Social Icons

Saturday, March 31, 2018

পুত্রহারা সেই ইমামকে ‘ভারতরত্ন’ দেয়ার দাবি কবীর সুমনের

ভারতের কলকাতার আসানসোলের নুরানি মসজিদের ইমাম ইমদাদুল রশিদিকে ভারতরত্ন খেতাবে ভূষিত করার দাবি জানিয়েছেন নন্দিত গায়ক কবীর সুমন। ইমাম রশিদির গণসংবর্ধনার আয়োজন করারও দাবি তুলেছেন, বাংলা গানের দ্রোহের বীজ বপন করা এই শিল্পী।
রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে রেলপাড় এলাকা থেকে নিখোঁজ হয় ইমাম রশিদির ১৬ বছর বয়সী ছেলে শিবতুল্লা রশিদি। বুধবার তার মরদেহ উদ্ধার হয়।
বৃহস্পতিবার রাতে পুত্রের জানাজার সময় তিনি আসানসোলবাসীর কাছে শান্তির আহ্বান জানান। বলেন, কোনও প্রতিহিংসা নয়। প্রতিশোধ নিতে যদি কারোর মৃত্যু ঘটানো হয়, তাহলে আমি এই শহর ছেড়ে চলে যাব। আমি তোমাদের সঙ্গে ৩০ বছর ধরে আছি, আমাকে যদি তোমরা ভালোবাসো তাহলে আর কাউকে যেন এভাবে মরতে না হয়।
কবীর সুমন তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে লিখেছেন, সাচ্চা মানুষ নুরানি মসজিদের ইমাম, যাঁর ছেলেকে ঐভাবে খুন করল হিন্দুত্বের অভিভাবকরা। এই ইমাম সাহেবকে ভারতরত্ন দেওয়া হবে না? সব রাজনৈতিক দলের, বিশেষ করে এ রাজ্যের তৃণমূল, সি পি আই এম, বিজেপি, নকশালপন্থী বিপ্লবীরা কী বলেন?
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার ব্যনার্জীর উদ্দেশ্যে সুমন বলেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আসানসোলের নুরানি মসজিদের ইমামের জন্য ভারতরত্ন দাবি করো, পাড়ায় পাড়ায় প্রতিরোধের ডাক দাও।
উল্লেখ্য, ২০০৯ সালের লোকসভা নির্বাচনে মমতার তৃণমূল কংগ্রেসের হয়ে কবীর সুমন কলকাতার যাদবপুরের সাংসদ হয়েছিলেন। নির্বাচনের এক বছরের মধ্যেই মুখ্যমন্ত্রীর সাথে দূরত্ব সৃষ্টি হলে দল ছাড়েন তিনি।

'সরকার সমঝোতায় না আসলে রাজপথে ফয়সালা'

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তিই এখন প্রধান এজেন্ডা উল্লেখ করে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, 'সরকার যদি সমঝোতায় না আসে, তাহলে রাজপথের আন্দোলন আরও বেগবান করা হবে। রাজপথে ফয়সালা হবে।'
শনিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মওদুদ বলেন, ‘আমাদের তিনটি মূল এজেন্ডা। প্রথমটি হলো- খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এ জন্য শুধু আইনি লড়াই নয়, জনমত তৈরি করতে হবে। আমাদের আন্দোলন করতে হবে। তাহলে তিনি মুক্ত হয়ে আসবেন।'
'দ্বিতীয়টি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এ জন্য যে আন্দোলন চলছে এটা চলবে। শান্তিপূর্ণ আন্দোলনকে আরও বেগবান করতে হবে। তৃতীয় এজেন্ডা হলো- আমরা গণতান্ত্রিক দল। তাই গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে আমাদের মানুষের প্রতিনিধিত্ব করতে হবে। এ জন্য আমাদের নির্বাচনী প্রস্তুতি নিতে হবে। কারণ আওয়ামী লীগ অনেক দূর এগিয়ে গেছে। তাই বিএনপিকে এখন থেকেই কাজ শুরু করতে হবে। কারণ রাজনৈতিক ব্যাপার। যে কোনো সময় নির্বাচন হতে পারে।’
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সভা পরিচালনা করেন দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম।

নৌকায় ভোট চাওয়া আমার রাজনৈতিক অধিকার: শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনৈতিক দলের নেত্রী হিসেবে নৌকায় ভোট চাওয়া আমার রাজনৈতিক অধিকার।
শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আমি একটি দলের সভাপতি। আমি নৌকায় ভোট চাইব, এটা আমার রাজনৈতিক অধিকার। রাজনৈতিক দলের নেত্রী হিসেবে যেখানে যাব, সেখানেই নৌকায় ভোট চাইব।
এ সময় তিনি দলের নেতাদের নৌকার পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান।
সন্ধ্যা সোয়া ৭টায় শেখ হাসিনার সভাপতিত্বে কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হয়। প্রথমেই আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের সমালোচনার লোকের অভাব নেই। এক শ্রেণির লোক আছে যাদের কাজই হলো সমালোচনা করা। যারা অহেতুক সমালোচনা করে তারা আমাদের উন্নয়ন সহ্য করতে পারে না। তাদের কথায় কান দিলে চলবে না।
তিনি বলেন, যারা উন্নয়ন চায় না, উন্নয়ন তাদের চোখে পড়বে না। তাই সমালোচনা নিয়ে না ভেবে দেশকে ভালোবেসে দেশের উন্নয়নে আমাদের এগিয়ে যেতে হবে। উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

বাহরাইনে সড়ক দূর্ঘটনায় এক বাংলাদেশীর মৃত্যু


বাহরাইনের রাজধানী মানামার সন্নিকটে আলী শহরে সড়ক দূর্ঘটনায় মোসলেহ উদ্দীন নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বাহরাইনের স্থানীয় সময়  সন্ধ্যা সাড়ে ছয়’টার দিকে এ দূর্ঘটনা ঘটে।নিহত ওই প্রবাসী গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার আবিদপুর গ্রামে।
জানা গেছে, মোসলেহ উদ্দীন নামে ওই প্রবাসী বাংলাদেশি বাইসাইকেলে করে তার কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন।পেছন থেকে আসা একটি প্রাইভেট কার সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মালয়েশিয়ায় কারাগারে আটক প্রবাসীদের উপর অমানুষিক নির্যাতন

মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুর থেকে ঢাকা ফিরছিলাম। ফ্লাইটের একেবারে পেছনের সারিতে আমার সিট। আশেপাশে যাদের সিট পড়েছে তারা সবাই প্রবাসী বাংলাদেশি শ্রমিক। কিন্তু তাদের বেশভুষা, আচার-আচরণ সবকিছুতে একটা অস্বাভাবিকতা লক্ষ্য করলাম। কঙ্কালসার চেহারা, ছেঁড়া জামাকাপড়। সবাই কেমন যেন উদভ্রান্ত ও উত্তেজিত। মনোযোগ দিয়ে তাদের কথোপকথন শোনার চেষ্টা করলাম। আমার ডানপাশের রো-তে একসিট সামনে বসা বয়স্ক একজন ফ্লাইটে বসেই দেশের বাড়িতে পরিবারের সাথে কথা বলে উত্তেজিতভাবে।  বাকিদেরকে বললেন তার বাড়িতেও দুইজন দালাল গিয়ে একজন ৩০ হাজার আরেকজন ৩৫ হাজার মোট ৬৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। আরেকজন হট্টগোল শুরু করে দিয়ে বলেছে দালালরা তার বাড়ীতে গিয়ে মহিলাদের বলেছে ৬০ হাজার টাকা দিয়ে ছাড়িয়ে না আনলে তার ২ বছরের জেল হয়ে যাবে তাই পরিবারের সদস্যরা সেই টাকা দিয়ে দিয়েছে। তারা সবাই মিলে ফ্লাইটে বসেই দালালদের এবং মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের অভিশাপ দিচ্ছিল।
জিজ্ঞেস করে জানতে পারলাম ভিসা অবৈধ হয়ে যাওয়ায় তারা সবাই বিভিন্ন মেয়াদে মালয়েশিয়ায় জেল খেটে আজই মুক্তি পেয়েছে। অবৈধ হয়ে পুলিশের হাতে ধরা পড়লে অবধারিত জেল এবং তা থেকে মুক্তির নিয়ম হচ্ছে দেশ থেকে জুম্পা(দেশে ফিরার টিকেট) আসতে হবে। কিন্তু তারা বিভিন্ন জায়গায় কাজ থেকে ধরা পড়ার পর দেশে পরিবারকে এই সংবাদ কোনভাবে পৌঁছানো সম্ভব হয়নি। তাদের সাথে জেল খাটা কেউ মুক্তি পেয়ে দেশে ফিরে আসার সময় তারা সবাই হুমড়ি খেয়ে যার যার দেশে আত্মীয়-পরিজনের ঠিকানা দিত এবং কাকুতি-মিনতি করে বলত তার সংবাদটা পরিবারকে পৌঁছিয়ে একটা জুম্পা(দেশে ফিরে আসার ওয়ান ওয়ে টিকেটের দাম ১৪-১৫ হাজার টাকা) আনার ব্যবস্থা করতে। জুম্পাতো দূরের কথা দালালরা বসে আছে এইসব তথ্য যোগাড় করে পরিবার থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতে।
কোন কোন অতি ভাগ্যবান হতভাগার সংবাদ সত্যি সত্যিই দেশের বাড়িতে যায়, জুম্পাও জোটে এবং সেই সুবাদে নরকযন্ত্রনা থেকে মুক্তি মেলে যেভাবে এদের আজ মিলেছে। মালয়েশিয়ার জেলে তাদের নরকযন্ত্রণার বর্ণনা দিচ্ছিল এভাবে- একমুটো ভাত, একটুখানি লাউয়ের মত সবজি এই দিয়ে পুরো দিন পার করতে হত, পেট ভরাতো দূরের কথা দিন দিন কঙ্কালসার হতে হয়।
একটি হাফ প্যান্ট ও একটি জামা এই দিয়ে চলতে হয়। ছোট্ট একটা রুমে ১শ-দেড়শ লোক একটি টয়লেট।  টয়লেটে যাওয়ার জন্য সবসময় ২০-৩০ জনের লাইন। কে কোথায় টয়লেট করছে তার ঠিক নাই, প্রায় ক্ষেত্রেই একজন আরেকজনের শরীরের উপর প্রস্রাব করে দিচ্ছে, একটি মাত্র জামা থাকায় সবার সামনে উলংগ হয়ে গোসল করতে হয়।  জামা-কাপড় ধোয়া বা শুকাতে দেওয়ার ক্ষেত্রে উলংগ হয়ে থাকা ছাড়া কোন উপায় নাই। পুরো রুমে তীব্র উৎকট দুর্গন্ধে জান বের হয়ে আসার উপক্রম। আর পান থেকে চুন খসলেই মালয়েশিয়ান পুলিশের অমানুষিক শারিরীক নির্যাতন।
জেলে প্রায় সবাই নাকি চর্মরোগে আক্রান্ত, কোন চিকিৎসার ব্যবস্থা না থাকায় এই চর্মরোগ ভয়াবহভাবে দৃশ্যমান। আর মালয়েশিয়ান পুলিশ যখন সেই আক্রান্ত স্থানেই লাঠির আঘাত করে তাদের আর্তচিৎকারে আকাশ-বাতাস ভারী হয়। কথা বলছিল আর লোকগুলো সমানে কান্না করছিল।
এর মধ্যে রয়েছে আবার মালয়েশিয়ার দুর্নীতিবাজ পুলিশদের নানারকম ব্যবসা। একেকজনকে ২০০ রিংগিটের বিনিময়ে ৩০ সেকেন্ড করে কথা বলার সুযোগ দিত। কেউ ফোন করলে আমি জেলে আছি আর এই নম্বরে ২০০ রিংগিট(প্রায় ৪৩০০ টাকা) ফ্লেক্সি কর এই বলতে না বলতেই মোবাইল নিয়ে গেছে। কারো ক্ষেত্রে রিংগিট না আসলে তার উপর শুরু হত অমানবিক নির্যাতন। ৬২ বছর বয়সের নারায়নগঞ্জের সিরাজ মিয়া(কিন্তু তাকে দেখতে দেখাচ্ছে ৭৫ বছরের বৃদ্ধের মত) বললেন অল্প খাবার আর সার্বিক পরিবেশের কারণে মাসে তিনি ৩/৪ বারের বেশি টয়লেটে যেতেন না। গোসল করতেন প্রতি ১০ দিনে একবার(একই রুমে তার ২ ভাতিজা থাকায় উলংগ হয়ে গোসল করার সময় লজ্জায় মরে যেতে ইচ্ছা করত)।
তাবলীগ জামাত ভক্ত মাদারীপুরের ৫৭ বছর বয়স্ক লোকমান হেকীম ১৯৯৬ সাল থেকে মালয়েশিয়ায় থাকেন। এই বৎসর চিরতরে দেশে ফিরে যাবেন বলে ভিসা আর নবায়ন করেন নি। তার ভিসার মেয়াদও শেষ হয়নি। এই অবস্থায় ধরে তাঁকে জেলে দিয়ে দিয়েছে। শত অনুনয় বিনয়েও কাজ হয়নি। দেশে ফিরে আসবেন বলে নিজের মেয়ের জন্য অলংকারসহ বেশ কিছু কেনাকাটাও করেছিলেন।  যেখানে কাজ করতেন তার মালিক এবং বিভিন্ন জনের কাছ থেকে তার পাওনাও ছিল প্রায় ১০-১৩ লাখ টাকার মত। সবকিছু ফেলে আসতে হয়েছে তাকে। তবে তিনি সবচেয়ে বড় আঘাতটা পেয়েছেন যেদিন মালয়েশিয়ান পুলিশ তার তাবলীগ জামাতের চিহ্ন, লম্বা দাড়ি ফেলে দেয়। তাঁর শত চিৎকার ও কান্নাকাটিতেও পুলিশ রেহাই দেননি। তিনি তাহাজ্জুতসহ এক ওয়াক্ত নামাজও কাজা করেন নি কিন্তু তার সন্দেহ আদৌ তিনি পরিপূর্ণ পাক হয়ে নামাজ পড়তে পেরেছেন কি না।
তাদের সাথে কথা শুরু হওয়ার একটু পরেই কেবিন ক্রু খাবার সার্ভ করা শুরু করে। তাঁদের অভুক্ত কঙ্কালসার অবস্থা দেখে নিজের খাবারসহ কেবিন ক্রুকে তাদের অবস্থা বর্ণনা করে অনুরোধ করি বাড়তি খাবার থাকলে তাদেরকে দিতে। অতিশয় দয়ালু মালয়েশিয়ান তামিল ছেলেটি তাদের সবাইকে চাহিদামত ২/৩ সেট করে খাবার দেয়। লোকমান হেকিম আমার হাত ধরে বলেন- বাবা, গত ৬ মাসে এই প্রথম পেট ভরে খেলাম।
অসহায় নির্যাতিত এসব প্রবাসীদের  সকল অভিযোগ বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে। মালয়েশিয়ার বিভিন্ন জেলে এইরকম হাজার হাজার বাংলাদেশি প্রবাসী নরকযন্ত্রণা ভোগ করলেও দূতাবাস তাদের খবর নেয়না। অথচ দূতাবাস চাইলেই এই খবরটি দেশে পরিবারের কাছে পৌছে দিয়ে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে পারে। নারায়নগঞ্জের সিরাজ মিয়াতো তাঁর আত্মীয় প্রভাবশালী সরকারী দলের নেতাকে নিয়ে ১০ তলা ভবনে গিয়ে(তিনি বাংলাদেশ দূতাবাস কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় বুঝিয়েছেন) অবশ্যই কৈফিয়ত চাইবেন। সেই সংকল্প করে গেলেন। লোকমান হেকিম আমার কাছে অনুনয় বিনয় করলেন- সরকারকে বলে এই মানবেতর জীবন যাপনরত বন্দীদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে পারি তবে ১০  হজ্জের সমান সওয়াব পাব। ওরা কেউই চোর-বাটপার নয়, ভাগ্যের ফেরে অথবা মালয়েশিয়ান সরকারের নানা নিয়ম-কানুন অথবা কাগজপত্র জটিলতায় অবৈধ হয়েছেন।
লাখ লাখ প্রবাসীর রেমিটেন্সে বাংলাদেশ আজ একের পর এক উন্নয়নের সিঁড়ি পেরিয়ে সামনের দিকে এগোচ্ছে। অথচ তাদের কেউ কেউ যখন ভাগ্যের ফেরে অবৈধ হয়ে যাচ্ছে তখন কি রাষ্ট্রের কাছে নিরাপদে ফিরিয়ে আনার দাবীটুকুও চাইতে পারেন না ! একসময় আমেরিকার গুয়ানতানামো-কুখ্যাত কারাগারের নাম শুনেছি, কিন্তু এই শ্রমিকদের কাছে মালয়েশিয়ান কারাগারের বর্ণনা শুনে আমার এটাকে তার থেকেও ভয়ংকর মনে হয়েছে।

কানাডা বর্তমান বিশ্বে 'অন্যতম' শ্রেষ্ঠ শিক্ষিত দেশ

বর্তমান বিশ্বে কানাডা অন্যতম শ্রেষ্ঠ শিক্ষিত দেশ। আর এই কৃতিত্বের দাবিদার প্রধানত অভিবাসীদের প্রাপ্য। নতুন আসা ইমিগ্রেন্টরা শুধু যে নিজেরাই উচ্চ শিক্ষিত তাই নয়, তারা কানাডায় আসার পর তাদের ছেলে-মেয়েদেরকেও উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলছেন। আর এ কারণেই ইমিগ্রেন্টদের মধ্যে উচ্চ শিক্ষার হার মূলধারার কানাডিয়ানদের তুলনায় বেশি। সম্প্রতি সরকারের এক অভ্যন্তরীণ অনুসন্ধানে এই তথ্য বেরিয়ে এসেছে।
 
অর্গানাইজেশন ফর ইকনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভলাপমেন্ট, ইমিগ্রেশন অফ কানাডা, কানাডিয়ান স্টাডিজের তথ্য এবং জরিপ মোতাবেক টরন্টো স্টার নিউজের সূত্র ধরে এ খবর জানিয়েছে প্রবাসী কণ্ঠ।
 
অনুসন্ধানে দেখা গিয়েছে ইমিগ্রেন্ট পরিবারের ৩৬% ছেলে-মেয়ের (যাদের বয়স ২৫-৩৫ এর মধ্যে) ইউনিভার্সিটি ডিগ্রি রয়েছে। আর এই একই বয়সের মূলধারার কানাডিয়ান ছেলে-মেয়েদের মধ্যে ইউনিভার্সিটি ডিগ্রি রয়েছে ২৪% জনের।
 
সবচেয়ে বেশি সংখ্যক ইমিগ্রেন্ট এসেছে যে কয়টি দেশ থেকে তার মধ্য আছে চীন ও ভারত। আর এই দেশগুলো থেকে আসা ইমিগ্রেন্টে পরিবারের ছেলে-মেয়েদের মধ্য ইউনিভার্সিটি ডিগ্রিধারীর সংখ্যা শতকরা ৫০ ভাগেরও বেশি। ফিলিপাইন থেকেও কানাডায় প্রচুর সংখ্যক ইমিগ্রেন্ট এসেছেন। ঐ সকল পরিবারের ছেলে-মেয়েদের মধ্য ইউনির্ভর্সিটি ডিগ্রিধারীর সংখ্যা শতকরা প্রায় ৩৩ ভাগ।
 
পশ্চিম ইউরোপ থেকে এসেছেন এমন ইমিগ্রেন্ট পরিবারের ছেলে-মেয়েদের মধ্যেও উচ্চ শিক্ষার হার মূলধারার কানাডিয়ান ছেলে-মেয়েদের তুলনায় বেশি। অনুসন্ধানে দেখা গেছে, ৩০ থেকে ৩৭ % পশ্চিম ইউরোপের ছেলে-মেয়ে ইউনিভার্সিটির ডিগ্রিধারী। এর পরের অবস্থানে আছে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল থেকে আসা ইমিগ্রেন্ট পরিবার। এই সকল পরিবারের ছেলে-মেয়েদের মধ্যে ইউনিভার্সিটি ডিগ্রিধারীর হার ২৩ থেকে ২৮%।
 
উল্লেখ্য যে, অর্গানাইজেশন ফর ইকনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভলাপমেন্টে কানাডাকে দ্বিতীয় স্থানের মর্যাদা দিয়েছে উচ্চ শিক্ষিতের দেশ হিসাবে। কানাডায় সার্বিকভাবে ৬০% অধিবাসীর পোস্ট-সেকেন্ডারি ডিগ্রি রয়েছে। প্রথম স্থানে আছে দক্ষিণ কোরিয়া। এই হিসাব ২০১৬ সালের। টপ টেনে এর পরের অবস্থানে (উপর থেকে নিচে) আছে জাপান, লিথুনিয়া, যুক্তরাজ্য, লুক্সেমবার্গ, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে এবং ইউনাইটেড স্টেট অব আমেরিকা।
 
ইমিগ্রেশন কানাডার মুখপাত্র গার্নেট পিকট বলেন, কানাডার ইমিগ্রেশন পলিসির দীর্ঘ মেয়াদী পারফরমেন্স কি এবং কানাডায় ইমিগ্রেন্ট পরিবারের সন্তানেরা শিক্ষায় ও অর্থনীতিতে কতটুকু সাফল্য ও অবদান রাখছে তা দেখার জন্য এই অনুসন্ধান চালানো হয়।
 
অন্য এক অনুসন্ধানে দেখা গেছে ২০১১ থেকে ২০১৬ সালে আসা ৩৫ থেকে ৪৪ বছর বয়সী ইমিগ্রেন্টদের মধ্যে শতকরা ৫৪.২ জনের ব্যাচেলর ডিগ্রি রয়েছ। ১৯৯০ এর দশকে এই হার ছিল শতকরা ৩০.৫ ভাগ।
 
ইমিগ্রেন্টদের মধ্যে যেখানে শতকরা ৫৪.২ জন এর ব্যাচেলর ডিগ্রি রয়েছে, সেখানে নন-ইমিগ্রেন্ট অর্থাৎ মূলধারার কানাডিয়ানদের মধ্যে এই হার শতকরা ২৭.৯ ভাগ। এই অনুসন্ধানটি চালান এসোসিয়েশন অব কানাডিয়ান স্টাডিজ এর গবেষক জ্যাক জেকব।
 
জ্যাক জেকব এর অনুসন্ধানে দেখা গেছে কানাডায় দৃশ্যমান সংখ্যা লঘুদের মধ্যে ৪৬.৫% মহিলা ও ৪৫% পুরুষের ইউনিভার্সিটি ডিগ্রি রয়েছে। অন্যদিকে শ্বেতাঙ্গ কানাডিয়ানদের মধ্যে এই হার যথাক্রমে ৩৩.৮% ও ২৫%।
 
জ্যাকব বলেন, বিশ্বে সবচেয়ে বেশি ইউনিভার্সিটি ডিগ্রিধারী রয়েছে কানাডায়। দৃশ্যত এর পিছনে অবদান রয়েছে ইমিগ্রেন্টদের।

ব্রাজিলিয়ান সাংবাদিক ব্রুনা টিভি লাইভে ‘অপ্রত্যাশিত’ চুমুর শিকার

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে মঙ্গলবারের রাত। সাও জানুরিও স্টেডিয়াম দর্শকে ঠাসা। স্বাগতিক ক্লাব ভাস্কোর অভিষেক ম্যাচ মর্যাদাকর লিবার্তেডোরস সকার টুর্নামেন্টে। প্রতিপক্ষ ছিল ইনির্ভাসিদাদ ডি চিলে।
 
সমর্থকরা সাদা ও কালো জার্সিতে এসেছে, তারা চিৎকার করছে, বিয়ারের বোতল শেষ করছে। এমনই পরিবেশে ভীড়ের মধ্যে ব্রুনা ডিয়ালট্রি তারা পরবর্তী লাইভের জন্য অবস্থান নিয়েছেন। তিনি যখন লাইভে স্টেডিয়ামের পরিবেশ টিভির দর্শকদের জন্য বর্ণনা করছিলেন, এমনি সময় খালি গায়ের এক ব্যক্তি তার ঠোঁটে চুমু খান। ডিয়ালট্রি মুহুর্তের জন্য কেঁপে ওঠেন। তিনি বলেন, এটা অস্বস্তিকর ছিল। আমার এটার প্রয়োজন ছিল না কিন্তু তবুও হল।
 
সিএনএনকে ডিয়ালট্রি বলেন, আমি অপমানিত বোধ করি। ক্যামেরা চলা অবস্থায় যদি এটা আমার সঙ্গে হতে পারে তাহলে অন্য মেয়েদের অবস্থা কেমন সেটা সহজেই বোঝা যাচ্ছে। আমি চুপ থাকতে পারিনি। 
 
সে রাতেই ডিয়ালট্রি ঘটনাটি নিয়ে তার ফেসবুকে লেখেন ও ঘটনার ভিডিও প্রকাশ করে দেন। এরপর সেটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপর ক্রীড়া সাংবাদিকতায় জড়িত নারীরাও তাদের দায়িত্বপালন কালীন বিভিন্ন বিব্রতকর পরিস্থিতি নিয়ে কথা বলা শুরু করেন।
 
ক্রীড়া প্রোযোজক পাউলো পেরেইরা সিএনএনকে বলেন, কাউকে না কাউকে প্রথমে মুখ খুলতে হত। আর এই যৌন শোষণের ঘটনা সবখানেই চলছে। এ শোষণের বিরুদ্ধে সবার কথা বলতে জবে।

সিএনএন।

বিক্ষোভে উত্তাল গাজা সীমান্ত, গুলিতে ১৫ ফিলিস্তিনি নিহত

হাজার হাজার ফিলিস্তিনি গাজা থেকে ইসরাইলের সীমান্তের দিকে মিছিল করে যাওয়ার পর গতকাল শুক্রবার তাদের ওপর ইসরাইলি সৈন্যরা গুলি চালিয়েছে। এতে ১৫ জন ফিলিস্তিন নিহত ও ১৪শ’ আহত হয়েছে।ইসরাইলের বিরুদ্ধে ছয় সপ্তাহব্যাপী এক প্রতিবাদের অংশ হিসেবে ফিলিস্তিনিরা এই বিক্ষোভে অংশ নিচ্ছে।
 
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনীর গুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছে। তিনি আরো বলেন, এ ঘটনায় আরো ১৪শ’ ফিলিস্তিনি আহত হয়েছেন।
 
ইসরাইলি সেনাবাহিনী বলছে, অন্তত ছ’টি স্থানে দাঙ্গা-হাঙ্গামা চলছে এবং দাঙ্গায় উস্কানিদাতাদের দিকে লক্ষ্য করে গুলি করা হয়েছে।
 
ফিলিস্তিনিরা তাদের এই মিছিলের নাম দিয়েছে ‘গ্রেট মার্চ টু রিটার্ন’ বা নিজের ভূমিতে ফিরে যাওয়ার মিছিল। সীমান্তের কাছে তারা পাঁচটি ক্যাম্প স্থাপন করে সেখানে অবস্থান নিয়েছে। খবর আল জাজিরা ও বিবিসি’র

Friday, March 30, 2018

ফরাসি লিগের শেষের দিকে ফিরতে পারেন নেইমার

রাশিয়া বিশ্বকাপের সবচেয়ে বড় ফেবারিট ব্রাজিল যখন প্রীতি ম্যাচগুলোতে দাপট দেখিয়ে যাচ্ছে, তখন দলটির সবচেয়ে বড় সুপারস্টার নেইমার জুনিয়র ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায়। এর মাঝেই ব্রাজিলের একটি সংবাদমাধ্যম দাবি করল, ফরাসি লিগ ওয়ানের শেষের দিকে মাঠে ফিরতে পারেন নেইমার। এমন সুখবরে পিএসজি ততটা উল্লাসিত নয়। তারা দলের দামি খেলোয়াড়টিকে পরিপূর্ণ সুস্থ দেখতে চায়।
গত ফেব্রুয়ারিতে লিগ ওয়ানে মার্সেইয়ের বিপক্ষে ম্যাচে পায়ের পাতার পঞ্চম মেটাটারসাল ভেঙে যায় পিএসজির ফরোয়ার্ড নেইমারের। অস্ত্রোপচারের পর এখন ব্রাজিলে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন তিনি। সেরে উঠতে সময় লাগতে পারে তিন মাস পর্যন্ত। তবে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ইউওএল এস্পোর্ত বলছে, এপ্রিলের শেষ নাগাদ পিএসজির হয়ে মাঠে ফিরতে পারেন নেইমার। লিগ ওয়ানে একটি বা একাধিক ম্যাচ খেলার সম্ভাবনাও আছে এই ফরোয়ার্ডের। পিএসজি ফাইনালে উঠলে খেলতে পারেন ফরাসি কাপেও। 
এই খবরের প্রতিক্রিয়ায় লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পিএসজি বলেছে, এপ্রিলের মাঝামাঝিতে নেইমারের শারীরিক অবস্থা যাচাই করা হবে। এরপরই তার ফেরার সম্ভাব্য একটা সময় নির্ধারণ করা হবে। নেইমারকে নিয়ে তাদের তাড়াহুড়ো নেই। ২২২ মিলিয়ন ইউরো দামের এই খেলোয়াড়কে তারা পুরোপুরি সুস্থ দেখতে চায়। তবে ব্রাজিলের পত্রিকাটি বলছে, রাশিয়া বিশ্বকাপের আগেই নিজেকে তৈরি করতে ম্যাচ খেলতে উন্মুখ হয়ে আছেন নেইমার।

বৃহত্তর সিলেট অ্যাসোসিয়েশন ব্রাজিল কতৃর্ক আয়োজিত মহান স্বাধিনতা দিবস ২০১৮ ফুটবল টুর্নামেন্ট ।


ব্রাজিলের সাও পাওলতে বৃহত্তর সিলেট অ্যাসোসিয়েশন ব্রাজিল কতৃর্ক আয়োজিত,,,আবু সুফিয়ান উজ্জল ও মুহিবুর রহমানের পৃষ্টপোষকতায়,, মহান স্বাধিনতা দিবস ২০১৮ ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করা হয় । অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।





মস্কো থেকে ২৩ দেশের কূটনীতিকদের বহিষ্কারের ঘোষণা


যুক্তরাজ্যে এক গুপ্তচর ও তার মেয়েকে বিষপ্রয়োগে হত্যাচেষ্টার ঘটনায় ইউরোপ-আমেরিকা থেকে রুশ কূটনীতিকদের বহিষ্কারের পাল্টা জবাবে সংশ্লিষ্ট ২৩ দেশের কূটনীতিকদের বহিষ্কারের ঘোষণা দিয়েছে রাশিয়া। খবর দ্য গার্ডিয়ানের।
আরো পড়ুন
মস্কো থেকে দেড় শতাধিক পশ্চিমা কূটনীতিক বহিষ্কার
যুক্তরাজ্যে এক গুপ্তচরকে বিষপ্রয়োগ নিয়ে রুশ কূটনীতিকদের বহিষ্কারের প্রতিক্রিয়ায় রাশিয়াও পশ্চিমা দেড়শ' কূটনীতিককে বহিষ্কার এবং সেন্ট পিটার্সবার্গে দেশটির কনস্যুলেটের কার্যক্রম বন্ধ করেছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বৃহস্পতিবার এ ঘোষণা দেন। এদের মধ্যে ৬০ কূটনীতিকই যুক্তরাষ্ট্রের। মার্কিন কূটনীতিকদের আগামী ৫ এপ্রিলের মধ্যে রাশিয়া ত্যাগ করতে বলা হয়েছে। খবর নিউইয়র্ক টাইমসের।
গত সোমবার ৬০ রুশ কূটনীতিককে বহিষ্কারের পাশাপাশি সিয়াটলে রাশিয়ার কনস্যুলেট বন্ধের নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের বহিষ্কার ও কনস্যুলেট বন্ধের বিষয়ে দেশটির রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন লাভরভ।
গত ৪ মার্চ ব্রিটেনের সলসবেরির উইল্টশায়ারে একটি পার্কের বেঞ্চ থেকে সংজ্ঞাহীন অবস্থায় পক্ষত্যাগী সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল (৬৬) এবং তার মেয়ে ইউলিয়াকে (৩৩) উদ্ধার করা হয়। তাদের নোভিচক গ্রুপের একটি নার্ভ এজেন্ট দেয়া হয়েছিল বলে পরীক্ষায় জানা যায়।
সাবেক সোভিয়েত ইউনিয়ন সত্তর ও আশির দশকে এ সিরিজের নার্ভ এজেন্টগুলো তৈরি করেছে। সেগুলো সবচেয়ে মারাত্মক নার্ভ এজেন্ট (উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিষাক্ত রাসায়নিক) হিসাবে বিবেচিত হয়ে থাকে।
মস্কোর নির্দেশেই স্ক্রিপাল ও তার মেয়েকে বিষপ্রয়োগে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ যুক্তরাজ্যের। তাদের সঙ্গে সংহতি জানিয়ে ২০টির বেশি দেশ থেকে রুশ কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে।
ট্রাম্পকে পাল্টা জবাব পুতিনের, মস্কো থেকে ৬০ মার্কিন কূটনীতিক বহিষ্কার
এবার যুক্তরাষ্ট্রের ৬০ জন কূটনীতিককে বহিষ্কার করে যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দিল রাশিয়া । একই সঙ্গে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে মার্কিন কনস্যুলেট বন্ধ করে দেওয়ারও নির্দেশ দিয়েছে মস্কো।
বিবিসির খবরে বলা হয়, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এই বহিষ্কার ও কনস্যুলেট বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেন।
গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬০ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করার নির্দেশ দেন। একসঙ্গে সিয়াটলের রুশ কনস্যুলেটও বন্ধের আদেশ দেন। এর জবাবেই রাশিয়া এই সিদ্ধান্ত নিল।
যুক্তরাজ্যের সলসবারিতে সাবেক রুশ গোয়েন্দা কর্মকর্তা সের্গেই স্ক্রিপাল (৬৬) ও তাঁর মেয়ে ইউলিয়া স্ক্রিপালের (৩৩) ওপর বিষ প্রয়োগের ঘটনাকে কেন্দ্র পাল্টাপাল্টি এই বহিষ্কারের ঘটনা ঘটল। এর আগে জার্মানি, ফ্রান্স এবং ইউক্রেনও রুশ কূটনীতিকদের বহিষ্কারের ঘোষণা দেয়। এর বাইরে ইউরোপীয় বেশ কিছু দেশ রাশিয়ার বিরুদ্ধে একই ব্যবস্থা নেয়।
সের্গেই লাভরভ মার্কিন কূটনীতিকদের বহিষ্কারের কথা ঘোষণা করে বলেন, রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কারের পাল্টা জবাব হিসেবে মস্কো এই সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়াও ৬০ জন মার্কিন কূটনীতিককে বহিষ্কার করেছে। সেন্ট পিটার্সবার্গে মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
সাবেক রুশ গোয়েন্দা কর্মকর্তা সের্গেই স্ক্রিপাল ও তাঁর মেয়েকে বিষপ্রয়োগের ঘটনায় রাশিয়ার হাত রয়েছে বলে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের নেতারা একমত হন। তবে সলসবারির ওই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে রাশিয়া।
৪ মার্চ যুক্তরাজ্যের সলসবারি শহরের একটি বিপণিকেন্দ্রে বাইরে বেঞ্চিতে সের্গেই ও তাঁর মেয়েকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, তাঁদের দুজনের ওপর নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছিল। তাঁরা ওই দিন দুপুরে যে রেস্তোরাঁয় খাবার খেয়েছিলেন, সেই রেস্তোরাঁর টেবিলে পুলিশ নার্ভ এজেন্টের আলামত পায়।
সের্গেই স্ক্রিপাল একসময় রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার কর্নেল ছিলেন। ২০০৬ সালে তাঁর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ ওঠে। রাশিয়ায় তাঁর ১৩ বছরের কারাদণ্ড হয়েছিল। এরপর ২০১০ সালে ১০ জন মার্কিন গুপ্তচরের বিনিময়ে তিনি ছাড়া পান। ওই বছরই সের্গেই যুক্তরাজ্যে আশ্রয় নেন।

সুচিকিৎসার জন্য খালেদার মুক্তি দাবি ফখরুলের, প্রয়োজনে বিদেশ পাঠানোর তথ্য কাদেরের


বিএনপির কারাবন্দী নেত্রী খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে তার সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে দলটি।
শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী খালেদা জিয়া এখন অসুস্থ। অবিলম্বে ব্যক্তিগত চিকিৎসকের মাধ্যমে তার স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। খবর বিবিসির।
‘তার ব্যক্তিগত যে চিকিৎসক রয়েছেন, সেই ব্যক্তিগত চিকিৎসকের মাধ্যমে তার স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করতে হবে। তাদের সুপারিশ অনুযায়ী পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’
তিনি বলেন, খালেদা জিয়াকে কারাগারে যে অবস্থায় রাখা হয়েছে, তাতে তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে বলে তারা আশঙ্কা করছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ পর্যন্ত খালেদা জিয়ার সব চিকিৎসা যেহেতু দেশের বাইরে হয়েছে, সেজন্যে তাকে জামিন দিয়ে চিকিৎসার জন্য বাইরে পাঠানোর ব্যবস্থা করতে হবে।
পরে অবশ্য আবার তিনি একথার ব্যাখ্যা দিয়ে বলেন, কারামুক্তির পর খালেদা জিয়া নিজেই সিদ্ধান্ত নেবেন দেশে নাকি বিদেশে চিকিৎসা করাবেন।
প্রসঙ্গত, গত বুধবার খালেদা জিয়াকে একটি দুর্নীতির মামলায় আদালতে আনার কথা ছিল। কিন্তু সেদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, অসুস্থতার কারণে তাকে আদালতে হাজির করা যায়নি।
এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৯ মার্চ বৃহস্পতিবার কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান। কিন্তু কারা কর্তৃপক্ষের তরফ থেকে তাকে জানানো হয়, খালেদা জিয়া অসুস্থ, তাই সাক্ষাৎ করা যাবে না।
খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য বিএনপির দাবির জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যদি খালেদা জিয়ার সুচিকিৎসার দরকার হয়, সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। এখানে কোনো রকমের দ্বিধা-দ্বন্দ্বের ব্যাপার নেই।
‘খালেদা জিয়া জেলে আছেন বলে সরকার তার প্রতি অমানবিক আচরণ করতে পারে না। আমাদের সরকার সেরকম সরকার নয়।’
তিনি আরও বলেন, চিকিৎসকরা যদি বলেন যে দেশে খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয়, সেক্ষেত্রে তাকে বিদেশেও পাঠানো যেতে পারে।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আওয়ামী যুবলীগের কার্যকরী কমিটি ।














দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আওয়ামী যুবলীগের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে । 
২৬ মার্চ উপলক্ষে  এক আলোচনা সভায় ব্রাজিল আওয়ামী যুবলীগের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে । জহিরুল ইসলাম জনি কে সভাপতি ও তানজির রানা চৌধুরী কে সাধারণ সম্পাদক করা হয়েছে । কামরান হুসেন রুহেল  (সি:সহ সভাপতি),পংকজ চন্দ্র ভৌমিক  (সাংগঠনিক সম্পাদক ) করে একটি কমিটি করা হয়েছে । কমিটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় । 

নতুন এই কমিটি গঠন অনুষ্ঠানে এক আলোচনা সভার আয়োজন করা হয় ।
আলোচনা সভায়  উপস্থিত ছিলেন  বাংলাদেশ আওয়ামীলীগ ব্রাজিল শাখার  সহ সভাপতি  নাইমুর রহমান নাইম,ভারপাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক রওশন আলি, দপ্তর সম্পাদক আহাদ মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুগ্ন সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন বোরহান প্রমুখ ।








শিশু নুসরাত হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন


ঢাকা থেকে আমাদের ফটো সাংবাদিক - মোঃ নুর হুসাইন 
লক্ষ্মীপুরের রামগঞ্জের শিশু নুসরাত জাহান নিশুর (৮) হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়েছে বৃহত্তর নোয়াখালী, লক্ষীপুর ও রামগঞ্জ উপজেলার সুশীল সমাজের প্রতিনিধিরা।
শুক্রবার (৩০মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানায় তারা।
রামগঞ্জের ৮ বছরের শিশু নুশরাতকে হত্যার প্রতিবাদে নাগরিক মানববন্ধনে বক্তারা বলেন, ‘পিতা তার কন্যাকে ধর্ষণ করছে। ৮ বছরের শিশুকে ধর্ষণ করে ডোবায় বস্তাবন্দী করে ফেলে রাখা হয়। দেশে মানবতা আজ কোথায়?’
তারা বলেন, ‘দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। নিরাপত্তাহীনতা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আজ মায়ের পেটের শিশুও নিরাপদ নয়। দেশের এই অবস্থা কোনো ভাবেই চলতে পারে না। দল মতের উপেক্ষা না করে জাতীয় ঐক্য গঠনের মাধ্যমে এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। এবং শুধু নুসরাত জাহান নিশু নয় সকল হত্যাকারীকে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে।’
মানববন্ধনে বক্তব্য রাখেন এলডিপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা। এছাড়াও বৃহত্তর নোয়াখালী, লক্ষীপুর জেলা ও রামগঞ্জ উপজেলার সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ৮ বছরের শিশু নুশরাত লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে গত শুক্রবার জুমার নামাজের আগে নিখোঁজ হয়। নিখোঁজের তিন দিন পর স্থানীয় কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ঠাকুর বাড়ির সামনের ব্রিজজের নিচ (খাল) থেকে শিশু নুসরাত জাহান নিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহত নুসরাত উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাসিন্দা প্রবাসী এরশাদ হোসেনের মেয়ে ও পশ্চিম নোয়াগাঁও ফয়েজে রাসুল নুরানী মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্রী।

যে কোনও মুহূর্তে পৃথিবীতে আছড়ে পড়বে চীনা স্পেস স্টেশন


কক্ষপথ থেকে ছিটকে বেরিয়ে যাবতীয় নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীর দিকে ছুটে আসছে 'তিয়াংগন-১'। চীনের পাঠানো মহাকাশ গবেষণা কেন্দ্র যে কোনও মুহূর্তে ভেঙে পড়বে পৃথিবীতে। যে কোনও জায়গায়। 
ঠিক কোন জায়গায়, ঠিক কোন সময় তা ভেঙে পড়বে পৃথিবীতে, আছড়ে পড়বে পৃথিবীর কোথায়, কোন প্রান্তে, তা কিন্তু কেউই জানেন না।
ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ বা 'এসা') শুক্রবার এ খবর দিয়েছে।
তবে কখন, কোথায় তা ভেঙে পড়বে তা বলা যাচ্ছে না কারণ, কক্ষপথ থেকে ছিটকে বেরিয়ে পৃথিবীর দিকে হু হু করে ছুটে আসা ওই চীনা স্পেস ল্যাবের সাথে গ্রাউন্ড স্টেশনের সব যোগাযোগই ছিন্ন হয়ে গিয়েছে। ৪০ ফুট লম্বা 'তিয়াংগন-১' এখন আক্ষরিক অর্থেই, বেলাগাম। বিশৃঙ্খলও!
'এসা' জানাচ্ছে, 'তিয়াংগন-১'-এর শেষ যে গতিবেগ মাপা সম্ভব হয়েছিল, এখনও যদি তা-ই থাকে, তা হলে ৩১ মার্চ বা ১ এপ্রিল ওই চীনা স্পেস ল্যাব আছড়ে পড়বে পৃথিবীতে। তবে ভয় পাওয়ার কিছু নেই। মাটিতে বা সমুদ্রের পানিতে পড়ার আগেই তা বায়ুমণ্ডলের সংঘর্ষে ভষ্মীভূত হয়ে যাবে।
তবে চীনের ম্যানড স্পেস ইঞ্জিনিয়ারিং-এর অফিস জানিয়েছে, ওই স্পেস ল্যাব ভেঙে পড়তে পারে ১ বা ২ এপ্রিল। এর আগে ভাবা হয়েছিল তা পৃথিবীতে আছড়ে পড়তে পারে ৪ তারিখের মধ্যে।
ওই চীনা স্পেস ল্যাবের আরেকটি নাম- 'হেভেনলি প্যালেস'। চীন যে নিজেদের একটি মহাকাশ স্টেশন বানাতে চলেছে ২০২২ সালের মধ্যে, তার 'প্রোটোটাইপ' হিসাবে এই স্পেস ল্যাবটি উৎক্ষেপণ করেছিল ২০১১ সালে। তবে ২০১৬ সালের মার্চ থেকেই ওই স্পেস ল্যাবের কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছিল বলে চীনের পক্ষে গত বছর জাতিসংঘে জানানো হয়েছিল।
এর আগে ১৯৭৯ সালে নাসার স্পেস স্টেশন 'স্কাইল্যাব' ভেঙে পড়েছিল। আর ২০০১ সালে ভেঙে পড়েছিল রাশিয়ার ১৩৫ টন ওজনের 'মির স্টেশন'।

-আনন্দবাজার

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে লাগবে সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য


যুক্তরাষ্ট্রের ভিসার জন্য নতুন নিয়ম প্রবর্তন করেছে। এ নিয়মে যে যুক্তরাষ্ট্রের ভিসা নিতে চায় তাকে সামাজিক মাধ্যমের পাঁচ বছরের বিস্তারিত তথ্য দিতে হবে। এছাড়াও ‍তাদের সামাজিক মাধ্যমের নাম, পূর্বের ই-মেইল আইডি এবং মোবাইল নাম্বার দিতে হবে।
এই উদ্যোগটি প্রায় ১৫ মিলিয়ন বিদেশীর উপর প্রভাব পরবে বলে জানা গেছে। পূর্বে সামাজিক মাধ্যম, ই-মেইল এবং মোবাইল নাম্বারের তথ্য দেওয়া হতো অতিরিক্ত নিরাপত্তার জন্য।  
নতুন এই নীতি অভিবাসী এবং যারা অভিবাসী নয় তাদের সবার জন্য প্রজোয্য হবে। বলা হচ্ছে এই নীতি প্রয়োগের ফলে প্রায় ৭ লক্ষ ১০ হাজার ভিসা প্রার্থী অভিবাসী এবং ১৪ মিলিয়ন অভিবাসী নয় এমন ভিসা প্রার্থী এর দ্বারা প্রভাবিত হবেন। এছাড়াও যারা যুক্তরাষ্ট্রে ব্যবসা, শিক্ষার আসবেন তারাও এর আওতাভূক্ত হবেন।
এ সংক্রান্ত একটি ডকুমেন্ট ফেডারেল রেজিস্টারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।কতৃপক্ষ এবং বাজেট-এর সাথে সঙ্গতি রেখে যদি তা অনুমোদন দেওয়া হয় তাহলে সকল ভিসা প্রার্খীর জন্য তার ব্যবহার করা পাঁচ বছরের সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি একাউন্ট দিতে হবে।
এছাড়াও তাদের পাঁচ বছর ব্যাবহার করা আগের টেলিফোন নাম্বার, ই-মেইল আইডিও সরবরাহ করতে হবে।

লাউ-দুধের পায়েস


লাউ শীতের সবজি হলেও এখন প্রায় সারা বছরই পাওয়া যায়। লাউ সাধারণত সবজি হিসেবে খাওয়া হয়। লাউয়ের খোসা, বিচি, শাক, ডগা ইত্যাদি সবই উপকারী। গবেষণায় জানা গেছে, দুধে যেসব উপাদান রয়েছে, লাউয়ের মধ্যেও সেসব উপাদান আছে। লাউ হার্টের জন্য বেশ উপকারী। যক্ষ্মা রোগেও লাউয়ের ভূমিকা রয়েছে। এছাড়া লাউ ঠাণ্ডা জাতীয় সবজি তাই পেটের অসুখেও বেশ উপকার।
তাই লাউ শুধু সবজি হিসেবে নয়, বিভিন্ন পদের রান্নাতে ব্যবহার করেও খাওয়া যেতে পারে। এমনি একটি আইটেম লাউ-দুধের পায়েস। লাউ-দুধের পায়েস যেমন উপকার তেমনি খেতেও খুব সুস্বাদু।
একুশে টিভি অনলাইনে লাউ-দুধের পায়েসের রেসিপি দেওয়া হলো-
উপকরণ :
১) কচি লাউ একটি।
২) দুধ দুই কেজি।
৩) আধা কাপ ঘি।
৪) চিনি পরিমাণ মতো।
৫) এলাচ ও দারচিনি।
৬) কাজু বাদাম।
৭) লবণ পরিমাণ মতো।
৮) কিশমিশ।
প্রণালি :
প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে লাউয়ের বিচিসহ নরম অংশটুকু কেটে বাদ দিন। এরপর লাউ কুচি কুচি করে কেটে নিন। কুচি করে কাটা লাউ গরম পানিতে দশ মিনিট ভিজিয়ে রাখুন। পরে পানি থেকে চিপে নিয়ে কড়াইতে ঘি দিয়ে হালকা ভেজে নিতে পারেন। ভেজে না নিলেও সমস্যা নেই। এখন একটি পাত্রে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। ঘন হয়ে এলে চিনি, এলাচ, দারচিনি ও লবণ পরিমাণ মতো দিয়ে নাড়তে থাকুন। এখানে কাজু বাদাম কুচি করে কেটে দিন। এখন ভেজে নেওয়া লাউ দুধে ছেড়ে দিন। অল্প কিছুক্ষণ সিদ্ধ করে নিন। মিশ্রণটি বেশ ভারী হয়ে এলে নামিয়ে ফেলুন।
ব্যচ খুব সহজেই হয়ে গেল লাউ-দুধের পায়েস। এখন পরিবেশন পাত্রে ঢেলে এর ওপরে কিশমিশ ছিটিয়ে পরিবেশন করুন।
তথ্যসূত্র : রান্নাবান্না।

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন কোকোর স্ত্রী-মেয়ে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করেছেন তার পরিবারের ছয় সদস্য। এর মধ্যে তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও ছোট মেয়ে জাহিয়া রহমানও ছিলেন।
আরও ছিলেন খালেদা জিয়ার বড় বোন সেলিমা ইসলাম, ভাই শামীম এস্কান্দার, ভাবি কানিজ ফাতেমা ও ভাগনে অভিক এস্কান্দার। সূত্র জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৪টা থেকে পৌনে ৫টা পর্যন্ত তারা কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। এ সময়ে তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তবে এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে বৃহস্পতিবার লন্ডন থেকে বাংলাদেশে আসেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও ছোট মেয়ে জাহিয়া রহমান।

চকরিয়ায় শিশু ধর্ষণ, মামলা


চকরিয়ায় বখাটে কর্তৃক চাঞ্চল্যকর পাঁচ বছরের শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমের দাদা উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন উলুবনিয়া গ্রামের আলতাজ আহমদ বাদী হয়ে গত বুধবার চকরিয়া থানায় মামলাটি দায়ের করেন। দায়েরকৃত এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬শে মার্চ একই গ্রামের তার পার্শ্ববর্তী আক্তার আহমদের পুত্র বখাটে যুবক রহিম উদ্দিন (২০) বরই (কুল) দেওয়ার নাম করে পাঁচ বছর বয়সী শিশুকে নির্জন কক্ষে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটি অচেতন হয়ে পড়লে রহিম উদ্দিন পালিয়ে যায়। পরে অপর ছোট নাতী রেশমি বাড়িতে থাকা তার দাদা আলতাজ আহমদকে বিষয়টি জানান। তাৎক্ষণিক ওই শিশুটিকে খোঁজাখুঁজির পর বখাটে রহিম উদ্দিনের বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়।

পরে ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা মারাত্মক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালের ওসিসি’তে রেফার করে। স্থানীয়দের সঙ্গে কথাবলে জানা যায় ইতিপূর্বে বখাটে রহিম উদ্দিনের বিরুদ্ধে আরো কয়েকটি নারী সংক্রান্ত ঘটনা সামাজিকভাবে সমাধান করা হয়েছে। এ নির্মম ঘটনার সঙ্গে জড়িতকে অতিসত্বর আইনের আওতায় এনে কঠোর শান্তির দাবি জানান এলাকার লোকজন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বকতিয়ার 
চৌধুরী জানায়, ঘটনার পরদিন থেকে একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটির খোঁজখবর নেয়া হয়েছে। বাদী পক্ষের এজাহার পাওয়ার পর এটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। 

ব্রাজিলিয়ান রিয়েল থেকে বাংলাদেশী টাকার আজকের বাজারদর ।


ব্রাজিলিয়ান রিয়েল এর আজকের বাজারদর । ব্রাজিলিয়ান রিয়েল থেকে বাংলাদেশী টাকার আজকের বাজারদর ।


Currency Converter: BRL to BDT

1 BRL =25.1176BDT
Brazilian Real1 BRL = 25.1176 BDT
Bangladeshi Taka1 BDT = 0.0398128 BRL
2018-03-30 18:18 UTCAll figures are based on live mid-market rates. These rates are not available to consumer clients.Set up a Rate Alert

জর্ডানে বাংলাদেশি গৃহকর্মী নিয়োগে নিষিদ্ধাজ্ঞা

দক্ষ নারী কর্মী আমদানিতে শ্রমবাজারের তালিকায় যে দেশটির নাম প্রথমেই উঠে আসে সেটি হলো পশ্চিম এশিয়ার মুসলিম দেশ জর্ডান। বিশ্বের অন্যতম প্রভাবশালী এই দেশটিতে ২০০০ সাল থেকে নারী কর্মী রপ্তানির কার্যক্রম শুরু হয়।তারপর থেকে ধারাবাহিকভাবে দেশটির বিভিন্ন সেক্টরে নারী কর্মী নিয়োগ অব্যাহত থাকে।তবে সম্প্রতি সে বাজারের উপর বাংলাদেশের নিষেধাজ্ঞা দিয়েছে জর্ডান সরকার।
 জর্ডানের শ্রম মন্ত্রী, আলী আল ঘাজ্জাউই জানান, জর্ডানের শ্রমবাজার নিয়ন্ত্রণ রাখার জন্য বর্তমানে জর্ডানের নিয়োগকর্তারা আর বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগ করতে পারবে না। তবে এই ঘটনায় বাংলাদেশি দূতাবাস থেকে তেমন কোনে ব্যবস্থা নেওয়া হয়নি। জর্ডান শ্রম মন্তনালয় থেকে আরও বলা হয়েছে, জর্ডানে কাজ করতে আসা প্রতিটি শ্রমিকদের কোনো প্রকার অপরাধমূলক অভিযোগ রয়েছে কিনা এই বিষয়ে সঠিক তথ্য জানাতে হবে। এমনকি প্রতিটি শ্রমিকের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে হবে। জর্ডান সরকারের নতুন এই সিদ্ধান্তে ইতিবাচক সাড়া দিয়েছে আম্মানস্থ বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণলয়।
দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, জর্ডানের শ্রম মন্ত্রী যে দীর্ঘমেয়াদি পরিকল্পনার উপর গুরুত্বারোপ করেছেন তার উপর ইতিবাচক সাড়া দিয়েছেন তারা। দূতাবাস আরও জানিয়েছে, গৃহকর্মীদের কোনও প্রকার মানসিক সমস্যায় ও শারীরিক সমস্যায় না ভোগেন সেদিকে খেয়াল রাখা হবে বলেও জানান তারা। এর আগে মধ্যপ্রাচ্যে গৃহকর্মীদের দ্বারা নানা ধরনের অপরাধমূলক ঘটনা ঘটেছে। বিশেষ করে দ.এশিয়ার শ্রমবাজার হিসেবে বাংলাদেশের নাম সে তালিকায় বার বার উঠে আসছে। গৃহকর্মীরা তাদের কর্মক্ষেত্রে বিভিন্ন সময় পরিবারের সদস্যদেরকে আক্রমণ, হামলা এমনকি হত্যাকান্ডের মত গুরুতর ঘটাচ্ছে। গত জুলাই মাসে ইথিওপিয়ান একজন গৃহকর্মী জর্ডানের ইরবিদে তার নিয়োগকর্তার চার বছর বয়সী শিশুটিকে হত্যা করে। এ ধরণের ঘটনাকে কেন্দ্র করে জর্ডান সরকার এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে মনে করেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা।তবে আশা করা হচ্ছে এ ধরণের ঘটনার দূত সমাধান হলে জর্ডানে বাংলাদেশি গৃহকর্মী রপ্তানির দূয়ার আবার উম্মুক্ত হবে।
জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বোয়েসেলের ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী এ পর্যন্ত ২৭ হাজার ৯১১ জন নারী কর্মী জর্ডানে গেছেন।

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates