ঢাকা থেকে মোহাম্মদ আনিসুর রহমান --------
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৮ জন হজযাত্রীকে রেখে সৌদি এয়ারলাইনের নির্ধারিত দুটি ফ্লাইট চলে গেছে। নির্ধারিত ফ্লাইটগুলোর উড্ডয়নের সময় ছিল সন্ধ্যা ৬টা ও সোয়া ৭টায়।শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে রেখে যাওয়া হজযাত্রীরা জনপ্রতি ৩০০ ডলার করে জরিমানা দিলে তাদের যাওয়ার ব্যবস্থা করবে সৌদি এয়ারলাইন্স।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সূত্রে জানা গেছে, সন্ধ্যা ছয়টার ফ্লাইটের হজযাত্রীরা বিকেল চারটার মধ্যেই বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু বিমানের ভেতর লাগেজ বা ব্যাগপত্র পরিবহন করবেন কি না—এ নিয়ে তাঁরা সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন।
সাউদিয়া এয়ার্যলাইন্সের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘নির্ধারিত সময়ে হজযাত্রীরা আসতে পারেননি। এ ক্ষেত্রে এয়ারলাইন্সের কোনও ত্রুটি নেই। হজ এজেন্সিগুলোকে আগেই জানানো হয়েছিল ফ্লাইট ছাড়ার ৫ ঘণ্টা আগে রিপোর্ট করতে হবে। ফ্লাইট মিস করা যাত্রীরা জনপ্রতি ৩০০ ডলার করে জরিমানা দিলে পরবর্তী সময়ে তাদের যাওয়ার ব্যবস্থা করা হবে।’
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কাজী ইকবাল করিম বলেন, ‘এর কারণ আমরা জানি না। তবে রেখে যাওয়া যাত্রীদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তাদের হজ ক্যাম্পে ফেরত পাঠানো হবে।’
No comments:
Post a Comment