Social Icons

Thursday, July 27, 2017

হয় মৃত্যু, নয় লড়াইয়ের কোন বিকল্প নেই: তরিকুল

নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে নেতাকর্মীদেরকে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, হয় মৃত্যু, নয় লড়াই, আমাদের সামনে এর কোনো বিকল্প নেই। বর্তমান সরকারের দেশ পরিচালনার যোগ্যতা নেই। আছে শুধু চুরি আর লুটপাটের অভিজ্ঞতা। সরকার লুটপাট চালিয়ে দেশের আর্থিক সংস্থাকে ধ্বংস করছে।
 
বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা বিএনপি আয়োজিত দলের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতাকালে তরিকুল ইসলাম এসব কথা বলেন। এসময় তিনি বলেন, 'জনগণকে ১০ টাকার চাল খাওয়াবে বলেছিল। ১০ টাকার চাল দেয়া হয়েছে। সেই চালে আওয়ামী লীগের নেতাদের পেট মোটা হয়েছে। এখন বন্যায় জনগণকে চাল দিতে পারছে না। জনগণকে ৬০ টাকা কেজি দরে চাল কিনে খেতে হচ্ছে।'
 
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, 'সরকার জোর করে ক্ষমতায় বসে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। ক্ষমতা হারানোর ভয়ে সরকার আবারও প্রহসনের নির্বাচনের চেষ্টা করছে। তাই যতই তাদের দলীয় নির্বাচন কমিশন দিয়ে ষড়যন্ত্র করুক না কেন, এদেশে আর কখনও হাসিনা মার্কা, রকিব মার্কা নির্বাচন হবে না।'
 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুণ্ডু, অমলেন্দু দাস অপু, মোস্তাফিজুর রহমান। আলোচনা শেষে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates