অর্থনৈতিকভাবে ইউরোপের একটি শক্তিশালী রাষ্ট্র অস্ট্রিয়া। এর ঐতিহ্যবাহী রাজধানী ভিয়েনা গত ২০১৬ সালসহ বেশ কয়েকবার বিশ্বে বসবাসের জন্যে সবচেয়ে উপযুক্ত শহর নির্বাচিত হয়েছে। যদি কেউ ইউরোপে উচ্চশিক্ষা গ্রহণ ও ক্যারিয়ারের স্বপ্ন দেখে থাকেন তাহলে অস্ট্রিয়া হতে পারে আপনার সঠিক গন্তব্য।
কেন যাবেন অস্ট্রিয়া: আশ্চর্যজনক হলেও সত্য একটি বিশাল জনসংখ্যা নিয়ে অস্ট্রিয়ার ভিয়েনা এখন বিশ্বের সেরা শহর। আরেকটি কারণে এটি জনপ্রিয় তা হচ্ছে এখানে জীবিকা নির্বাহের খরচ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক কম। অস্ট্রিয়ার ডিগ্রীর রয়েছে আন্তার্জাতিক মান। এখানে বিভিন্ন বিষয়ে পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগও রয়েছে।
প্রয়োজনীয় তথ্যাবলী: HSC পাশের পর অস্ট্রিয়ায় আপনি সরাসরি ভর্তি হওয়ার সুযোগ পাবেন না। ওদের নিয়ম হলো বাংলাদেশ থেকে ১২+ শিক্ষাগত যোগ্যতা চলমান থাকতে হবে। অর্থ্যাৎ HSC পাশের পর যে প্রতিষ্ঠানে যে বিষয়ে পড়ছেন সেটা চলাকালিন আপনি ঐ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সেই বিষয়ে আবেদন করতে পারবেন। অস্ট্রিয়ায় গিয়ে প্রথমে একটা প্রস্তুতিমূলক কোর্স করতে হবে এরপর একটা পরীক্ষা হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল ব্যাচেলর ডিগ্রী শুরু
বিশ্ববিদ্যালয়ে আবেদন ও অন্যান্য তথ্যসমূহ: এখানে রয়েছে বিশ্ব বিখ্যাত কিছু বিশ্ববিদ্যালয়। এর মধ্যে ইউনিভার্সিটি অব ভিয়েনা অন্যতম। ইউরোপের তৃতীয় পুরাতন এই বিশ্ববিদ্যালয় এবং এখানকার সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় বিশ্বের দেশগুলোর কোন প্রকার টিউশন ফি দিতে হয়না। শুধুমাত্র স্টুডেন্ট ইউনিয়ন ফি হিসেবে সেমিস্টার প্রতি ১৯ ইউরোর মত জমা দিতে হয়।
বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে যা যা লাগবে: নিচের ডকুমেন্টগুলোর সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে-
- SSC Transcript and Certificate
- HSC Transcript and Certificate
- Bachelor Running Document (If required)
- Bachelor Transcript and Certificate (Applying for masters)
- Proof of Identity (NID/Passport copy)
- IELTS Certificate (If required)
- German language Certificate (If required)
- Recommendation letter (If applicable, applying for masters/PhD)
- Motivation letter (If applicable, applying for masters/PhD)
আবেদনের যোগ্যতা: ব্যাচেলর পড়তে হলে নূন্যতম HSC পাশ করে যেতে হবে। এক্ষত্রে একাডেমিক পরীক্ষাগুলোতে ৫০% নম্বর থাকা ভালো। এখানে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাচেলর পড়ার মাধ্যম জার্মান, তবে মাস্টার্স ও পিএইচডিতে যথেষ্ট ইংরেজি মাধ্যম রয়েছে। যেহেতু এখানে বেশিরভাগ মাধ্যমই জার্মান, তাই জার্মান ভাষার যোগ্যতা হিসেবে German Language B2 লাগে। আর ইংরেজি মাধ্যমে পড়তে হলে কমপক্ষে IELTS 6 লাগে। তবে কেউ চাইলে জার্মান ভাষা অস্ট্রিয়া গিয়েও শিখতে পারেন। এছাড়া অনেক সরকারী বিশ্ববিদ্যালয়েই জার্মান ভাষা শিখায়। সরকারী প্রতিষ্ঠানে জার্মান ভাষা শিখতে সেমিস্টার প্রতি ৪৫০-৫০০ ইউরো এর মত খরচ হবে। এই পরিমাণ প্রাইভেট প্রতিষ্ঠানে আরো বেশি(১৫০০-২৫০০) ইউরো এর মত
ভাষাগত দক্ষতা: অস্ট্রিয়ানরা জার্মান ভাষায় কথা বলেন। সেক্ষেত্রে জার্মান মাধ্যমে পড়তে হলে জার্মান লেভেল B2 এবং ইংরেজি মাধ্যমে পড়তে হলে IELTS এ ৬.০০ এর উপরে থাকতে হবে। এসব যোগ্যতা প্রতিষ্ঠানভেদে কম-বেশি হয়ে থাকে।
অস্ট্রিয়ান বিশ্ববিদ্যালয়গুলোতে বছরে ২ বার আবেদন করা যায়। একটি হচ্ছে সামার; যার সময়সীমা (১ ডিসেম্বর – ৫ ফেব্রুয়ারী) এবং অন্যটি হচ্ছে উইন্টার; যার সময়সীমা (১ মার্চ – ৫ সেপ্টেম্বর)। ইউনিভার্সিটি তে আবেদনের জন্য মূল একাডেমিক ডকুমেন্টস সহ সবগুলোর ফটোকপি বোর্ড/বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করার পর অস্ট্রিয়ান কনস্যুলেট/এমব্যাসি থেকেও সত্যায়িত করতে হবে। তারপর পছন্দের বিশ্ববিদ্যালয়ে অনলাইনে অথবা আবেদন পত্র ডাউনলোড করে তা পূরণ সত্যায়িত একাডেমিক ডকুমেন্টসসহ সব ডকুমেন্টস ইউনিভার্সিটি এর এডমিশন অফিসে অথবা স্ক্যান করে ইউনিভার্সিটি এর ইমেইলে মেইল করে পাঠাতে হবে। এক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেতে সাধারণত ৮ – ১২ সপ্তাহ লেগে যায়।
ভিসা প্রক্রিয়া: যেহেতু আমাদের দেশে অস্ট্রিয়ান অ্যামব্যাসি নেই তাই ভিসা নিতে হলে ভারতে যেতে হবে। এজন্য এ্যামবাসির ওয়েবসাইটে গিয়ে এ্যাপয়েনমেন্ট নিতে হবে। ব্যাংক সল্ভেন্সি হিসেবে অ্যামব্যাসিতে যাওয়ার আগে নিজের ব্যাংক একাউন্টে থাকা-খাওয়া খরচ বাবদ এক বছরের জন্য ৫,১১৯.২০ ইউরো (বয়স ২৪ পর্যন্ত হলে ); ১০,০৫১.৫৬ ইউরো (বয়স ২৪ এর উপরে হলে) দেখাতে হবে। এক্ষেত্রে যদি কারো হোস্টেল/বাসা ভাড়া প্রতি মাসে ২৮২.০৬ ইউরো এর বেশি হয় তবে এর পরিমাণ আরও বাড়তে পারে। এবং এই এ্যামাউন্ট ঠিক কত হবে সেটা অস্ট্রিয়ান অ্যামব্যাসি আপনাকে বলে দিবে। এই টাকা আপনি চাইলে ভিসা পাওয়ার পর উঠিয়ে ফেলতে পারবেন। অ্যামব্যাসিতে এপয়েনমেন্ট সংক্রান্ত লিঙ্ক- https://appointment.bmeia.gv.at/?Of…
পার্ট-টাইম চাকরির সুযোগ: যদিও অস্ট্রিয়া ইউরোপের উন্নত এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি রাষ্ট্র। তারপরেও এখানে পার্ট – টাইম চাকরি পাওয়া অনেক কঠিন। এখানে থাকা বিদেশী শিক্ষার্থীদের কাজের অনুমতি সপ্তাহে ১০ ঘণ্টা; এটা শুধু যারা ব্যাচেলর ডিগ্রী সম্পন্ন করছেন তাদের জন্য। আর যারা মাস্টার্স ও পিএইচডি করছেন তাদের জন্য চাকরি অনুমতি সপ্তাহে ২০ ঘন্টা। তবে Semester Break এবং Summer vacation এ শিক্ষার্থীরা ফুল টাইম চাকরি করতে পারেন। এখানে থাকা – খাওয়াসহ মাসে প্রায় ৪০০-৫০০ ইউরো এর মত লাগে। কেউ যদি জার্মান ভাষা জানে তাহলে তার জন্যে পার্ট টাইম চাকরি পাওয়াটা সহজ হয়। তারপরও যারা আসবেন তাদের দেশ থেকে কমপক্ষে ৬ – ১২ মাসের খরচ নিয়ে আসা ভাল।
স্থায়ী বসবাস সংক্রান্ত তথ্য: পড়াশুনা শেষে শিক্ষার্থীরা চাকরি খোঁজার জন্যে ৬ মাসের একটি চাকরি সার্চ ভিসা পাবেন। এছাড়া স্থায়ীভাবে বাস করতে চাইলে কমপক্ষে ৫ বছর বৈধভাবে একটানা বাস করার প্রমাণপত্র দেখিয়ে আবেদন
বিখ্যাত কিছু বিশ্ববিদ্যালয় ও তাদের ওয়েবসাইট:
* University of Vienna
* Vienna University of Technology
* Medical University of Vienna
* University of Graz
* Graz University of Technology
* University of Innsbruck
* Vienna University of Economics and Business
Web: http://www.wu.ac.at/
এছাড়াও সকল অস্ট্রিয়ান এপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটির লিঙ্ক সহ বিস্তারিত পাবেন এই লিঙ্কেঃ http://www.fachhochschulen.ac.at/en
চাকরির জন্য এই লিঙ্কগুলোতে সার্চ করতে পারেন:
অস্ট্রিয়ান এ্যামবাসি নয়া দিল্লী, ভারত এর ওয়েবসাইট ও ঠিকানাঃ
Austrian Embassy New Delhi
EP-13, Chandragupta Marg Chanakyapuri New Delhi 110 021 India
T: (+91/11) 2419 2700
F: (+91/11) 2688 6929
e-mail: new-delhi-ob(at)bmeia.gv.at
Opening hours: Mon – Thurs 08:30 – 17:00, Fr 09:00 – 15:00
Consular Department of the Embassy e-mail: new-delhi-ka(at)bmeia.gv.at Opening hours: Mo – Fr 09.00 – 12.00 (except on holidays) visa applications
only by prior appointment: T: (+91/11) 2688 9170
Austrian Honorary Consulate in Dhaka, Bangladesh
Address: F.R. Tower, 22nd Floor 32, Kamal Ataturk Avenue Banani Dhaka – 1213 Bangladesh
Tel: (+880) (2) 98 206 49-51 / 62 FAX: (+880) (2) 98 206 47
Website: N/A
Email: austriancon@quasemgroup.com
Working days: Sunday – Wednesday
Visiting hours: 14.30-16.30
Head of Mission : Tasvir Ul Islam, Honorary Consul
ভিএফএস ঢাকা এর ঠিকানাঃ
Austria Visa Application Centre
4th Floor, Delta Life Tower, Plot 37, Road 90,
Gulshan North, Dhaka-1212, Bangladesh.
Submission schedule: 14:00 to 16:30 (Sunday -Thursday).
Passport retrieval schedule: 15:00 to 16:00(Sunday – Thursday).
Information: Sunday to Thursday 14:00 to 15:00 hours
No comments:
Post a Comment