সুযোগ পায়। ফিলিপে কৌতিনিয়োর দারুণ ক্রসে রবের্তো ফিরমিনোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পাঁচ মিনিট পর ডি বক্সের বাইরে থেকে বার্সেলোনা মিডফিল্ডার আর্থার মেলোর কোনাকুনি শট পোস্ট ঘেঁষে চলে যায়।
 
৩২ মিনিটে গোলের অপেক্ষা শেষ হয় পাঁচবারের বিশ্বকাপজয়ীদের। ডান দিক থেকে কাসেমিরোর দারুণ এক ক্রস ছোট ডি বক্সের বাইরে পেয়ে বাঁ পায়ের ভলিতে বল ঠিকানায় পাঠান নেইমারের অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সিধারী পাকুয়েতা। ঝাঁপিয়ে পড়া গোলরক্ষকের হাতে লেগে বল জালে জড়ায়। জাতীয় দলের হয়ে ২১ বছর বয়সী এসি মিলান মিডফিল্ডারের এটি প্রথম গোল।
 
৪ মিনিট পরেই গোল শোধ করে পাল্টা জবাব দেয় পানামা। মাঝমাঠের কাছ থেকে সতীর্থের ফ্রি কিকে বল ডি বক্সে পেয়ে হেডে ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এদেরসনের মাথার ওপর দিয়ে জালে পাঠান ডিফেন্ডার আদোলফো মাচাদো। পুরো ম্যাচ ব্রাজিলের নিয়ন্ত্রণ থাকার পরও ড্র দিয়ে শেষ করতে হলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের।

Monday, March 4, 2019

ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমার খেলার চেয়ে বেশি পার্টি করেই বেড়ান !

বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরো (প্রায় ২ হাজার কোটি টাকা) দিয়ে ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমারকে কিনে আনার পেছনে পিএসজির একটিই বড় উদ্দেশ্য ছিল, চ্যাম্পিয়ন্স লিগ জেতা। কিন্তু বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হয়ে নেইমার পিএসজিকে কি দিতে পেরেছেন? কিছুই না। যখনই তাকে সবচেয়ে বেশি প্রয়োজন দলের, তখনই তিনি ইনজুরিতে পড়ে যান। তাকে মাঠের বাইরে কাটাতে হয় লম্বা একটি সময়। এরই মধ্যে পিএসজির যা হওয়ার হয়ে যায়।
আর বার্সা থেকে পিএসজিতে নেইমারের হুট করে চলে আসার সবচেয়ে বড় কারণ কি? বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকার খেতাব জয় করা। ব্যালন ডি’অর এবং ফিফা দ্য বেস্টের পুরস্কার জেতা। কিন্তু নেইমার কি পেরেছেন কিংবা সেই পথে যেতে পেরেছেন একটুও? বার্সায় থাকতে তো সেরা তিনেও ছিল তার নাম। কিন্তু পিএসজিতে আসার পর সেরা দশেও নেইমার তার নাম।
এর মূল কারণ কি? সমালোচকরা সঠিক কারণ বের করেছেন। নেইমার খেলার চেয়ে মৌজ-মাস্তিতেই মেতে থাকেন বেশি। দলের জন্য না হোক, নিজের জন্যও এখন আর খেলতে চান না তিনি। এমনকি মাত্র কিছুদিন আগে নিজের ২৭তম জন্মদিনটা ইনজুরি নিয়েও তিনি পালন করেছেন প্রচুর মাস্তি করার মধ্য দিয়ে।
এ কারণেই সমালোচকরা দাবি করছেন, নেইমার মৌজ-মাস্তিতে সবচেয়ে বেশি মেতে থাকা এবং সে দিকে বেশি মনযোগ দেয়ার কারণেই পারছেন না নিজেকে মেলে ধরতে। দলের হয়ে নিজের সেরাটা ঢেলে দিতে। এমনকি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে না পারার কারণে ইনজুরিতেও পড়ছেন সবচেয়ে বেশি।
Neymar
যদিও এই সমালোচনার জবাবে নেইমার পুরোপুরী বিষয়টাকে অস্বীকার করেছেন। এই অভিযোগ স্রেফ উড়িয়ে দিয়েছেন তিনি। গ্লোবো এস্পোর্টেকে দেয়া সাক্ষাৎকারে তিনি সরাসরি বলে দিয়েছেন, ‘আমি মনে করি না, আমার সামাজিক জীবন (সোশ্যাল লাইফ) কোনোভাবে আমার পারফরম্যান্সকে প্রভাবিত করে। অথচ, আমি খুব মজা করি মাঠের বাইরে এবং সেটাকে টেনে নেয়ার চেষ্টা করি মাঠের ভেতরেও। যেন আমার পারফরম্যান্সে ভিন্ন কোনো কিছুর প্রভাব না পড়ে।’
নিজের পরিসংখ্যান তুলে ধরে সমালোচকদের জবাব দিয়েছেন নেইমার। তিনি বলেন, ‘পরিসংখ্যানই জানাবে যে, মাঠের পারফরম্যান্স আমার কতটা ভালো। ২০১৬ অলিম্পিকের সময়ই আমি বলেছিলাম যে, আমার ব্যক্তিগত জীবন একান্তই আমার। এবং আমি এ নিয়েই এগিয়ে যাবো। আমি যেটা ভালো মনে করবো সেটাই করে যাবো। কারণ, এটাই আমার কাজ, আমার ব্যবসা।’
মাঠের পারফরম্যান্স নিয়ে নেইমার বলেন, ‘মাঠের মধ্যে আমার পারফরম্যান্স নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতেই পারে আমাকে। আপনি এটা নিয়ে মাঠের বাইরেও কথা বলতেই পারেন। আমি অবশ্যই এ নিয়ে আপনার সামনে হাজির হবো। যদি আমি কোনো কিছু করতে চাই, তাহলে সেটা আমি করবোই। কারণ, জীবনটা তো আমার। আমি এখন ২৭-এ।

Wednesday, December 26, 2018

নেইমারকে বার্সায় চান ব্রাজিলের আর্থার

Saturday, December 22, 2018

২০২৩ সাল পর্যন্ত ইউভেন্তুসে ব্রাজিলের সান্দ্রো

কেন হুট করে ব্রাজিলে গেলেন নেইমার?

কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই ব্রাজিল সুপারস্টার নেইমারের প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ছেড়ে নিজ দেশ ব্রাজিলে ফিরে যাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। আবার কোনো বিবাদে জড়াননিতো 'ওয়ান্ডার বয়'? তবে জানা গেল, সেরকম কিছুই নয়।  অনুমতি নিয়েই নেইমার ব্রাজিলে ফিরে গেছে বলে নিশ্চিত করেছেন পিএসজি কোচ থমাস টাচেল। শনিবার নানটেসের বিপক্ষে লিগ ওয়ানের বিপক্ষে হোম ম্যাচে এজন্য তিনি থাকছেন না।
সাম্প্রতিক সময়ে ইনজুরি নিয়েই খেলেছেন নেইমার। এর মধ্যে লিভারপুল ও রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলোও ছিল। এ কারনেই ২৬ বছর বয়সী এই তারকা স্ট্রাইকারের বিশ্রাম প্রয়োজন বলে টাচেল মনে করেন।
এক সংবাদ সম্মেলনে টাচেল বলেন, 'আমার অনুমতি নিয়েই নেইমার ব্রাজিলে গেছে। সে ইনজুরিতে ভুগছে। রেড স্টারের বিপক্ষে আমরা ঝুঁকি নিয়েই তাকে খেলিয়েছি। সে প্রতিটি ম্যাচই খেলতে চায়। কিন্তু এ ব্যাপারে আমাদের অবশ্যই সতর্ক হতে হবে। দুই সপ্তাহের জন্য তার বিশ্রামের প্রয়োজন রয়েছে।'
মিডফিল্ডার আদ্রিয়েন রাবোয়িট নিজের আত্মবিশ্বাস হারিয়েছেন বলে অক্টোবরে মার্সেইর বিপক্ষে তাকে দল থেকে বাদ দেয়া হয়েছিল। সেটা একটি বড় ম্যাচ ছিল। যে কারণে ভালো খেলতে থাকা জুলিয়ান ড্রাক্সলারকে খেলানো হয়েছে। এখানে অন্য কোন কারন নেই। এটা ক্লাবের সিদ্ধান্ত ছিল বলেও টাচেল মন্তব্য করেছেন।
জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডোতে বিশেষ করে মধ্যমাঠের খেলোয়াড়ের উপর বেশি গুরুত্ব দিবেন বলে ইঙ্গিত দিয়েছেন পিএসজি বস। গোলরক্ষক হিসেবে আলফোনসে আরেয়োলার ২০২৩ পর্যন্ত চুক্তি বৃদ্ধির বিষয়টিকেও স্বাগত জানিয়েছেন টাচেল।

Wednesday, December 19, 2018

নাটুকেপনা করে নেতিবাচক ভাবমূর্তি গড়েছে নেইমার: পেলে

Saturday, December 15, 2018

শুধু বান্ধবী নয়, বান্ধবীর সঙ্গে বাড়িও খোয়ালেন ম্যারাডোনা।

বয়সের পার্থক্য ৩০। প্রেমিকের বয়স ৫৮, প্রেমিকার মাত্র ২৮। শুরুতেই তাই অনুমান করা গিয়েছিল ডিয়েগো ম্যারাডোনা ও তার নতুন বান্ধবী রোচিও অলিভার সম্পর্ক বেশি দিন টিকবে না। তবে পরিণতিটা হলো ধারণার চেয়েও ভয়াবহ। 
শুধু বান্ধবী নয়, বান্ধবীর সঙ্গে বাড়িও খোয়ালেন ম্যারাডোনা। সম্পর্কের সুতোটা এক টানে ছিঁড়ে ফেলেছেন প্রেমিকা অলিভা। পাশাপাশি প্রেমিক ম্যারাডোনাকে বাড়ি থেকেও বের করে দিয়েছেন। অথচ বান্ধবী অলিভাকেও এই বাড়িটা কিনে দিয়েছিলেন ম্যারাডোনাই।
সাবেক স্ত্রী ক্লদিও ভিল্লাফানের সঙ্গে দীর্ঘ ১৭ বছরের বৈবাহিক সম্পর্ক চুকে যাওয়ার পর একাই চলছিলেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর। কিন্তু ২০১২ সালে হুট করেই এক অনুষ্ঠানে আর্জেন্টিনার সাবেক মহিলা ফুটবলার অলিভার সঙ্গে ম্যারাডোনার প্রথম দেখা হয় ম্যারাডোনার। দেখা থেকে পরিচয়। পরিচয় দ্রুতই রূপ নেয় প্রনয়ে। খুব কম সময়ের মধ্যেই দুজনে হয়ে যান দুজনার।
নিন্দুকেরা অবশ্য তখনই বলাবলি করছিল, স্রেফ টাকা-পয়সার লোভেই ‘বুড়ো’ ম্যারাডোনার প্রেমের সাম্পানে চড়ে বসেছেন অলিভা। বয়স অর্ধেকেরও কম। রূপ-সৌন্দয্যেও পরিপূর্ণ অলিভা। গা ভর্তি রূপ-লাবন্য থাকা সত্ত্বেও ২৮ বছর বয়সী অলিভা ৫৮ বছর বয়সী ম্যারাডোনার প্রেমে হাবুডুবু খাওয়ার পেছনে এই একটাই কারণ দেখছিল তারা।
ম্যারাডোনা অবশ্য সেসব সমালোচনাকে পাত্তাই দেননি। তাদের মধ্যকার অতি-অন্তরঙ্গতাও নিন্দুকদের ভুল প্রমাণ করছিল। অসম বয়সী প্রেমিক-প্রেমিকা একে অন্যের ‘বাহক’ হয়ে উঠেন। খেলার মাঠ থেকে নাইট ক্লাব, এক দেশ থেকে আরেক দেশ, যেখানেই গিয়েছেন দুজনে একসঙ্গে গেছেন। সুন্দরী প্রিয়তমাকে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করেননি ম্যারাডোনা।
প্রিয়তমাকে খুশি করতে সব কিছুই করেছেন ম্যারাডোনা। সুখে-শান্তিতে বসবাস করার স্বার্থে রাজধানী বুয়েনস এইরেসের সবচেয়ে অভিজাত এলাকা ভেল্লা বিস্তায় একটা রাজপ্রাসাদতূল্য বাড়িও কিনে দেন। বাড়িটা কিনেন বান্ধবী অলিভার নামেই।
সবকিছু পাওয়ার বিনিময়ে বান্ধবী অলিভাও প্রেমিকের হাত ধরেই হেঁটেছেন সব সময়। মুহূর্তের জন্যও ‘বুড়ো’ প্রেমিকের হাত ছেড়ে দেননি। দেখে মনে হয়েছে, যত প্রবল ঝড়োই উঠুক-তাদের সম্পর্কের বন্ধন ছিঁড়বে না। কিন্তু বাইরের ঝড়ের প্রয়োজনই হলো না। নিজেদের মধ্যকার তিক্ততার ঝড়েই এক টানে ছিঁড়ে গেল সুতো। ছিঁড়ে ফেললেন বান্ধবী অলিভাই।

Saturday, December 8, 2018

রিয়ালকে না বলে দিলেন ব্রাজিলিয়ান ফুটবলার

ব্রাজিলে মজেছে রিয়াল মাদ্রিদ। ব্রাজিলের যত তরুণ প্রতিভা, সবাইকে নিয়ে আসার পরিকল্পনায় নেমেছে স্প্যানিশ দলটি। ৪৫ মিলিয়ন ইউরো দিয়ে গত বছর ১৭ বছরের ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়েছে তারা। এ বছর ১৭ বছরের রদ্রিগোকে নিয়েছে ৪০ মিলিয়ন ইউরো দিয়ে। তাদের নতুন ব্রাজিলিয়ান লক্ষ্যের বয়স অবশ্য এবার একটু বেশিই ছিল। করিন্থিয়ানসের মিডফিল্ডার পেদ্রিনহোর বয়স ২০ ছুঁয়েছে।
কদিন আগেই স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, এই প্রতিভাবান মিডফিল্ডারকে দলে টানতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। সেটাও তাঁর রিলিজ ক্লজ ৫০ মিলিয়ন ইউরো দিয়ে। করিন্থিয়ানসের সঙ্গে দর-কষাকষি করার চেষ্টা নাকি করেছিল তারা। কিন্তু পেদ্রিনহোর দিকে বার্সেলোনারও আগ্রহ আছে শোনার পর আর দেরি করতে চায়নি রিয়াল। ভিনিসিয়ুস ও রদ্রিগোর বেলায় যা হয়েছিল ঠিক সেটাই করার চেষ্টা করেছে। রিলিজ ক্লজ দিয়েই চুক্তি সেরে নিতে চেয়েছে তারা। এটুকু শোনার পর ২০১৯ সালে রিয়ালের জার্সিতে আরও একজন ব্রাজিলিয়ানের সংখ্যা বাড়ার খবরটা প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল।
কিন্তু গতকাল ‘গ্লোবস্পোর্তে’ জানিয়েছে, স্পেন নয় জার্মানিকেই বেছে নিচ্ছেন পেদ্রিনহো। খেলোয়াড়ের খুব কাছের সূত্র নাকি জানিয়েছে, নিজের উন্নতি যাতে বাধাগ্রস্ত না হয় সেটা নিশ্চিত করতেই বরুসিয়া ডর্টমুন্ডকে বেছে নিচ্ছেন এই খেলোয়াড়। গত নভেম্বরেই নাকি পেদ্রিনহোর সঙ্গে কথা বলেছে ডর্টমুন্ড। তাঁর বাবার সঙ্গে কথা বলে এই খেলোয়াড়ের উন্নতির একটি পরিকল্পনাও এঁকে দেখিয়েছে ক্লাবটি। তাতে সন্তুষ্ট হয়েছেন বাবা-ছেলে।
উন্নতি করার জন্য ডর্টমুন্ড খেলোয়াড়দের বেশ পছন্দের ক্লাব। ওউসমানে ডেমবেলে, ক্রিশ্চিয়ান পুলিসিচ, জাডোন সানচোর মতো সব তরুণ প্রতিভারা ডর্টমুন্ডেই আলো ছড়িয়েছেন বা ছড়াচ্ছেন। এ কারণেই ইউরোপের কঠিন লিগগুলোর সঙ্গে মানিয়ে নিতে ডর্টমুন্ডকেই প্রথম ধাপ বানাতে চাইছেন পেদ্রিনহো। খেলোয়াড়ের দাবি মেটাতে নাকি ডর্টমুন্ডের কাছে ৫০ মিলিয়নের অনেক কম মূল্যেই ছেড়ে দিতে রাজি হয়েছে করিন্থিয়ানস। তবে স্পোর্তের এ সংবাদের প্রেক্ষিতে কোনো মন্তব্য করতে রাজি হয়নি করিন্থিয়ানস।

Tuesday, December 4, 2018

মদরিচের কাছে ব্যালন ডি’অর ‘রাজত্ব’ হারালেন মেসি-রোনালদো

এক দশক ধরে মেসি-রোনালদোর আধিপত্য ভেঙে ব্যালন ডি’অর জিতলেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মদরিচ
২০০৭ সালে ফিফা ব্যালন ডি’অর জিতেছিলেন কাকা। ব্রাজিলের সাবেক এই মিডফিল্ডার তখন জানতেন না, ব্যতিক্রমী এক ইতিহাসের অংশ হতে যাচ্ছেন তিনি। বর্ষসেরা ফুটবলারের ট্রফি জিতে কাকা এমনিতেই ইতিহাসে নাম লিখিয়েছিলেন। পরে সবাই একরকম ভেবেই নিয়েছিল, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো অবসর নেওয়ার আগ পর্যন্ত তাঁদের বাইরে কাকাই সর্বশেষ ব্যালন ডি’অর জয়ী। ভুলটা ভাঙালেন লুকা মদরিচ। এবার ব্যালন ডি’অর জিতে মেসি-রোনালদোর গত এক দশকের রাজত্বের অবসান ঘটালেন ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডার।
কাকার পর গত এক দশকে পাঁচবার করে বর্ষসেরার এই ট্রফি জিতেছেন মেসি ও রোনালদো। এবার মেসি অবশ্য বেশ পিছিয়ে ছিলেন। বিশ্বকাপে তেমন ভালো করতে পারেনি তাঁর দেশ আর্জেন্টিনা। আর ইউরোপের ক্লাব ফুটবলেও গত মৌসুমে বড় কোনো সাফল্য পায়নি মেসির ক্লাব বার্সেলোনা। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে টানা তৃতীয় চ্যাম্পিয়নস লিগজয়ী রোনালদোর সম্ভাবনা ছিল। এ ছাড়া ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো আঁতোয়ান গ্রিজমানও ছিলেন সম্ভাব্য বিজয়ীদের আলোচনায়। কিন্তু সংবাদকর্মীদের ভোটে সবাইকে পেছনে ফেলে প্রথম ক্রোয়েশিয়ান হিসেবে ব্যালন ডি’অর জিতলেন মদরিচ।
ছেলেদের ব্যালন ডি’অর ট্রফি হাতে মদরিচ। পাশে মেয়েদের ব্যালন ডি’অর ট্রফি জয়ী হেজেরবার্গ এবং অনূর্ধ্ব-২১ ব্যালন ডি’অর ট্রফি জেতা এমবাপ্পে। ছবি: এএফপিছেলেদের ব্যালন ডি’অর ট্রফি হাতে মদরিচ। পাশে মেয়েদের ব্যালন ডি’অর ট্রফি জয়ী হেজেরবার্গ এবং অনূর্ধ্ব-২১ ব্যালন ডি’অর ট্রফি জেতা এমবাপ্পে। ছবি: এএফপিপ্যারিসে গত রাতে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মদরিচের হাতে তুলে দেওয়া হয় ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকীর এই পুরস্কার। সর্বোচ্চ ৭৫৩ পয়েন্ট নিয়ে এই ট্রফি জিতলেন তিনি। ৪৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রোনালদো এবং ৪১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় গ্রিজমান। মদরিচ যে এবার মেসি-রোনালদোর আধিপত্য ভেঙে দেবেন, তা মোটামুটি ধারণা করেছিলেন বিশ্লেষকেরা। আর সামাজিক যোগাযোগমাধ্যমেও ট্রফি দেওয়ার কয়েক ঘণ্টা আগেই ফাঁস হয়ে যায় কে কত ভোট পেয়েছেন, সেই তালিকায়। সেখানে মদরিচই ছিলেন বিজয়ী।
গত আগস্টে রোনালদো ও মোহাম্মদ সালাহকে পেছনে ফেলে উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন মদরিচ। পরের মাসে ফিফা বর্ষসেরা ‘বেস্ট’ ট্রফিও তিনি জিতে নেন ওই দুজনকে পেছনে ফেলে। গত মৌসুমে রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা ছাড়াও উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপাও জেতেন মদরিচ। এ ছাড়া ক্রোয়েশিয়াকে প্রথমবারের মতো তুলেছিলেন বিশ্বকাপের ফাইনালে। রাশিয়ায় বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ও জিতেছেন ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার।
স্ত্রী, পুত্র ও কন্যাকে নিয়ে সাধের ট্রফিতে চুমু খাচ্ছেন মদরিচ। ছবি: এএফপিস্ত্রী, পুত্র ও কন্যাকে নিয়ে সাধের ট্রফিতে চুমু খাচ্ছেন মদরিচ। ছবি: এএফপি৩৪৭ পয়েন্ট নিয়ে গ্রিজমানের পর চতুর্থ কিলিয়ান এমবাপ্পে। ২০০৭ সালের পর এবারই প্রথমবারের মতো শীর্ষ তিনের বাইরে ছিটকে পড়েছেন মেসি। পঞ্চম হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড জিতেছেন বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার ‘কোপা’ ট্রফি। অনূর্ধ্ব-২১ বছর খেলোয়াড়দের জন্য এবারই প্রথম চালু করা হয়েছে এই ট্রফি। মেয়েদের বর্ষসেরা ফুটবলারের ট্রফি জিতেছেন লিঁওতে খেলা নরওয়ের স্ট্রাইকার আডা হেগেরবার্গ।
গত এক দশকে মেসি-রোনালদোর আধিপত্যে অনেকেই ব্যালন ডি’অর জিততে পারেননি। আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি কিংবা ওয়েসলি স্নেইডারদের মতো খেলোয়াড়েরা পেছনে পড়েছেন এ দুজনের। মদরিচ তাঁর জেতা ট্রফিটি উৎসর্গ করলেন এসব যোগ্য কিন্তু ‘বঞ্চিত’ খেলোয়াড়দের প্রতি, ‘এর আগে বেশ কয়েকজন এ পুরস্কার জয়ের যোগ্য ছিল। ইনিয়েস্তা, জাভি কিংবা স্নেইডারের কথাই ধরুন। এই ট্রফি সেই সব খেলোয়াড়দের প্রতি যাঁরা যোগ্য হয়েও জিততে পারেনি। এ বছরটা আমার জন্য সত্যিই বিশেষ কিছু।’

Saturday, December 1, 2018

‘কোপা আমেরিকা পর্যন্ত’ আর্জেন্টিনার কোচ স্কালোনি

Saturday, November 17, 2018

ব্রাজিলের হলুদ জার্সির রূপকারের মৃত্যু

কোপা আমেরিকায় থাকতে চান রিশার্লিসন

Saturday, November 3, 2018

কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল দলে ভিনিসিয়াস

জানুয়ারি মাসে শুরু হবে ‘দক্ষিণ আমেরিকান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ-২০১৯’। এই টুর্নামেন্টকে সামনে রেখে ব্রাজিল তাদের অনূর্ধ্ব-২০ দলকে প্রস্তুত করছে। প্রস্তুতির অংশ হিসেবে চলতি মাসের ১৫ ও ২০ তারিখ কলম্বিয়ার বিপক্ষে দুটি ম্যাচ প্রীতি খেলবে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। এই ম্যাচকে সামনে রেখে দলে রাখা হয়েছে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে।

অবশ্য বিস্ময়করভাবে রদ্রিগো গোয়েসকে স্কোয়াডে রাখা হয়নি। গেল জুনে রদ্রিগোকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। অবশ্য স্পেনের ক্লাবটি এখনো বলেনি যে কবে নাগাদ রদ্রিগো রিয়ালে যোগ দিবে। সে কারণেই হয়তো তাকে দলে রাখা হয়নি।

ভিনিসিয়াস জুনিয়রের পাশাপাশি ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলে জায়গা পেয়েছেন রদ্রিগো গাথ, ভিতিনহো, মার্কোস অ্যান্তোনিও, মাউরো জুনিয়র, মারকুইনহোস, কুনহা ও পাওলিনহো।


Saturday, October 27, 2018

প্রথমবারের মতো ব্রাজিল দলে ডাক পেলেন অ্যালান

ব্রাজিল জাতীয় দলে প্রথমারের মত ডাক পেয়েছেন নাপোলি মিডফিল্ডার অ্যালান। এদিকে বিশ্বকাপের পর প্রথমবারের মতো দলে ফিরেছেন পলিনহো। নভেম্বরে উরুগুয়ে ও ক্যামেরুনের বিপক্ষে খেলতে যাওয়া দুটি প্রীতি ম্যাচের জন্য শুক্রবার ২৩ সদস্যের দল ঘোষণা করেন তিতে।
২০১১ সালে ব্রাজিলের অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ জয়ী সদস্য ছিলেন অ্যালান। পরের বছরই সিরি-আ ক্লাব উদিনেসে যোগ দিতে ব্রাজিলিয়ান ক্লাব ভাস্কো দা গামা ছেড়ে দেন। এই ক্লাবেই নিজেকে প্রমাণের মাধ্যমে শেষ পর্যন্ত নাপোলিতে যোগ দেন। সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে পারফরমেন্সের কারনেই নভেম্বরে উরুগুয়ে ও ক্যামেরুনের বিপক্ষে প্রীতি ম্যাচগুলোতে ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারকে বিবেচনা করতে বাধ্য হন তিতে।
তবে তাকে দলে নিয়ে সহকারী কোচ সিলভিনহোর আগ্রহই বেশি ছিল বলে তিতে জানিয়েছেন। মরিজিও সারির অধীনে অ্যালানের ফর্ম দেখে দারুন সন্তুষ্টি প্রকাশ করেছেন সিলভিনহো। বিশেষ করে গত প্রায় ৭ বছর ধরে ইউরোপে খেলার অভিজ্ঞতাই অ্যালানকে জাতীয় দলে সুযোগ করে দিয়েছে।
এদিকে বার্সেলোনা থেকে চাইনিজ সুপার লিগে গুয়াংজু এভানগ্রান্ডেতে যাবার পর ১৫ ম্যাচে ১১ গোল করে আবারো জাতীয় দলে ফিরে এসেছেন পাওলিনহো। অক্টোবরে সৌদি আরব ও আর্জেন্টিনার বিপক্ষে জয়ের পর দলে ফিরেছেন মার্সেলো, উইলিয়ান ও ডগলাস। তবে দল থেকে ছিটকে গেছেন লুকাস মোওরা ও ম্যালকম।
ব্রাজিল স্কোয়াড :
গোলকিপার : অ্যালিসন, গ্যাব্রিয়েল বারাজো, এডারসন।
ডিফেন্ডার : ডানিলো, ডেডে, ফাবিনহো, ফিলিপ লুইস, মার্সেলো, মারকুইনহোস, পাবলো, মিরান্ডা।
মিডফিল্ডার : অ্যালান, আর্থার, কাসেমিরো, পাওলিনহো, ফিলিপ কুটিনহো, ওয়ালেস।
ফরোয়ার্ড : ডগলাস কস্তা, রবার্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস, নেইমার, রিচারলিসন, উইলিয়ান।

নতুন-পুরনোর মিশেলে ব্রাজিল

২০১৯ সালে নিজেদের মাটিতে কোপা আমেরিকা খেলবে ব্রাজিল। এর আগেই দলকে সুগঠিত করতে চাইছেন কোচ তিতে। নতুন-পুরনোর মিশেলে লম্বা লাইন আপ তৈরি করছেন তিনি।
 
ব্রাজিল দলে ফিরেছেন সাবেক বার্সা তারকা পাউলিনহো, চেলসির উইলিয়ামস, ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়া মার্সেলো। এছাড়া দলে আছেন ডিফেন্ডার ডেডে, মিডফিল্ডার অ্যালান ও ওয়ালেস।
 
এর মধ্যে ২০ নভেম্বর ইংল্যান্ডে হতে যাওয়া ক্যামেরুনের বিপক্ষে ম্যাচটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন ব্রাজিল দলের টেকনিক্যাল ডিরেক্টর এডু। তিনি বলেন, ক্যামেরুন আফ্রিকার বর্তমান চ্যাম্পিয়ন, তারা কনফেডারেশনস কাপেও খেলেছে। শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের পরখ করে দেখতে পারলে দারুণ হবে।
 
ব্রাজিলের কোচ তিতের ঘোষিত দল: 
 
গোলরক্ষক: এদেরসন (ম্যানসিটি),অ্যালিমস (লিভারপুল)।
 
ডিফেন্ডার: দানিলো (ম্যানসিটি),ফ্যাবিনহো (লিভারপুল), ফিলিপে লুইস (অ্যাথলেটিকো মাদ্রিদ), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), ডেডে (ক্রুজেইরো), মারকুইনোস (পিএসজি), পাবলো (বর্দো), মিরান্ডা (ইন্টার মিলান)।
 
মিডফিল্ডার: অ্যালান (নাপোলি), কাসেমিরো (রিয়াল), পাউলিনহো (গুয়াংজু), কুতিনহো (বার্সা), আর্থার (বার্সা), ওয়ালেস (হ্যাংওভার)। 
 
ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), ডগলাস কস্তা (জুভেন্টাস), রর্বাতো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানসিটি), রির্কালিসন (ইভারটন), উইলিয়ান (চেলসি)।

Wednesday, October 3, 2018

এখনও আসল খেলা দেখাইনি : নেইমার

ভালো-মন্দ মিলিয়েই কাটছে ব্রাজিল সুপারস্টার নেইমারের চলতি মৌসুম। কখনও গোল পাচ্ছেন, আবার কখনও পাচ্ছেন না। যেমনচ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে লিভারপুলের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরেছে তার দল। নেইমারও ছন্দে ছিলেন না। তবে ব্রাজিলের মহাতারকা বলছেন, পিএসজির সেরা ছন্দে আসা এখনও বাকি। শিগগিরিই আসল খেলা দেখিয়ে দেবেন তিনি।
অ্যানফিল্ডে লিভারপুলের কাছে হারার পরেই ফরাসি লিগে টানা তিনটি ম্যাচে জিতেছে পিএসজি। যে জয়ে দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। যদিও পিএসজির কোচ থোমাস তুহেল তার দলের এক নম্বর তারকাকে নিয়ে বলছেন, 'নেইমার হয়তো ১০০ শতাংশ ফিট নেই এখন। তবে তার কাছাকাছি জায়গায় রয়েছে।'
কোচের কথা মানছেন নেইমার। চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ের আগে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'আমি শতভাগ ফিট নই। দলের কেউই শতভাগ ফিট অবস্থায় নেই। মৌসুমের সবে শুরু এখন। আমরা খুব বেশি ম্যাচ কিন্তু এখনও খেলিনি। বিশ্ব ফুটবল সেরা ছন্দে থাকে ফেব্রুয়ারি-মার্চে দিকে। বড় ম্যাচগুলোতে সেটা বোঝা যায়। প্রতিটি ম্যাচ, প্রতিটি দিন আমি শারীরিরভাবে আর টেকনিক্যাল দিক থেকে আরও উন্নতি করার চেষ্টা করে যাচ্ছি।'
গত বছর মার্চে তার মারাত্মক চোট পাওয়ারও প্রসঙ্গও ওঠে সাংবাদিক সম্মেলনে। যে চোটে ক্লাবের হয়ে বাকি মৌসুমে আর নামতে পারেননি নেইমার। জাতীয় দলের হয়ে বিশ্বকাপের প্রস্তুতিতেও ধাক্কা খান। শেষ পর্যন্ত তিনি বিশ্বকাপে নামলেও তার দল কোয়ার্টার ফাইনালে ছিটকে যায়। নেইমার বলেন, 'আমার চোট পাওয়ার ব্যাপারটা খুব দুঃখের ছিল। বিশ্বকাপ থেকে আমরা যে ভাবে ছিটকে যাই সেটাও খুব হতাশার। তবে সে সব এখন অতীত।'
ব্রাজিল তারকার কথাতেই পরিষ্কার, এখন তিনি পুরনো কথা আর মনে রাখতে চান না। ভাবতে চান বর্তমান নিয়ে। তাই ফরাসি লিগে শনিবারের ৩-০ জয়ের পরেই বান্ধবী ব্রুনার সঙ্গে ডিজনিল্যান্ডে সারাদিন কাটিয়েছেন। সেই ছবিও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। এখন মাঠের খেলায় তার প্রকৃত রূপ দেখার জন্যই অপেক্ষায় আছে লাখো লাখো ভক্ত।
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates