জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে আবির্ভূত হওয়ার আগেই পদত্যাগ করলেন দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তোমোমি ইনাডা। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসির খবরে এর নিশ্চয়তা পাওয়া গেছে।
বিবিসি জানাচ্ছে, দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শিনজো আবের বেশ ঘনিষ্ঠ এই নারী বিতর্কিত শান্তিরক্ষা স্থাপনার তথ্য ফাঁসের অভিযোগে পদত্যাগ করেছেন। যদিও জাতীয়তাবাদী এই নারী নেত্রীকে শিনজো আবের কর্মকাণ্ডকে ছড়িয়ে দেয়ার মূল কাণ্ডারি বলে অভিহিত করা হতো।
জানা গেছে, ৫৮ বছর বয়সী ইনাডার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রধানমন্ত্রী আবের নজরে আসায় এবং দেশটির অনেকেই এর বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণেই তিনি পদত্যাগে বাধ্য হয়েছেন। তাকে ভবিষ্যৎ জাপানের প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করা হতো। তার আগে, মাত্র একজন নারী দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বিবিসি।
No comments:
Post a Comment