Social Icons

Friday, July 28, 2017

ভেনিজুয়েলা থেকে দূতাবাস কর্মীদের পরিবারগুলোকে ফিরে আসার নির্দেশ যুক্তরাষ্ট্রের

মার্কিন পররাষ্ট্র দপ্তর কারাকাসে তাদের দূতাবাস কর্মকর্তাদের পরিবারের সদস্যদের বৃহস্পতিবার ভেনিজুয়েলা ত্যাগের নির্দেশ দিয়েছে এবং দেশটিতে চরম রাজনৈতিক সংকট দেখা দেয়ায় সেখানে থাকা মার্কিন কর্মীদের স্বেচ্ছায় চলে আসার অনুমোদন দেয়া হয়েছে। 
 
পররাষ্ট্র দপ্তরের নির্দেশনায় মার্কিন নাগরিকদের সামাজিক অস্থিরতা, সংঘাত ও খাদ্য এবং ঔষধের ঘাতটির কারণে দক্ষিণ আমেরিকার এদেশ সফরের ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিরোধীদলের সঙ্গে চরম বিবাদে জড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এমন নির্দেশ দেয়া হলো। দেশটির বিরোধীদল আগামী রবিবার বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের আগে দেশব্যাপী ধর্মঘট পালনে সরকারের জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে।
আগামী রবিবার ভেনিজুয়েলার আনুষ্ঠানিক এক গণভোট হওয়ার কথা রয়েছে, যেখানে এমন একটি নতুন আইনসভার প্রস্তাব করা হয়েছে, যেখানে আইন প্রণেতারা সংবিধান সংশোধন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিলুপ্তির ক্ষমতা রাখবে। সমালোচকরা বলছেন, নতুন এই আইনসভা মাদুরোর হাতকে বরং আরো শক্তিশালী করবে। এদিকে যুক্তরাষ্ট্র বুধবার ভেনিজুয়েলার বর্তমান ও সাবেক ১৩ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্রশাসনের এসব কর্মকর্তার যুক্তরাষ্ট্রে রাখা সব সম্পদ জব্দ, দেশটিতে তাদের ভ্রমণ নিষিদ্ধ এবং যুক্তরাষ্ট্রে তাদের ব্যবসা করার অধিকার খর্ব করা হলো। 
এদিকে মাদুরো ওই দিনই বলেন, যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা অবৈধ, ঔদ্ধত্যপূর্ণ ও নজিরবিহীন। উল্লেখ্য, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ভেনিজুয়েলায় রবিবার গণভোট অনুষ্ঠিত হলে দেশটির ওপর ‘শক্ত ও দ্রুত অর্থনৈতিক অবরোধ’ আরোপ করা হবে। এএফপি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates