Social Icons

Wednesday, July 26, 2017

ইসরাইল আল-আকসা দখল করতে চাইছে: এরদোগান

ইসরাইল মুসলিমদের প্রথম কেবলা আল-আকসা দখল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

বুধবার আঙ্কারায় দেশটির জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) এক সভায় এরদোগান বলেন, 'পবিত্রস্থান আল-আকসায় নামাজ আদায়ে যাওয়া মুসলিমদের সঙ্গে সন্ত্রাসীর মতো আচরণ কোনো মতেই মেনে নেয়া হবে না।' খবর মিডল ইস্ট মনিটর'র।

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, 'ইসরাইলকে যারা চেনে তারা সবাই জানে নিরাপত্তার জন্য নয়, আল-আকসা মসজিদ দখল করতে সেখানে মেটাল ডিটেক্টর ও বেষ্টনি লাগানো হয়েছে। ইসরাইল সন্ত্রাসবাদ দমনের কথা বলে মুসলিমদের থেকে আল-আকসা মসজিদ দখল করতে চাইছে।'

একেপি চেয়ারম্যান এসময় ফিলিস্তিনি নাগরিকদের আল-আকসায় নামাজ আদায়ে ইসরাইলি বাধা প্রদানের তীব্র নিন্দা জানান।

এসময় তুর্কি প্রেসিডেন্ট আল-আকসা রক্ষায় মুসলিম জাতিকে এক হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, 'আমি সকল মুসলিমদের বলতে চাই যাদের সুযোগ আছে তারা জেরুজালেমে আসুন। সবাই মিলে একে রক্ষা করতে হবে।'

এদিকে আল-আকসা রক্ষায় ডাক দিয়েছেন এক সৌদি প্রিন্সও। এছাড়া ফিলিস্তিনি মুসলিমদের সমর্থন জানিয়েছে বাংলাদেশ, সুদান, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরাও।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates