থাই কর্তৃপক্ষ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনওয়াত্রার সাতটি ব্যাংক হিসাব জব্দ করেছে। চাল ক্রয়ে তার প্রশাসনের বিতর্কিত ভর্তুকি কর্মসূচির দায়ে তার ১শ’ কোটি ডলার জরিমানা ধার্য করার পর এসব ব্যাংক হিসাব জব্দ করা হলো।
মঙ্গলবার তার আইনজীবী একথা জানান। এ পদক্ষেপকে নজিরবিহীন হিসেবে দেখা হচ্ছে, কারণ এটি ছিল সরকারের নীতিমালার জন্য একজন নির্বাচিত নেতার আর্থিক অনুমোদন মাত্র। ক্ষমতাচ্যুত হওয়ার পর তার আইনি লড়াইয়ের ক্ষেত্রে এটি সর্বশেষ।
চালে ভর্তুকি কর্মসূচির ক্ষেত্রে অনিয়ম ঠেকাতে ব্যর্থ হওয়ার দায়ে ইতোমধ্যে থাইল্যান্ডের এ প্রথম নারী প্রধানমন্ত্রীকে সাজা দেয়া হয়েছে। তিনি সে সাজা ভোগও করছেন। উল্লেখ্য, ২০১৪ সালে তার সরকারের পতন ঘটে। এএফপি।
No comments:
Post a Comment