Social Icons

Monday, March 4, 2019

ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমার খেলার চেয়ে বেশি পার্টি করেই বেড়ান !

বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরো (প্রায় ২ হাজার কোটি টাকা) দিয়ে ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমারকে কিনে আনার পেছনে পিএসজির একটিই বড় উদ্দেশ্য ছিল, চ্যাম্পিয়ন্স লিগ জেতা। কিন্তু বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হয়ে নেইমার পিএসজিকে কি দিতে পেরেছেন? কিছুই না। যখনই তাকে সবচেয়ে বেশি প্রয়োজন দলের, তখনই তিনি ইনজুরিতে পড়ে যান। তাকে মাঠের বাইরে কাটাতে হয় লম্বা একটি সময়। এরই মধ্যে পিএসজির যা হওয়ার হয়ে যায়।
আর বার্সা থেকে পিএসজিতে নেইমারের হুট করে চলে আসার সবচেয়ে বড় কারণ কি? বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকার খেতাব জয় করা। ব্যালন ডি’অর এবং ফিফা দ্য বেস্টের পুরস্কার জেতা। কিন্তু নেইমার কি পেরেছেন কিংবা সেই পথে যেতে পেরেছেন একটুও? বার্সায় থাকতে তো সেরা তিনেও ছিল তার নাম। কিন্তু পিএসজিতে আসার পর সেরা দশেও নেইমার তার নাম।
এর মূল কারণ কি? সমালোচকরা সঠিক কারণ বের করেছেন। নেইমার খেলার চেয়ে মৌজ-মাস্তিতেই মেতে থাকেন বেশি। দলের জন্য না হোক, নিজের জন্যও এখন আর খেলতে চান না তিনি। এমনকি মাত্র কিছুদিন আগে নিজের ২৭তম জন্মদিনটা ইনজুরি নিয়েও তিনি পালন করেছেন প্রচুর মাস্তি করার মধ্য দিয়ে।
এ কারণেই সমালোচকরা দাবি করছেন, নেইমার মৌজ-মাস্তিতে সবচেয়ে বেশি মেতে থাকা এবং সে দিকে বেশি মনযোগ দেয়ার কারণেই পারছেন না নিজেকে মেলে ধরতে। দলের হয়ে নিজের সেরাটা ঢেলে দিতে। এমনকি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে না পারার কারণে ইনজুরিতেও পড়ছেন সবচেয়ে বেশি।
Neymar
যদিও এই সমালোচনার জবাবে নেইমার পুরোপুরী বিষয়টাকে অস্বীকার করেছেন। এই অভিযোগ স্রেফ উড়িয়ে দিয়েছেন তিনি। গ্লোবো এস্পোর্টেকে দেয়া সাক্ষাৎকারে তিনি সরাসরি বলে দিয়েছেন, ‘আমি মনে করি না, আমার সামাজিক জীবন (সোশ্যাল লাইফ) কোনোভাবে আমার পারফরম্যান্সকে প্রভাবিত করে। অথচ, আমি খুব মজা করি মাঠের বাইরে এবং সেটাকে টেনে নেয়ার চেষ্টা করি মাঠের ভেতরেও। যেন আমার পারফরম্যান্সে ভিন্ন কোনো কিছুর প্রভাব না পড়ে।’
নিজের পরিসংখ্যান তুলে ধরে সমালোচকদের জবাব দিয়েছেন নেইমার। তিনি বলেন, ‘পরিসংখ্যানই জানাবে যে, মাঠের পারফরম্যান্স আমার কতটা ভালো। ২০১৬ অলিম্পিকের সময়ই আমি বলেছিলাম যে, আমার ব্যক্তিগত জীবন একান্তই আমার। এবং আমি এ নিয়েই এগিয়ে যাবো। আমি যেটা ভালো মনে করবো সেটাই করে যাবো। কারণ, এটাই আমার কাজ, আমার ব্যবসা।’
মাঠের পারফরম্যান্স নিয়ে নেইমার বলেন, ‘মাঠের মধ্যে আমার পারফরম্যান্স নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতেই পারে আমাকে। আপনি এটা নিয়ে মাঠের বাইরেও কথা বলতেই পারেন। আমি অবশ্যই এ নিয়ে আপনার সামনে হাজির হবো। যদি আমি কোনো কিছু করতে চাই, তাহলে সেটা আমি করবোই। কারণ, জীবনটা তো আমার। আমি এখন ২৭-এ।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates