জার্মানির কনস্ট্যান্স শহরে নাইটক্লাবে গুলিতে ২ জন নিহত হয়েছে। রবিবার ম্যাক্স স্ট্রমেয়ার-স্ট্রাসেতে অবস্থিত গ্রে ক্লাবে গুলিতে একজন নিহত হয়, পরবর্তীতে পুলিশের গুলিতে আহত বন্দুকধারী হাসপাতালে নিহত হয়।
গুলিতে গুরুতর আহত হয়েছে আরো ৩ জন।
কয়েকটি জার্মান গণমাধ্যমে বলা হয় নিহত দ্বিতীয় ব্যক্তি বন্দুকধারী নয় বরং ক্লাবের অতিথি। এসডব্লিউআর জানিয়েছে, দারোয়ান বন্দুকধারীকে আটকানোর চেষ্টা করলে তাকে অটোমেটিক পিস্তল দিয়ে বন্দুকধারী গুলি করে। হামলায় একজন পুলিশ আহত হয়েছে তবে তার আঘাত জীবন বিপন্ন হওয়ার মতো নয়।
পুলিশ ও প্রসিকিউটররা এক বিবৃতিতে জানিয়েছে, স্পেশাল কমান্ডো ফোর্স ও পুলিশ হেলিকপ্টার নিয়োজিত করা হয়েছে। তবে এখনো জানা যায়নি হামলাকারীর কোনো সহযোগী ছিল কি না। এদিকে পুলিশের মুখপাত্র এন-টিভিকে জানিয়েছে, হামলাকারী একজন ইরাকি নাগরিক তবে শরণার্থী নয়। ৩৪ বছর বয়সী ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে জার্মানিতে আছে। তবে হামলার কারণ সম্পর্কে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি। বিবিসি।
No comments:
Post a Comment