মেক্সিকোয় পরিত্যক্ত একটি ট্রাক থেকে শনিবার মধ্য আমেরিকার বিপুল সংখ্যক নাগরিককে উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যের তানতিমা শহরে পরিত্যক্ত ওই ট্রাকের মধ্যে মোট ১৭৮ জনকে পাওয়া গেছে।
এদের যুক্তরাষ্ট্রে পাচার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, এই ট্রাকের আরোহীরা শনিবার অল্পের জন্য মর্মান্তিকভাবে মারা যাওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে। পাচারকারীরা তাদের পরিত্যক্ত অবস্থায় রেখে পালিয়ে যাচ্ছে বুঝতে পেরে কয়েকজন গাড়িটি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তারা স্থানীয় মানুষের কাছে সহায়তা চাইলে তারা তাদের খাবার ও পানি দেয়।
উদ্ধারের পর তাদেরকে অভিবাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদেরকে চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে। এরপর কর্তৃপক্ষ তাদেরকে দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করে। মেক্সিকোর এক সামরিক সূত্র জানিয়েছে, অভিবাসন প্রত্যাশীদের অধিকাংশই প্রাপ্ত বয়স্ক। তবে ট্রাকটিতে কয়েকজন শিশুকেও পাওয়া গেছে। এএফপি।
No comments:
Post a Comment