Monday, July 24, 2017
সৌদি জোটকে ধন্যবাদ, অবরোধই আমাদের শক্তিশালী করেছে: কাতার
কাতারের রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান কাতার পেট্রোলিয়ামের (কিউপি) চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী সাদ শেরিদা আল-কা’বি অবরোধের জন্য সৌদি জোটকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘এ অবরোধ বিশ্বের অন্যতম দেশটির কোন ধরনের প্রভাব ফেলতে পারেনি। বরং আমাদের আরো বেশি শক্তিশালী করেছে।’ আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমি অবরোধের জন্য চার দেশের প্রতি ধন্যবাদ জানাতে চাই, কারণ এটি কাতার, এর জনগণ ও তাদের ব্যবসাকে আরো শক্তিশালী করেছে। এর ফলে আগের তুলনায় আমরা আরো শক্তিশালী হয়ে উঠব।’ প্রতিবছর ৭৭ মিলিয়ন টন পর্যন্ত গ্যাস উৎপাদন করে দেশটি এবং বিশ্বের বৃহত্তম তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক, যার কারণে এবং এটি বিশ্বের অন্যতম ধনী দেশগুলোর একটি এখন কাতার। তিনি জানান, ‘জাপান, চীন, জার্মানি, যুক্তরাজ্য এমনকি আরব আমিরাত সহ অনেকগুলো দেশ প্রতিদিন ৫৭ মিলিয়ন কিউবিক গ্যাসের জন্য কাতারের ওপরে নির্ভরশীল।’ গ্যাসের বাজারে নিজেদের আধিপত্য ধরে রাখতে বদ্ধ পরিকর কাতারের এ শীর্ষ কূটনীতিক জানান, ‘গ্যাসের বাজারে আমাদের আধিপত্য অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে গ্যাসের বাজারে আমরাই নেতৃত্ব দিব।’ আল-কাবি নিশ্চিত করেছেন যে, দোহা'র বিরুদ্ধে পদক্ষেপের পরও দেশটির ইউরেনিয়াম গ্যাসের সরবরাহ কমানোর সম্ভাবনা নেই তাদের। ‘গ্যাসের সরবরাহ বন্ধ করে দিলে আরব আমিরাত এবং বভাই-বন্ধুরাই ক্ষতিগ্রস্থ হবে বেশি কিন্তু আমরা তাদের বিরুদ্ধে সেটি করব না’, তিনি আরো বলেন। জুনের প্রথম সপ্তাহে প্রথম সপ্তাহে সৌদি জোট সন্ত্রাসবাদকে সহযোগিতার অভিযোগ এনে কাতারের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করে। একই সঙ্গে তারা দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করে । সম্পর্ক স্বাভাবিক ও অবরোধ প্রত্যাহারের জন্য চার দেশ কাতারকে ১৩ দফা শর্ত দেয়। দুই দফা সময়ের মধ্যেও কাতার সে সব শর্ত পূরণে অস্বীকৃতি জানায়।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment