যুদ্ধের জন্য ভারতীয় সেনাবাহিনীর ভাণ্ডারে যে পরিমাণ গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র মজুদ রয়েছে, তা দিয়ে ১০ দিন যুদ্ধ পরিচালনা করা যাবে। শুক্রবার এক প্রতিবেদনে ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) চাঞ্চল্যকর এ তথ্য দিয়েছেন। এ তথ্যের পর উদ্বেগ সৃষ্টি হয়েছে ভারতে।
ভারতের পার্লামেন্টে উপস্থাপন করা ওই প্রতিবেদনে বলা হয়, ভারতের সামরিক বাহিনী ১৫২ ধরনের গোলাবারুদ ব্যবহার করে, যার মধ্যে ৫৫ শতাংশ অস্ত্রশস্ত্রের গুণগত মান ঠিক নেই। এছাড়া ভারতের সামরিক বাহিনীর হাতে গোলাবারুদ মজুদ রয়েছে ৪০ শতাংশ। পাশাপাশি, ট্যাঙ্ক ও আর্টিলারের সংখ্যাও কমে গেছে।
প্রতিবেদনে ভারতের সিএজি জানান, যুদ্ধের জন্য সেনাবাহিনীর কাছে অন্তত ৪০ দিন চলার মতো অস্ত্র মজুদ থাকা উচিত। যদিও ১৯৯৯ সাল থেকে সেনাবাহিনী যুদ্ধ সক্ষমতার মাত্রা কমিয়ে ২০ দিনে এনেছে। তা সত্ত্বেও ভারতীয় সেনার কাছে গুরুত্বপূর্ণ যেসব গোলাবারুদ মজুদ রয়েছে তাতে ১০ দিনের বেশি চলবে না।
সূত্র : ইন্ডিয়া টুডে
No comments:
Post a Comment