Social Icons

Friday, July 28, 2017

কে হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী

পাকিস্তানের সর্বোচ্চ আদালতে অযোগ্য ঘোষিত হয়ে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।  শুক্রবার পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় নওয়াজের বিরুদ্ধে চূড়ান্ত রায় ঘোষণার কিছু সময় পর তিনি পদত্যাগ করেন।
 
এদিকে  তার পদত্যাগের পর কে  হচ্ছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। ২০১৮ সালের নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে বেশ কয়েকজনের নাম আসছে। এর মধ্যে সবার চেয়ে এগিয়ে রয়েছেন নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ। তিনি বর্তমানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
 
এ ছাড়া প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক, নওয়াজ শরিফ পরিবারের খুব কাছের লোক হিসেবে পরিচিত সংসদ সদস্য আহসান ইকবাল, স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খানের নাম শোনা যাচ্ছে।
 
এদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে নওয়াজ শরিফ পদত্যাগ করলেও পরবর্তী প্রধানমন্ত্রী বাছাইয়ে তিনি ভূমিকা পালন করতে পারবেন। কারণ তিনি ক্ষমতাসীন পিএমএল-এন দলটির প্রধান। তার মনোনীত প্রার্থীরই পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে।
 
নওয়াজ শরিফের মেয়ে মারিয়াম নওয়াজই তার বাবার পরবর্তী রাজনৈতিক উত্তসূরী হিসেবে বিবেচিত হন। তবে নির্বাচিত সংসদ সদস্য না হওয়ায় এবার তিনি প্রধানমন্ত্রী পদে আসীন হতে পারবেন না।
 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates