জর্দানের রাজধানী আম্মানের ইসরাইলি দূতাবাসে হামলা হয়েছে। স্থানীয় সময় রোববার রাতে এই হামলা হয়। তাৎক্ষণিকভাবে একজন নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনা স্থল থেকে গোলাগুলির শব্দ শোনা গেছে।
আম্মানের অভিজাত রাবিয়েহ এলাকায় অবস্থিত ইসরাইলি দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা খুবই কঠোর ছিলো। এর মধ্যেও কিভাবে হামলা হলো তা বুঝতে পারছেনা না সংশ্লিষ্টরা। হামলার পর পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে।
ব্রিটিশ পত্রিকা ইন্ডিপেন্ডেন্টের অনলাইন সংস্করণে বলা হয়েছে, নিহত ব্যক্তি জর্দানের নাগরিক, আর আহত ব্যক্তি ইসরাইলি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।
ফিলিস্তিনের আল আকসা মসজিদে ইসরাইলি হামলার পর গত শুক্রবার জর্দানে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে। এর মধ্যেই এই হামলার ঘটনা ঘটলো।
No comments:
Post a Comment