ল্যাটিন আমেরিকার সংকটাপন্ন দেশ ভেনেজুয়েলা চলতি মাসেই দ্বিতিয়বারের মতো ব্ল্যাকআউট অর্থাৎ বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়েছে। রাজধানী কারাকাস আরও একবার যেন পরিণত হলো অন্ধকারের নগরীতে।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, গত সোমবারও টানা চারঘণ্টা বিদ্যুৎবিহীন অবস্থায় কাটে দেশটির। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে শহরের গণপরিবহনে বিপর্যয় নেমে আসে। হাজারো মানুষকে বাধ্য হয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরতে হয়।
রাজধানী কারাকাস ছাড়াও আরও বেশ কিছু অঞ্চলও এমন বিপদের সম্মুখীন হয়েছে। সরকার বলছে, বিরোধী দলের চক্রান্তের কারণেই এমন বিপর্যয়ের মুখে পড়েছে দেশবাসী।
রাজধানী কারাকাস ছাড়াও আরও বেশ কিছু অঞ্চলও এমন বিপদের সম্মুখীন হয়েছে। সরকার বলছে, বিরোধী দলের চক্রান্তের কারণেই এমন বিপর্যয়ের মুখে পড়েছে দেশবাসী।
চলতি মাসের শুরুতে গোটা দেশে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে। আর এই সুযোগে দেশের বিভিন্ন স্থানে লুটতরাজ ডাকাতির পরিমাণ ক্রমশ বৃদ্ধি পায়।
বিরোধীদল অবশ্য এর জন্য ক্ষমতাসীন সমানতান্ত্রিক সরকারকে দুষছে। তাদের দাবি, গত দুই দশকে দেশটির সমাজতান্ত্রিক সরকার বিদ্যুৎ খাতের উন্নয়নে ব্যর্থ ও দুর্নীতি বেড়ে যাওয়ার ফল এই বিপর্যয়।
বিরোধীদল অবশ্য এর জন্য ক্ষমতাসীন সমানতান্ত্রিক সরকারকে দুষছে। তাদের দাবি, গত দুই দশকে দেশটির সমাজতান্ত্রিক সরকার বিদ্যুৎ খাতের উন্নয়নে ব্যর্থ ও দুর্নীতি বেড়ে যাওয়ার ফল এই বিপর্যয়।
দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদোর মধ্যে চলছে ক্ষমতার দ্বন্দ্ব। যার কারণে গত কিছুদিন ধরে দেশটির বিভিন্ন অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। যার ভুক্তভোগী দেশটির সাধারণ মানুষ।
গত সপ্তাহে হুয়ান গুয়াইদোর চিফ অব স্টাফকে সন্ত্রাসী কর্মকাণ্ড সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের পর থেকে দেশটির সার্বিক পরিস্থিতির অবনতি চরমে গিয়ে ঠেকেছে।
গত সপ্তাহে হুয়ান গুয়াইদোর চিফ অব স্টাফকে সন্ত্রাসী কর্মকাণ্ড সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের পর থেকে দেশটির সার্বিক পরিস্থিতির অবনতি চরমে গিয়ে ঠেকেছে।
সূত্র: জাগো নিউজ২৪
No comments:
Post a Comment