মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্যান অ্যান্টোনিও শহরে একটি সেমি ট্রাক থেকে ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকের পেছন থেকে ৮ জনের মৃতদেহসহ গুরুতর আহত ২০ জনকে উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে অ নথিভুক্ত অভিবাসীদের এই ট্রাকে বহন করা হচ্ছিল। স্যান অ্যান্টোনিও পুলিশ প্রধান উইলিয়াম ম্যাকামানাস বলেন, শনিবার এক ফোনের প্রেক্ষিতে স্থানীয় ওয়ালমার্টের সামনে পার্ক করা ট্রাক্টর ট্রেলারে ৩৮ জন মানুষকে পাওয়া যায়। তিনি বলেন, ওয়ালমার্টের একজন কর্মচারীকে ট্রাক্টর থেকে একজন পানি চায়। সন্দেহজনক মনে করে সে পানি দিতে এসে পুলিশকে অবহিত করে এবং ঘটনাস্থলে এসে আমরা ৮টি মৃতদেহ উদ্ধার করি।
স্থানীয় ফায়ার সার্ভিস প্রধান চার্লস হুড বলেন, আমরা সেমি ট্রাকটি থেকে গুরুতর আহত ২০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করি। সেমি ট্রাক্টরটির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করছিল না। ঘটনাস্থল থেকে কেউ পালিয়ে গেছে কি না সেটা পুলিশ খতিয়ে দেখছে।
ম্যাকমানাস বলেন, সেমি ট্রাক্টরের ঘটনাটি মানব পাচার সংশ্লিষ্ট বলে মনে হচ্ছে। ট্রাক্টরটি থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের সম্পর্কে যাচাই বাছাই করবে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট এজেন্টরা। সিএনএন ও কেনস ফাইভ।
No comments:
Post a Comment